SVMCM Scholarship Fresh Renewal: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025-26 আবেদন শুরু? নতুন আপডেট

Anjan Mahata

Updated on:

Follow Us Share
Swami Vivekananda Scholarship SVMCM Fresh Renewal Start 2025-26

রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য খুশির খবর! শুরু হতে চলেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন এবং রেনুয়াল আবেদন প্রক্রিয়া। এবারের অনলাইন আবেদন প্রক্রিয়ায় থাকছে একাধিক নতুন নিয়ম ও 2 স্টেপ ভেরিফিকেশন সুরক্ষা! কবে থেকে আবেদন শুরু হবে? লেটেস্ট আপডেট বিস্তারিত আজকের প্রতিবেদন।

— Advertisement —

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship 2025-26)

২০২৫-২৬ শিক্ষাবর্ষে জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া বিকাশ ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন শিক্ষা বর্ষের আবেদন গ্রহণের জন্য টেকনিক্যাল কাজ শুরু হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র আবেদনের তারিখ নোটিশ দিয়ে জানানোর অপেক্ষা, তারপরে ছাত্র ছাত্রীরা নতুন ও রেনুয়াল আবেদন করতে পারবে।

SVMCM Portal Maintenance Swami Vivekananda Scholarship 2024-25
Portal will be closed from tomorrow for scheduled maintenance. [Dated: 10.11.2025]

এই শিক্ষা বর্ষ থেকে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে টাকা দেওয়া পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্য অধিক সিকিউরিটি প্রদান করা হচ্ছে যাতে ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা পেতে কোন সমস্যা না হয় বা ছাত্র-ছাত্রীদের কোনো অনলাইন প্রতারণার স্বীকার হতে না হয়। নতুন যে নিয়মগুলি চালু করা হচ্ছে সেগুলি হল-

  • এই শিক্ষাবর্ষ থেকে নতুন আবেদন পত্র রেজিস্ট্রেশন করার সময় রেশন কার্ডের (Ration Card/ Khadyasathi No) তথ্য বাধ্যতামূলক করা হয়েছে
  • নতুন আবেদন করার পর স্ট্যাটাস চেক বা রেনুয়াল আবেদন করার ক্ষেত্রে “Applicant Login” এর সময় এবার থেকে Applicant Id ও Password এর সাথে OTP ভেরিফাই করে লগইন করতে হবে

জেনে রাখুন: SVMCM Documents Required: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি কি ডকুমেন্টস লাগবে? দেখে নাও

নতুন আবেদন কবে শুরু হবে? SVMCM Fresh Renewal Start Date 2025-26

— Advertisement —

2025-26 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন এই মাসের মধ্যেই শুরু হতে চলেছে। তিমধ্যেই নতুন শিক্ষা বর্ষের আবেদন প্রক্রিয়া গ্রহণের অফিসিয়াল কাজকর্ম চালু হয়ে গিয়েছে তবে এখনো পর্যন্ত বিকাশ ভবনের তরফ থেকে অফিসিয়াল নোটিশ দিয়ে কোন তারিখ জানানো হয়নি।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন পত্র নভেম্বর মাসের শেষ সপ্তাহ অর্থাৎ ১৮ থেকে ২৫ তারিখের মধ্যে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কবে থেকে নতুন এবং রেনুয়াল আবেদন গ্রহণের তারিখ খুব শীঘ্রই বিকাশ তরফ থেকে অফিশিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দেয়া হবে।

অবশ্যই দেখবেন: SVMCM Bank Account: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ব্যাংক একাউন্ট! Fresh/Renewal টাকা পেতে অবশ্যই দেখে নাও

SVMCM Scholarship Application 2025-26 গুরুত্বপূর্ণ আপডেট ও লিংক

⁜ বিঃ দ্রঃ আবেদন শুরু হওয়ার দিনেই বা এক-দু’দিনের মধ্যে তাড়াহুড়ো করে আবেদন কোরো না। শুরুতে ওয়েবসাইটে টেকনিক্যাল সমস্যা থাকতে পারে, ফলে ঝামেলায় পড়তে পারো। আগে আবেদন করলে আগে টাকা মেলে — এমন কোনো নিয়ম নেই। তাই নিশ্চিন্তে, আবেদন শুরুর অন্তত দু-তিন দিন অপেক্ষা করাই ভালো
বিবরণলিংক বা তথ্য
SVMCM Scholarship: বিকাশ ভবনের অফিশিয়াল Apply »Apply Link ↗
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন ও ডকুমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্যSVMCM →

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সমস্ত আপডেট এবং আবেদন সংক্রান্ত সমস্ত সমাধান পাবে আমাদের পোর্টাল এবং EduTips Bangla ইউটিউব চ্যানেলে, তাই অবশ্যই আমাদের Edutips -এর সাথে যুক্ত থাকুন।

Join Group

Telegram