৫ই সেপ্টেম্বর — সারা দেশ জুড়ে আমরা পালন করি শিক্ষক দিবস। এই দিনটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং শিক্ষকের প্রতি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসার প্রতীক। মহান দার্শনিক, শিক্ষক ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের (Dr Sarvepalli Radhakrishnan) জন্মদিনে পালিত এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় — শিক্ষক মানেই কেবল পাঠদানকারী নন, বরং তিনি সমাজ ও জাতির ভবিষ্যৎ নির্মাণের কারিগর।
আজকের এই বিশেষ দিনে, স্কুল, কলেজ, অফিস কিংবা অনলাইন যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করার মতো একটি হৃদয়ছোঁয়া ও অনুপ্রেরণামূলক Teachers’ Day Speech in Bengali 2025 আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এটি এমনভাবে রচিত হয়েছে যাতে মঞ্চে দাঁড়িয়ে বললেও শ্রোতাদের মন কাড়বে, আবার ইউটিউব ভিডিও বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও সকলের মনে গভীর ছাপ ফেলবে।
শিক্ষক দিবস উপলক্ষে বক্তৃতা ২০২৫: Teachers Day Speech in Bengali 2025
"গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর
গুরু সাক্ষাৎ পরোমব্রহ্ম
তস্মৈ শ্রী গুরুবে নমঃ"
“আচার্য দেবো ভবঃ” – বেদে লেখা এই মন্ত্র কেবল শ্লোক নয়, এটি আমাদের সংস্কৃতির প্রাণস্বর।
যেখানে গুরুজন মানেই ঈশ্বরের প্রতিমূর্তি।
আজ ৫ই সেপ্টেম্বর ২০২৫, শিক্ষক দিবসের প্রাক্কালে এই মঞ্চে উপবিষ্ট আমার সমস্ত শ্রদ্ধেয় শিক্ষকগণ ও সম্মানীয় অতিথিবৃন্দকে জানাই আন্তরিক প্রণাম,
আর আমার প্রিয় সহপাঠী, ভাই-বোন ও বন্ধুদের জানাই ভালোবাসা।
আজকের এই দিনে আমি শিক্ষক দিবস (Teacher’s Day) উপলক্ষে কিছু বিনম্র কথা আপনাদের সামনে উপস্থাপন করছি।

শিক্ষা: জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত (শিক্ষক দিবস উপলক্ষে কিছু কথা)
ভারতবর্ষে প্রতি বছর ৫ই সেপ্টেম্বর অত্যন্ত গর্বের সঙ্গে শিক্ষক দিবস পালিত হয়।
একটি শিশু জন্ম নেওয়ার পর থেকেই সে শিক্ষা অর্জন করতে থাকে। প্রথম শিক্ষা আসে মায়ের কাছ থেকে—কারণ মা-ই শিশুর প্রাথমিক শিক্ষক।
এরপর যখন শিশু প্রথাগত শিক্ষায় প্রবেশ করে, তখন সমাজের আলো দেখায় সেই মানুষরূপী ভগবান—
আমাদের শিক্ষক।
তাঁরা কেবল অক্ষরজ্ঞান দেন না, বরং একেবারে ছোট্ট শিশুকে সমাজোপযোগী মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব গ্রহণ করেন।
তাই শিক্ষক কেবল শিক্ষক নন, তিনি আমাদের Friends, Philosopher and Guider—
যিনি সর্বশক্তি দিয়ে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন।
শিক্ষক-শিক্ষিকা: আলো থেকে আলোর পথিকৃৎ
একজন শিক্ষক কি কেবল পাঠ্যবইয়ের অক্ষর শেখান?
না, শিক্ষক সেই ব্যক্তি—
- যিনি অন্ধকার ঘরে প্রদীপ জ্বালিয়ে দেন।
- ব্যর্থতার ঘূর্ণিপাকে ডুবে যাওয়া যুবসমাজকে টেনে তোলেন।
- সাফল্যের শিখরে দাঁড়িয়েও নতুন স্বপ্ন দেখতে শেখান।
একজন শিক্ষক আমাদের শেখান—
"Success is not only about marks,
It is about becoming a good human being,"
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ: শিক্ষক দিবসের প্রেরণা
আজকের এই দিনটি কেন শিক্ষক দিবস?
কারণ ১৮৮৮ সালের ৫ই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুট্টানিতে জন্ম নিয়েছিলেন এক মহাপুরুষ—
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি (১৯৫২-৬২) ও দ্বিতীয় রাষ্ট্রপতি (১৯৬২-৬৭)।
কিন্তু তার থেকেও বড় পরিচয় হলো—তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক।
তিনি বিশ্বাস করতেন—
"Teachers are the true nation builders."
