UPSC সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল! কিভাবে জানবেন, বিস্তারিত দেখে নিন

UPSC Result 2023 Out @upsc.gov.in

সম্প্রতি UPSC ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। ১৬ ই এপ্রিল UPSC পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। UPSC কমিশন একটি পাবলিক নোটিস এর মাধ্যমে বিজ্ঞপ্তি জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার ভিত্তিতে এবং ২০২৪ সালে জানুয়ারি থেকে এপ্রিল এর মধ্যে ইন্টারভিউ এর পরিপ্রেক্ষিতে সামগ্রিকভাবে ফলাফল ঘোষিত হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা UPSC এর অফিসিয়াল পোর্টাল UPSC.gov.in এই প্রবেশ করে তাদের ফলাফল জানতে পারবেন।

   

কিভাবে UPSC CSE ২০২৩ এর ফলাফল জানতে পারবেন?

২০২৩ সালের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ফলাফল নিম্নলিখিত ধাপে দেখতে পারবেন। কিভাবে ধাপে ধাপে দেখবেন নিচে তার বিস্তারিত বর্ণনা করা হলো –

  • ১. প্রথমে UPSC. এর অফিসিয়াল পোর্টাল upsc.gov.in প্রবেশ করুন।
  • ২. এরপর UPSC এর হোমপেজে যান এবং final result of civil service examination 2023 অপশনটা ক্লিক করুন।
  • ৩. লিংকটিতে ক্লিক করার পর আপনাকে অন্য একটি পেজে রিডাইডেক্টেড করে দেওয়া হবে এই পেজেই আপনি আপনার ফলাফল দেখতে পারবেন।
  • ৪. UPSC এর ফলাফলের পিডিএফ ফর্ম টি আপনার সামনে খুলে যাবে।
  • ৫. এরপর এই pdf টি থেকে আপনি আপনার নাম রোল নাম্বার দেখে অল ইন্ডিয়া র‍্যাঙ্ক জেনে নিতে পারবেন।
  • ৬. ভবিষ্যৎ রেফারেন্সের জন্য আপনি ফলাফলে pdf টি ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে পারেন।

মিস করবেন না: SNTCSSC: সিভিল সার্ভিস প্রস্তুতির সরকারি কোর্সে ভর্তি শুরু! রইল আবেদনের ফর্ম, সুযোগ মিস করবেন না!

UPSC সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা ২৮ মে ২০২৩ সালে নেওয়া হয়েছিল। এতে মোট অংশগ্রহণ কারী পরীক্ষার্থী ছিলেন ১১ লক্ষ ৫২ হাজার। তবে মেইন্স পরীক্ষায় কেবল উত্তীর্ণ হন ১৪ হাজার ৬৬৪ জন। ১৫, ১৬ ,১৭ ,১৯, ২৩, ২৪ সেপ্টেম্বর ২০২৩ সালে মেইন্স পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ইন্টারভিউ নেওয়া হয় জানুয়ারি থেকে এপ্রিল ২০২৪ সালে এবং তার সামগ্রিক ফলাফল ঘোষণা করা হয় ১৬ই এপ্রিল ২০২৪ সালে।

অফিসিয়াল রেজাল্ট চেক করার ওয়েবসাইট: https://upsc.gov.in/

UPSC পরীক্ষায় উত্তীর্ণ হলে কোন কোন পদে যেতে পারবেন?

প্রসঙ্গত উল্লেখ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে প্রার্থীরা ভারতীয় প্রশাসনিক বিভাগ (IAS) , ভারতীয় পুলিশ বিভাগ(IPS) ও ভারতীয় বৈদেশিক বিভাগে (IFS) অফিসার পদে নিয়োজিত হতে পারবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram