পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা দপ্তরের তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapna Scheme), যেখানে ছাত্রছাত্রীদের শিক্ষার কাজে ট্যাবলেট, স্মার্টফোন কিনতে ₹10,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। তবে এবছর পদ্ধতিটা অনলাইনে, Self Declaration ফর্ম পূরণের পর কি করতে হবে? কত দিনের মধ্যে টাকা পাওয়া সম্ভব? ফান্ড কবে ছাড় হচ্ছে? এই নিয়েই আজকের বিস্তারিত প্রতিবেদন।
তরুণের স্বপ্ন প্রকল্প 2025: ১০,০০০ টাকা কবে দেবে? সর্বশেষ আপডেট
ছাত্র-ছাত্রীদের মোবাইলে বাংলার শিক্ষা SMS-মাধ্যমে স্টুডেন্ট কোড (Students Code) এবং ভেরিফিকেশন লিংক এসেছে, selfdeclaration.wb.gov.in পোর্টালে যেখানে OTP Verification সম্পূর্ণ করার পর সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে, যেটি পরবর্তীকালে স্কুলে জমা দিতে হতে পারে। ওটিপি ভেরিফিকেশন এবং সেলফ ডিক্লারেশন সফলভাবে হলে, তখন তাদের স্ক্রিনে মেসেজ আসছে:
"Your declaration has been successfully verified. You are now eligible to receive financial assistance under the Taruner Swapno scheme."
বলা হচ্ছে যে ১৫ কর্মদিবসের (15 working days) মধ্যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। তবে বাস্তবে এখনো পর্যন্ত ছাত্র-ছাত্রীদের এই টাকা দেওয়ার প্রক্রিয়া এখনো শুরু হয়নি, কারণ বিভিন্ন জেলাভিত্তিক ধাপে ধাপে এই প্রক্রিয়া হচ্ছে। তাই কোন জেলা ছাত্র-ছাত্রীদের এখনো না হলে অপেক্ষা করতে হবে।
আবেদন করবে: HDFC Bank Parivartan Scholarship: এইচডিএফসি দিচ্ছে ১৫,০০০ টাকা স্কলারশিপ! দেখে নিন
Taruner Swapno Scheme Self Declaration 2025: তরুণের স্বপ্ন ভেরিফিকেশন ও টাকা ঢোকার প্রক্রিয়া
OTP Verification করার পর কি হচ্ছে? টাকার প্রসেসিং নিয়ে মূল বিষয়গুলো –
- টাকা আসবে সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে (Direct Bank Transfer)।
- ফান্ড জেলা ভিত্তিক (District-wise) ছাড় হবে, তারপর প্রতিটি স্কুলের তালিকা অনুযায়ী ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পাঠানো হবে।
- আগে OTP Verification করলেই আগে টাকা আসবে—এমন নয়। এটা নির্ভর করছে ফান্ড রিলিজের উপর।
এখনো বেশ কিছু স্কুলে OTP Verification সম্পূর্ণ হয়নি, তাই সবার টাকা একসাথে দেওয়া হবে। পুজোর ছুটির কারণে টাকা ট্রান্সফার প্রক্রিয়া কিছুটা দেরি হতে পারে।
অবশ্যই দেখে নাও: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ! আবেদন প্রক্রিয়া, ডকুমেন্ট, কত টাকা পাওয়া যাবে?
অফিসিয়াল গুরুত্বপূর্ণ লিংক এবং আপডেট
তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ₹10,000 টাকা সত্যিই বড় সহায়তা হতে চলেছে। তবে টাকা ট্রান্সফার প্রক্রিয়াটি ফান্ড ও জেলা ভিত্তিক ছাড়ের উপর নির্ভর করছে।
বিষয় | তথ্য বা লিংক |
---|---|
তরুণ্যের স্বপ্ন প্রকল্প টাকা দেওয়ার সম্ভাব্য সময় | অক্টোবরের মাঝামাঝি (Mid October 2025) |
ছাত্র-ছাত্রীদের অবশ্যই করণীয় ✅ | OTP Verification সম্পূর্ণ Self Declaration Form সাবমিট কনফার্মেশন সার্টিফিকেট (Certificate) ডাউনলোড |
লেটেস্ট আপডেট ক্লিক করো » | Taruner Swapna → |
শিক্ষা দপ্তরের ওয়েবসাইট | https://selfdeclaration.wb.gov.in/ |
মিস করো না: মাধ্যমিক পাশের পর সরকারি ও বেসরকারি স্কলারশিপ, পাওয়া যাবে ১২০০০ টাকা! দেখে নাও
সম্ভবত অক্টোবরের মাঝামাঝি থেকে টাকা জমা হতে শুরু করবে। ছাত্রছাত্রীদের উচিত ধৈর্য ধরে অপেক্ষা করা এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো সমস্ত আপডেট আমরা সময়মতো পৌঁছে দেব।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »