Viksit Bharat Quiz 2026: বিকশিত ভারত কুইজ থাকছে পুরস্কার সার্টিফিকেট! অনলাইনে দেখে নিন

Dibyendu Dutta

Published on:

Follow Us Share
Viksit Bharat Quiz 2026 Participate Prize Winner MyGov

ভারতকে ২০৪৭ সালের মধ্যে একটি বিকশিত জাতি (Developed Nation) হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কেন্দ্র সরকার নানা প্রকল্প হাতে নিয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে শুরু হয়েছে এক বিশেষ প্রতিযোগিতা — “Viksit Bharat Quiz 2026”। এই কুইজটি অংশগ্রহণ করলেই পাবেন সরকারি সার্টিফিকেট এবং বিজেতারা পেয়ে যাবেন পুরস্কার

Viksit Bharat Quiz 2026: কুইজের সম্পূর্ণ অংশগ্রহণ তথ্য

বিকশিত ভারত কুইজ” লক্ষ্য হল দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যুব সমাজের অংশগ্রহণের মাধ্যমে তাদের মধ্যে দেশপ্রেম, সচেতনতা ও নেতৃত্বের গুণাবলি জাগানো। এখানে অংশগ্রহণকারীরা ভারতের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়নমূলক প্রকল্প, এবং Viksit Bharat @2047-এর ভিশন সম্পর্কে তাদের জ্ঞান যাচাই করতে পারবেন।

কোনও অংশগ্রহণ ফি (Entry Fee) নেই — সবাই বিনামূল্যে অংশ নিতে পারবেন। কুইজটি ১২টি ভাষায় (12 Languages) পরিচালিত হচ্ছে, যাতে দেশের প্রতিটি অঞ্চলের যুবক-যুবতীরা নিজেদের ভাষায় অংশ নিতে পারেন।

বিষয়বিবরণ
কুইজের নামViksit Bharat Quiz 2026
পোর্টাল (Portal)MY Bharat Portal
শেষ তারিখ (End Date)৩১ অক্টোবর, ২০২৫
সময়কাল (Quiz Duration)১০ মিনিট
মোট প্রশ্ন (Total Questions)২০টি
মোট নম্বর (Total Marks)২০
উত্তীর্ণ নম্বর (Passing Score)
চেষ্টা করার সংখ্যা (Attempt Count)
যোগ্যতা (Eligibility)১৫–২৯ বছর বয়সী যুবক-যুবতী (১ সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী)
সার্টিফিকেট (Certificate)অংশগ্রহণের সার্টিফিকেট (Participation Certificate)
ভাষা (Languages)১২টি ভারতীয় ভাষায়
কুইজের ধরণ (Type)Competitive (প্রতিযোগিতামূলক)

কুইজের নিয়মাবলী (Quiz Instructions)

  1. প্রশ্নগুলো Multiple Choice Question (MCQ) আকারে থাকবে, প্রতিটি প্রশ্নের ২-৪টি অপশন থাকবে যার মধ্যে শুধুমাত্র একটি সঠিক।
  2. শুধুমাত্র ১৫-২৯ বছর বয়সী যুবকরা (যাদের জন্ম তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫-এর আগে এবং ২৯ বছর পূর্ণ হয়নি) পরবর্তী পর্যায়ে যেতে পারবেন।
  3. বিজয়ীদের নির্বাচন (Winners Selection) কম্পিউটার-ভিত্তিক লটারি (Computer-based lottery) পদ্ধতিতে শীর্ষ স্কোরারদের মধ্য থেকে হবে।
  4. আয়োজকের সিদ্ধান্তই চূড়ান্ত (Final Decision) — এই বিষয়ে কোনও আপত্তি বা চিঠি গ্রহণযোগ্য নয়।

ক্লিক করে দেখো: AFCAT Exam: বিমান বাহিনীতে যোগদান পরীক্ষা! ফ্লাইং, টেক

কুইজের পরবর্তী ধাপ ও নির্বাচন (Winner Selection)

যেসব অংশগ্রহণকারী সর্বাধিক নম্বর অর্জন করবেন, তাদের মধ্যে থেকে কম্পিউটার লটারি সিস্টেমের মাধ্যমে বিজয়ী নির্বাচিত হবে। এরপর তারা Essay Writing, Presentation, Leadership Discussion-এর মতো পরবর্তী রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রথম ১০ হাজার জন সরকারি তরফ থেকে পুরস্কার পাবেন।

অংশগ্রহণকারীদের জন্য কিছু টিপস

  • ভারতের সংবিধান, উন্নয়নমূলক প্রকল্প, বিজ্ঞান, ও সামাজিক উদ্যোগ সম্পর্কে ভালোভাবে পড়ে নিন।
  • সাম্প্রতিক খবর (Current Affairs) ও সরকারী উদ্যোগ সম্পর্কে আপডেট থাকুন।
  • সময় ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ — ১০ মিনিটে ২০টি প্রশ্ন মানে প্রতি প্রশ্নে গড়ে ৩০ সেকেন্ডের কম সময়!

আরো দেখবে: PM Internship Scheme: পিএম ইন্টার্নশিপ প্রকল্পে প্রতি মাসে ৫০০০ টাকা, চাকরির সুযোগ! 

গুরুত্বপূর্ণ লিঙ্ক ও অংশগ্রহণ

বিষয়তথ্য
অংশগ্রহণের লিঙ্ক (Govt. Website)Click Here →
সার্টিফিকেট ডাউনলোডকুইজ শেষে অংশগ্রহণের সার্টিফিকেট (Participation Certificate) পাওয়া যাবে

অবশ্যই দেখবে: Career for Arts Students: আর্টস নিয়ে পড়ে কি কি হওয়া যায়? রইলো সেরা 10 কেরিয়ার ও চাকরি

Viksit Bharat Quiz 2025” অংশগ্রহণের মাধ্যমে তরুণরা শুধু জ্ঞান বাড়াবে না, বরং দেশ গঠনের যাত্রায় নিজেদের ভাবনাও যুক্ত করতে পারবে। তাই দেরি না করে এখনই MY Bharat Portal-এ গিয়ে নিবন্ধন করুন, অংশ নিন, এবং নিজের নেতৃত্বগুণকে তুলে ধরুন আজই!

Join Group

Telegram