SVMCM Aikyashree Scholarship: ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন তারিখ বাড়ানো হলো! দেখে নিন

Anjan Mahata

Published on:

Aikyashree SVMCM Application Last Date 2024-25

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বাড়ানো হলো ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ-এর আবেদনের অনলাইন এবং সংশোধনের তারিখ! পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, মেরিট কাম স্কলারশিপ, এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সব এর ক্ষেত্রে নতুন এবং রেনুয়াল ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য তারিখ আপডেট এসেছে।

SVMCM Aikyashree Scholarship 2024-25: স্কলারশিপ আবেদন তারিখ বাড়ানো হলো

যদিও বিকাশ ভবন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (WBHED SVMCM) এর এই সংক্রান্ত কোনো আপডেট এখনো সামনে আসেনি, তবে একই সঙ্গে ঐক্যশ্রী পোর্টালের নতুন আবেদন চলছে। আবারো তারিখ বাড়িয়ে করা হলো ১৫ জুলাই ২০২৫ – সমস্ত ছাত্রছাত্রীরা যাতে আবেদন করতে পারে এবং এই প্রকল্পের সুবিধা নিতে পারে তার জন্যই।

***Applications with respect to Post-Matric, TSP, MCM and SVMCM Fresh and Renewal applications for the Academic year 2024-25 can be made till 15th July 2025.***

তবে বিকাশ ভবন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিছু ফান্ড এসেছে বলে আপডেট পাওয়া যাচ্ছে এবং 2024-25 শিক্ষাবর্ষের অনেক ছাত্র-ছাত্রী জুলাই মাসের প্রথম সপ্তাহে টাকা ঢুকতে শুরু করেছে। আগের বছরের টাকা বা আবেদনের পদ্ধতি সম্পন্ন না হলে নতুন আবেদন কিন্তু শুরু হবে না, এখনো আবেদনের শেষ তারিখ কিছু ঘোষণা করা হয়নি

নতুন আপডেট: SVMCM Scholarship 2024-25: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা পাওয়ার আপডেট! Sanctioned শুরু? দেখে নিন

কোন ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষভাবে এই তারিখ?

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিশেষভাবে আপডেট, আগের বছরের আবেদনের কোন ভুল ত্রুটি থাকলে এই তারিখের মধ্যে তারা যেন অবশ্যই সংশোধন করে নেয় + আবেদন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা মিটিয়ে নেওয়া হয়।

তবে স্কলারশিপের টাকা শুধুমাত্র ফান্ড অ্যাভেলেবল থাকলে দপ্তর থেকে ডিসবার্স (Fund Disburse) দেওয়া হবে। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের অপেক্ষা করতে হবে। তারা যেন অবশ্যই ব্যাংক একাউন্ট সহ অন্যান্য সমস্ত কিছু সক্রিয় রাখে (Bank Status Active), যাতে টাকা ঢুকতে কোন অসুবিধা না হয়।

চেক-আউট অফিশিয়াল ওয়েবসাইট: https://wbmdfcscholarship.in/

অবশ্যই দেখবেন: Aikyashree Scholarship 2025: ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন শুরু! 60000 টাকা পর্যন্ত দেবে রাজ্য সরকার

সাধারণ ছাত্র ছাত্রীরা ও আবেদন এখন সবাই করতে পারবে কোন চিন্তা নেই। সমস্ত আপডেট স্কলারশিপ-এর তথ্য সবার আগে আমরা ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দিয়ে থাকি আমাদের whatsapp চ্যানেলে সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো, সব আপডেট সবার আগে পেতে

Join Group

Telegram