রাষ্ট্রপতি হওয়ার পর যখন ছাত্ররা তাঁর জন্মদিন পালন করতে চাইলো, তখন তিনি বলেছিলেন—
“আমার জন্মদিন পালন কোরো না, যদি ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে উদ্যাপন করো তবে আমি ধন্য হবো।”
তাঁর এই বিনয়ী ইচ্ছাই আজ কোটি কোটি ভারতবাসীর কাছে শিক্ষক দিবসের মূল প্রেরণা।
কবিগুরুর বিশ্বভারতীর মাধ্যমে বিশ্বমানের শিক্ষা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় নারীশিক্ষার আলো জ্বালিয়েছিলেন, সত্যজিৎ রায় চলচ্চিত্রে শিক্ষকের ত্যাগ ফুটিয়ে তুলেছিলেন, আধুনিক বিজ্ঞানের মঞ্চে সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা কিংবা আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ছাত্রদের অনুপ্রেরণা হয়েছিলেন।
তাই শিক্ষক দিবসে দাঁড়িয়ে আমরা শুধু রাধাকৃষ্ণণকেই নয়,
আমাদের প্রত্যেক স্কুল-কলেজের প্রতিটি শিক্ষক-শিক্ষিকাকে কৃতজ্ঞতা প্রণাম জানাই।
শিক্ষক: জাতির ভবিষ্যতের স্থপতি
শিক্ষক ছাড়া জাতির অস্তিত্ব নেই।
- সৈনিক দেশ রক্ষা করেন সীমান্তে,
- ডাক্তার প্রাণ রক্ষা করেন,
- কিন্তু শিক্ষক রক্ষা করেন ভবিষ্যৎ প্রজন্মের বিবেক ও মস্তিষ্ক।
আজকের যে ছোট্ট শিশু কাঁচা হাতের লেখা শিখছে,
আগামী দিনে সেই শিশু ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে, কবি হবে—
কিন্তু তার ভিত গড়বেন শিক্ষকই।
তাই বলা হয়—
"If there is no teacher, there is no nation."
বর্তমান পরিপ্রেক্ষিতে ডিজিটাল শিক্ষক
আজ আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আছি— যেখানে শিক্ষা কেবল শ্রেণিকক্ষের চার দেওয়ালে সীমাবদ্ধ নয়। আজ আমাদের হাতে স্মার্টফোন, ইন্টারনেট, অনলাইন ক্লাসরুম, ভার্চুয়াল ল্যাব আর ই-বুক।
একসময়ের ব্ল্যাকবোর্ড আজ স্মার্টবোর্ডে পরিণত হয়েছে,
একসময়ের চকের দাগ আজ ডিজিটাল পেন-ট্যাবের আলোকরেখা।
আজকের দিনে শিক্ষক কেবল বইয়ের ভেতরে সীমাবদ্ধ নন, বরং তিনি হচ্ছেন Digital Teacher —
যিনি Zoom, Google Classroom কিংবা YouTube-এর মাধ্যমে শিক্ষা পৌঁছে দিচ্ছেন প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীর কাছে। ডিজিটাল শিক্ষার এই নতুন দিগন্তে শিক্ষকরা প্রমাণ করেছেন—
"Technology may be the tool,
but the teacher is still the soul of education."
তবে প্রযুক্তি যতই উন্নত হোক,
একজন সজীব শিক্ষক-শিক্ষিকার হাসি, আশীর্বাদ আর পরামর্শের বিকল্প কোনোদিন হতে পারে না।
ডিজিটাল শিক্ষক হোক বা প্রথাগত শিক্ষক — তাঁরা সবাই আমাদের জীবনের আলোকবর্তিকা।
মহৎ সমাপ্তি
আজকের এই শুভক্ষণে আমি আবারও প্রণাম জানাই—
আমার সকল প্রিয় শিক্ষক-শিক্ষিকাকে,
যাঁরা আমাদের জীবন গড়ছেন, যাঁরা প্রতিদিন নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে আমাদের সঠিক পথে এগুলোর প্রেরণা দিচ্ছেন।
🌸 “একজন ডাক্তার হয়তো একশো মানুষের জীবন বাঁচাতে পারেন,
কিন্তু একজন শিক্ষক লাখো প্রাণের জীবনকে নতুন আলো দিতে পারেন।” 🌸
ধন্যবাদ। নমস্কার।
পরবর্তী পড়ুন: এ পি জে আবদুল কালাম (মিসাইল ম্যান) বাংলা প্রবন্ধ রচনা (APJ Abdul kalam Rachana in Bengali)
শিক্ষক দিবস উপলক্ষ্যে বক্তব্য 2025 | Shikkhok Dibos Boktobbo | teachers day speech in bengali
শিক্ষক দিবস কেবল একটি তারিখ নয়, এটি আমাদের হৃদয়ের উৎসব। আজকের দিনে আমরা যেন ভুলে না যাই, এক একজন শিক্ষক আমাদের জীবনের আলোকবর্তিকা। তারা শুধু বইয়ের পাঠ দেন না, জীবনের পাঠও দেন—কীভাবে মানুষ হতে হয়, কীভাবে সমাজ ও জাতির জন্য অবদান রাখতে হয়, সেই দিকনির্দেশ দেন।
শুভ শিক্ষক দিবস ২০২৫! 🙏🌹
- Teachers day speech in bangla 2025
- shikkhok dibos boktobbo
- 5th September Speech in Bengali.
- শিক্ষক দিবসের বক্তৃতা।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -