ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে (Defence Sector) অফিসার হওয়ার স্বপ্ন যেসব ছাত্রছাত্রীর, তাদের জন্য UPSC NDA & NA 1 Recruitment 2026–এর অধীনে National Defence Academy (NDA) এবং Naval Academy (NA)-তে মোট 394টি শূন্যপদে (Post) নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রকাশিত হয়েছে। যেসব প্রার্থী উচ্চমাধ্যমিক পাঠরত বা পাস করে Indian Army, Navy বা Air Force–এ যোগ দিতে চান, তাদের জন্য এটি একটি সোনালী সুযোগ।
UPSC NDA & NA 1 Recruitment Overview 2026: ন্যাশনাল ডিফেন্স একাডেমি
বছরে দুইবার NDA & NA প্রবেশিকা পরীক্ষা নিয়ে থাকে UPSC, উচ্চ মাধ্যমিক পাস বা ২০২৬-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বর্তমানে দ্বাদশ শ্রেণীতে রয়েছে সকলেই এই পরীক্ষায় বসতে পারবে। প্রথমে লিখিত পরীক্ষা পরে এসএসবি ইন্টারভিউ এবং তারপরে অন্যান্য ধাপ রয়েছে। 10ই ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে চলবে 30শে ডিসেম্বর পর্যন্ত এবং যার পরীক্ষা হবে 12 এপ্রিল 2026।
| বিষয় | সংক্ষিপ্ত তথ্য |
|---|---|
| পরীক্ষার নাম | UPSC NDA & NA 1 Exam 2026 |
| সুযোগ | আর্মি, নেভি এবং এয়ার ফোর্সে অফিসার হিসেবে |
| আবেদন | অনলাইনে |
| পরীক্ষার তারিখ | 12 April 2026 |
| অফিসিয়াল ওয়েবসাইট | upsc.gov.in |
আবেদন ফি (Application Fee)
| ক্যাটাগরি | ফি |
|---|---|
| General / OBC / EWS | ₹100/- |
| SC / ST | ₹0/- (No Fee) |
যোগ্যতা ও শূন্যপদ (Eligibility & Vacancy Details)
বয়স সীমা (Age Limit): প্রার্থীর জন্ম তারিখ হতে হবে 01 July 2007 থেকে 01 July 2010–এর মধ্যে।
| ক্যাডেট টাইপ | শাখা | শূন্যপদ | শিক্ষাগত যোগ্যতা |
|---|---|---|---|
| NDA (Male/Female) | Army | 208 | 12th Passed (Any Stream) সকলেই পারবে |
| Navy | 42 | 12th Passed with Physics & Mathematics ফিজিক্স এবং ম্যাথ থাকতে হবে | |
| Air Force | 120 | ||
| NA (Male) | 10+2 Cadet Entry | 24 | |
| Total | 394 |
ক্লিক করে দেখুন: Indian Paramilitary Force: ভারতের আধাসামরিক অন্তর্গত সমস্ত কেন্দ্রীয় বাহিনী! BSF, CISF, SSB, NSG বিস্তারিত
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
UPSC NDA & NA 1 Recruitment 2026–এর Selection Process মোট চারটি ধাপে সম্পন্ন হবে—
- Written Examination – লিখিত পরীক্ষা
- SSB Interview – ইন্টারভিউ
- Document Verification – ডকুমেন্ট ভেরিফিকেশন
- Medical Examination – মেডিকেল পরীক্ষা।
বেতন কাঠামো (Salary Structure)
| বিষয় | পরিমাণ |
| Pay Level | Level-10 |
| মাসিক বেতন | ₹56,100 – ₹1,77,500 |
| অন্যান্য ভাতা | DA, HRA, TA (As per Govt. Rules) |
কিভাবে আবেদন করবেন? (How to Apply NDA 2026 Online)
আবেদন করার আগে অবশ্যই Official Notification ভালো করে পড়ে নিন। UPSC NDA & NA 1 Online Application Form পূরণ করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান: upsconline.nic.in (সরাসরি লিংক নিচে)
- অনলাইন আবেদন পোর্টালে প্রবেশ করে NDA & NA 1 Recruitment 2026 সিলেক্ট করে Apply Online লিঙ্কে ক্লিক করুন
- প্রয়োজনীয় তথ্য দিয়ে Online Form পূরণ করুন
- প্রয়োজনীয় Documents Upload করুন
- Application Fee পেমেন্ট করুন, Form Submit করে একটি Print Out রেখে দিন।
পরীক্ষা সিলেবাস: NDA Exam Syllabus 2026: ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস! Math, GAT দেখে নাও
অফিসিয়াল নোটিশ ও গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
| তারিখ | তারিখ |
|---|---|
| Online Apply Start | 10 December 2025 |
| Online Apply & Fee Payment Last Date (লাস্ট ডেট) | 30 December 2025 |
| Exam Date (পরীক্ষার তারিখ) | 12 April 2026 |
| আবেদনের সরাসরি লিংক | Apply Online → |
| Official Notification অফিশিয়াল বিজ্ঞপ্তি (English) | ↓ Download PDF |
বিস্তারিত তথ্য: NDA কি? National Defence Academy Eligibility, পরীক্ষার ধাপ, কিভাবে জয়েন করবে? জেনে নাও
আবেদন করার আগে অবশ্যই Official Notification ভালো করে পড়ে নিন। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। শিক্ষা ও চাকরি সংক্রান্ত এমনই গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


