রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের যে ট্যাব বা মোবাইল কেনার জন্য ১০ হাজার টাকা করে দিয়ে থাকে চলতি শিক্ষাবর্ষে সেই টাকা এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের দেওয়া হয়নি। নতুন নিয়মে ট্যাবের টাকা পেতে আরো দেরি হবে বলে জানানো হচ্ছে, আবার পড়ুয়াদের তথ্য জমা করতে হবে সঙ্গে থাকছে নতুন আপডেট বিস্তারিত আজকের পোস্ট।
Taruner Swapna Prakalpa 2025: নতুন নিয়মে ট্যাবের টাকা পেতে পড়ুয়াদের তথ্য জমা
বিগত বছরগুলিতে সেপ্টেম্বর মাসে বা অক্টোবরের শুরুতেই এই টাকা ছাত্র-ছাত্রীদের একাউন্টে দেওয়া হতো। গত বছর শতাধিক পড়ুয়াদের ট্যাব কেনার 10 হাজার টাকা প্রতারকদের একাউন্টে চলে যায় ফলে একাধিক ছাত্র-ছাত্রী সময় মতো ট্যাবের টাকা পায়নি এবং অনেক সমস্যার মুখে পড়তে হয়েছিল তাদের।
তাই এই কথা মাথায় রেখে উচ্চশিক্ষা দপ্তর এবার নতুন নিয়মে অনেক বেশি সতর্কতার সহিত ও সমস্ত তথ্য খুঁটিনাটি যাচাইয়ের এর পরছাত্রছাত্রীদের একাউন্টে ট্যাবের টাকা ট্রান্সফার করতে চলেছে।
Tab er Taka: ট্যাবের টাকা পেতে পুনরায় পড়ুয়াদের তথ্য যাচাই
ছাত্র-ছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাব কেনার টাকা দেওয়ার নতুন প্রক্রিয়ায় পড়ুয়াদের পুনরায় ব্যাংক একাউন্টের তথ্য এবং আধার কার্ডের তথ্য স্কুলে জমা দেওয়া এরপর পড়ুয়াদের সমস্ত তথ্য স্কুল শিক্ষকরা যাচাই করে দেখবেন।
পড়ুয়াদের সমস্ত তথ্যের একটা ডিটেলস আবার পড়ুয়াদের পাঠানো হবে এবং পুনরায় তাদের নিজেদের তথ্যগুলি নিজেরাই যাচাই করে দেখবে, তারপর অবশেষে স্কুলের শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের তথ্যগুলি ফাইনাল সাবমিট করবেন এবং এরপর সমস্ত ছাত্র-ছাত্রীর তথ্য ঠিকঠাক থাকলেই টাকা দেওয়ার প্রক্রিয়ায় শুরু হবে।
ক্লিক করে দেখো: Govt Scholarship: মাধ্যমিক/HS কত নম্বরে কোন সরকারি স্কলারশিপ? কত টাকা পাওয়া যাবে? দেখে নিন
ভেরিফিকেশন: Student Code & SMS OTP ব্যাপারটা কি?
Student Code: স্টুডেন্ট কোড হল একটা ইউনিক নম্বর, যেটি ছাত্র-ছাত্রীদের মোবাইলে এসএমএস মারফতে ঢুকবে। এটি বাংলা শিক্ষার আইডি পোর্টাল থেকে দেওয়া হবে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা – ট্যাবের টাকা লগইন ভেরিফিকেশন সংক্রান্ত এটি ব্যবহার হবে।
Dear Student, Please verify your details for Taruner Swapna from the following link - https://selfdeclaration.wb.gov.in/login?_stc=0378xxxxx. DITE GoWB
নতুন নিয়মে পড়ুয়াদের অ্যাকাউন্ট যাচাইয়ের পাশাপাশি তাদের নাম ঠিকঠাক আছে কিনা সেটিও যাচাই করা হচ্ছে অর্থাৎপড়ুয়ার আধার কার্ডের নাম, বাংলা শিক্ষা পোর্টালে পড়ুয়ার নাম এবং ব্যাংক একাউন্টে পড়ুয়ার নাম একই আছে কিনা তা যাচাই করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ তথ্য | লিংক |
---|---|
অনলাইনে আবেদন অন্যান্য তথ্য সহ বিস্তারিত » | Taruner Swapna → |
টাকা কবে দেবে? (সম্ভাব্য তারিখ) | October-November 2025 |
Taruner Swapna Self Declaration Portal (সেলফ ডিক্লারেশন এবং ভেরিফিকেশন পোর্টাল) | https://selfdeclaration.wb.gov.in/ |
আবেদন চলছে: WB CMRF Nabanna Scholarship 2025: নবান্ন স্কলারশিপ ২০২৫ পাবে ১০০০০ টাকা! অনলাইনে ফর্ম ফিলাপ
ইতিমধ্যে আনন্দবাজার পত্রিকাতে একটি সাম্প্রতিক নিউজ প্রকাশিত হয়েছে। আমাদের EduTips Bangla ইউটিউব চ্যানেল আমরা এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও বানিয়ে দিয়েছি, যেখানে তরুণের স্বপ্ন প্রকল্পের ভেরিফিকেশন স্ট্যাটাস, Student Code & SMS OTP সহ পরিপূর্ণ গাইড আলোচনা করেছি, সেটি দেখে নিতে পারেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »