Taruner Swapna 2025: তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাবের 10000 টাকা পেতে দেরি! কতদিন পর পাবে? আপডেট

Anjan Mahata

Published on:

Follow Us Share
Taruner Swapna Scheme Tab er Taka তরুণের স্বপ্ন প্রকল্প 2025 টাকা কবে দেবে

তরুণের স্বপ্ন প্রকল্প একাদশ শ্রেণী ছাত্র-ছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য এককালীন ১০,০০০ টাকা দেওয়া হয়। বিগত বছরগুলিতে এই প্রকল্পের টাকা ছাত্র-ছাত্রীদের একাউন্টে সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যেই দিয়ে দেওয়া হয় কিন্তু এবছর নভেম্বর মাস শেষ হতে চলল তবুও ছাত্রছাত্রীদের একাউন্টে টাকা দেওয়া এখনো শুরু হয়নি কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে? বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে।

— Advertisement —

Taruner Swapna Scheme 2025: টাকা দিতে কেন দেরি হচ্ছে?

পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের একটি জনপ্রিয় প্রকল্প হল তরুণের স্বপ্ন (Taruner Swapna Scheme)। এই বছর তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া দেরী হওয়ার মূল কারণ হলো হ্যাকিং বা প্রতারণা আটকানো এবং যাতে পড়ুয়ার একাউন্টে কোন সমস্যা ছাড়া টাকা ঢুকে যায় সেটি নিশ্চিত করা।

এই বছর প্রতারণা রুখতে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ছাত্র-ছাত্রীদের “Aadhaar sync” ব্যাংক একাউন্টে দেওয়া হবে এর জন্য অধিকাংশ ছাত্রছাত্রীর নাম, অ্যাকাউন্ট নম্বর সহ বিভিন্ন নথি পোর্টালে নথিভুক্ত এখনো সম্পন্ন হয়নি। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী হওয়ায় পড়ুয়াদের তথ্য আপলোডের ক্ষেত্রে সার্ভারে বিভ্রাট দেখা দিয়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর।

তরুণের স্বপ্ন প্রকল্প 2025 টাকা কবে দেবে? (Tab Er Taka Kobe Pabo)

— Advertisement —

ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা প্রতিটি জেলার ট্রেজারী থেকে দেওয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত অধিকাংশ জেলার ছাত্রছাত্রীদের তথ্য ওয়েবসাইটে নথিভুক্ত সম্পন্ন হয়নি এবং এখনও অনেক পড়ুয়ার OTP Verification ও কমপ্লিট হয়নি।

শিক্ষা দপ্তর সূত্রে খবর দ্রুত কাজ চলছে আগামী ১ মাসের মধ্যে অধিকাংশ পড়ুয়ার তথ্য ভেরিফিকেশন করে ওয়েবসাইটে তথ্য নথিভুক্ত করে খুব শীঘ্রই ছাত্রছাত্রীদের একাউন্টে টাকা দেওয়া শুরু হবে।

ক্লিক করে দেখো: Govt Scholarship: মাধ্যমিক/HS কত নম্বরে কোন সরকারি স্কলারশিপ? কত টাকা পাওয়া যাবে? দেখে নিন

অফিশিয়াল লিঙ্ক এবং তারিখ

গুরুত্বপূর্ণ তথ্যলিংক
টাকা কবে দেবে? (সম্ভাব্য তারিখ)December 2025
অফিসিয়াল লেটেস্ট আপডেট »Check Here →
Taruner Swapna Self Declaration Portal (সেলফ ডিক্লারেশন এবং ভেরিফিকেশন পোর্টাল)https://selfdeclaration.wb.gov.in/

আবেদন চলছে:  নবান্ন স্কলারশিপ ২০২৫ পাবে ১০০০০ টাকা! অনলাইনে ফর্ম ফিলাপ, দেখে নিন

নভেম্বর মাসের আর মাত্র কয়েক দিন রয়েছে এবং এখনো অধিকাংশ পড়ুয়ার তথ্য নথিভুক্ত বাকি রয়েছে তাই এইমাসে টাকা দেওয়ার কোন সম্ভাবনা নেই। আগামী ডিসেম্বর মাসে ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব কেনার ১০,০০০ টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে!

Join Group

Telegram