SVMCM: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন আপডেট! লাস্ট ডেট ঘোষণা, নতুনদের আবেদন শুরু কবে? দেখে নিন

Gobinda Gorai

Published on:

Follow Us Share
Swami Vivekananada Scholarship SVMCM New Update 2025 Last Date new Apply Start Date

উচ্চ শিক্ষা দপ্তর বিকাশ ভবনের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত একটি বড় আপডেট! ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আবেদন নিয়ে লাস্ট তারিখ ঘোষণা করা হলো অফিসিয়াল ওয়েবসাইটে। তার পাশাপাশি খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ছাত্র ছাত্রীদের জন্য আবেদন! সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪-২৫ : লাস্ট ডেট ঘোষণা, নতুনদের আবেদন কবে শুরু?

Higher Education Department বিকাশ ভবন থেকে প্রকাশিত অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে যে SVMCM Renewal Application এবং Fresh Application (2024-25) জমা নেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (18.09.2025)

Submission of SVMCMS Fresh Application(2024-25) and Renewal Application(2023-24) will be closed on 18.09.2025

এই তারিখের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই যারা এখনও আবেদন করেননি, তাদের দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত এগুলি সবই আগের বছরের আবেদন সংক্রান্ত!

অবশ্যই দেখবে: SVMCM Scholarship Fund: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বিকাশ ভবনের নতুন নোটিশ! ফান্ড প্রসেস শুরু? দেখে নিন

নতুন আবেদন কবে শুরু হতে পারে? SVMCM New Apply Start Date 2025-26

অফিসিয়াল নোটিশে নতুনদের জন্য 2025-26 শিক্ষাবর্ষে আবেদন শুরুর তারিখ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে শিক্ষা দপ্তরের ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে—

  • আপাতত পুরনোদের আবেদন শেষ হচ্ছে ও যাচাই (Verification & Approval) প্রক্রিয়া চলতে থাকবে।
  • পুরনোদের টাকা দেওয়ার প্রসেস (Disbursement Process) চলতে থাকবে নির্ধারিত নিয়মে।

নতুনদের আবেদন (Fresh Application 2025) প্রথমে স্কুল স্তরের (School Students) জন্য চালু হবে।এরপর কলেজ ও বিশ্ববিদ্যালয়ের (College & University Students) জন্য আবেদন শুরু হবে।

উৎসবের মরসুমে (Durga Puja) নতুন আবেদন চালু হওয়ার সম্ভাবনা নেই। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী অক্টোবরের মাঝামাঝি (Mid-October 2025) নতুন আবেদন চালু হতে পারে।

অবশ্যই দেখবেন: SVMCM Bank Account: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ব্যাংক একাউন্ট! Fresh/Renewal টাকা পেতে অবশ্যই দেখে নাও

বিবরণলিংক বা তথ্য
SVMCM Scholarship: বিকাশ ভবনের অফিশিয়াল ওয়েবসাইট ও নোটিশ চেক »svmcm.wb.gov.in
আবেদন ও ডকুমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্যSVMCM →

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) পশ্চিমবঙ্গের মেধাবী ও আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য অন্যতম ভরসার জায়গা। যারা পুরনো আবেদন (Renewal) করেছেন, তাদের টাকা পর্যায়ক্রমে দেওয়া হবে। আর নতুনরা (Fresh Applicants) খুব তাড়াতাড়ি আবেদন করতে পারবে। তাই নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের Edutips -এর সাথে যুক্ত থাকুন।

Join Group

Telegram