যেসকল ছাত্র-ছাত্রীরা এবছর উচ্চমাধ্যমিক দেবে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে এবং যেসকল ছাত্র-ছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের এবার একসঙ্গে ট্যাব বা স্মার্টফোন কেনার ১০,০০০ টাকা দেওয়ার কথা শুরুতেই ঘোষণা করেছিল শিক্ষা দপ্তর।
২০২১ সালে চালু হওয়া “তরণের স্বপ্ন” প্রকল্প, একইভাবে 2024-25 শিক্ষাবর্ষ দেওয়া হবে। তবে প্রথম ধাপে, প্রশাসনিক কারণে 5ই সেপ্টেম্বরের দিন বদল করা হয়। এই মুহূর্তে কি আপডেট রয়েছে, জানতে শেষ পর্যন্ত পড়ুন।
Taruner Swapna 2024 Latest Update: তরুণের স্বপ্ন প্রকল্পের লেটেস্ট আপডেট
যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এক সঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা (Westbengal Taruner Swapno Tablet Scheme) দেওয়া হবে তাই এবারের বাজেট বিগত বছরের তুলনায় বৃদ্ধি করা হয়েছে।
বিগত বছরগুলিতে বিভিন্ন ত্রুটি বিচ্যুতির কারণে অনেক ছাত্র-ছাত্রীর টাকা পেতে সমস্যা হয়েছিল তাই এবারে যাতে সেই সমস্যা না হয় সেই জন্য রাজ্যের স্কুলগুলিকে বাড়তি নির্দেশেও দেওয়া ছিল।
তবে বর্তমানে রাজ্যে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে, আপাতত অনেক সরকারি কাজ অনেকাংশে স্থগিত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সামনেই কোন ছোট বড় অনুষ্ঠান আপাতত করা সম্ভাবনা নেই শিক্ষা দপ্তরের (Banglar Shiksha) তরফ থেকে, কারণ বিভিন্ন জেলা থেকে যোগাযোগের অসুবিধা হবে।
ছাত্র-ছাত্রীরা কবে পাবে ট্যাবের টাকা (Tab er Taka kobe Pabo 2024)
তরুনের স্বপ্ন প্রকল্পের টাকা ২৬ শে সেপ্টেম্বর পুজোর আগে দেওয়ার একটা সম্ভাবনা উঠলেও, আপাতত শিক্ষা দপ্তর থেকে কোন আপডেটই আসেনি। কাজেই ২৬ সেপ্টেম্বর কোন ট্যাবের টাকা দেওয়া হচ্ছে না!
টাকা ব্যাংক একাউন্টে ঢোকার তারিখ আপডেট 2024
- ২০২২ সালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ১৪ই নভেম্বর শিশু দিবস এর দিন থেকে ছাত্রছাত্রীদের একাউন্টে দেওয়া শুরু হয়েছিল।
- ২০২৩ সালে ট্যাব কেনার ১০ হাজার টাকা, ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের পরের দিন থেকে ছাত্রছাত্রীদের দেওয়া শুরু হয়েছিল।
লেটেস্ট আপডেট: Taruner Swapna: তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের ১০ হাজার টাকা দেওয়া শুরু! ছাত্রছাত্রীরা ব্যাংক একাউন্টে কবে পাবে? দেখে নাও
▶ তরুণের স্বপ্ন ট্যাব এর টাকার লেটেস্ট আপডেট চেক করো: Click Here ↗
পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকো, আমরা অবশ্যই তোমাদেরকে সব লেটেস্ট তথ্য সবার আগে পৌঁছে দেব। সরকারি প্রকল্প ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা, স্কলারশিপের টাকা, পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান এডুকেশনাল প্লাটফর্ম এডু টিপস বাংলাতে সবার আগে পাবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »