চারণ কবি –ভারভারা রাও
অনুবাদ ~ শঙ্খ ঘোষ
ভূমিকা – তেলুগু ভাষার বিশিষ্ট কবি পেন্ডিয়ালা ভারভারা রাও। তাঁর কবিতাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ❝ভবিষ্যথু চিত্রপটম❞ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ❝কবি❞ কবিতা। এই কবিতাটিকেই শঙ্খ ঘোষ বাংলাতে অনুবাদ করেছেন এবং নাম দিয়েছেন ❝চারণ কবি❞। চারণ কবি কবিতাটি ❝সেতুবন্ধন❞ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
☆ চারণ কবি কবিতার MCQ প্রশ্ন উত্তর — প্রশ্নমান : ১
তোমাদের জন্য সরাসরি প্রশ্ন এবং উত্তর হিসেবে দেওয়া থাকলো যাতে তোমাদের পড়তে এবং মনে রাখতে সুবিধা হয়, পরীক্ষাতে তোমাদের অবশ্যই চারটি করে অপশন দেওয়া থাকবে সেখান থেকে সঠিক উত্তরটি তোমরা OMR লিখতে পারবে বা দাগ দিতে পারবে।
1. চারণকবি কবিতাটির রচয়িতা কে?
উত্তর: ভারভারা রাও।
2. ভারভারা রাও-এর পুরো নাম কী?
উত্তর: পেন্ডিয়ালা ভারভারা রাও।
3. ভারভারা রাও মূলত কোন ভাষার কবি?
উত্তর: তেলেগু।
4. চারণ কবি কবিতাটির অনুবাদক কে?
উত্তর: শঙ্খ ঘোষ।
5. চারণকবি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত?
উত্তর: ভবিষ্যথু চিত্রপটম।
6. শঙ্খ ঘোষ অনূদিত ‘চারণকবি’ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
উত্তর: সেতুবন্ধন।
7. ভারভারা রাও-এর কারাবাসের ডায়ারিটির নাম কী?
উত্তর: ক্যাপটিভ ইমাজিনেশন।
8. ভারভারা রাও-এর প্রথম কবিতা সংকলনটি কী?
উত্তর: চালি নেগাল্লু।
9. চারণকবির মূল কবিতাটির নাম কী?
উত্তর: কবি।
10. কোন কবিতা সংকলনটির মাধ্যমে ভারভারা রাও প্রথম সর্বভারতীয় পাঠকের কাছে পৌঁছতে পেরেছিলেন?
উত্তর: ভারভারা রাও-আ লাইফ ইন পোয়েট্রি।
11. ‘ভারভারা রাও-আ লাইফ ইন পোয়েট্রি’ কবিতা সংকলনটিতে কয়টি কবিতা সংকলিত হয়েছিল?
উত্তর: ৪৮ টি।
12. চারণ কবি কবিতাটির স্তবক সংখ্যা কয়টি?
উত্তর: ৩ টি।
13. চারণ কবি কবিতাটির পঙক্তির সংখ্যা কত?
উত্তর: ২৪ টি।
14. চারণ কবি কাদের বলা হয়?
উত্তর: যে ভ্রাম্যমান কবি ঘুরে ঘুরে তার কবিতা ও ভাবনা সুর করে গেয়ে সাধারণের কাছে পৌঁছে দেন।
15. “… যখন সব লোপাট” – কি লোপাট?
উত্তর: নিয়ম-কানুন।
16. “আর সময়ের ঢেউ-তোলা কালো মেঘের দল …” – কালো মেঘের দল কি করছে?
উত্তর: ফাঁস লাগাচ্ছে গলায়।
17. “চুঁইয়ে পড়ছে না কোনো …” – কী চুঁইয়ে পড়ছে?
উত্তর: রক্ত।
18. কিভাবে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ?
উত্তর: ঘূর্ণিপাকে।
19. ঝিরঝিরে বৃষ্টি কিসে পরিণত হয়ে উঠেছে?
উত্তর: প্রলয়ঝরে।
20. “…. বুকে নিয়ে জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে” – কী বুকে নিয়ে বেরিয়ে আসছে?
উত্তর: মায়ের বেদনাশ্রু।
21. “জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে” – কী বেরিয়ে আসছে?
উত্তর: কবির কোনো লিপিকার স্বর।
22. কোথা থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর?
উত্তর: জেলের গরাদ থেকে।
23. “কবির কোনো লিপিকার স্বর” বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: কবির কণ্ঠ রোধ করা হলেও বেরিয়ে আসা প্রতিবাদী স্বর ও সত্তাকে।
24. “যখন কাঁপন লাগে…” – কোথায় কাঁপন লাগে?
উত্তর: জিভে।
25. যখন কাঁপন লাগে জিভে তখন কী হয়?
উত্তর: বাতাসকে মুক্ত করে দেয় সুর।
26. সুর মুক্ত করে দেয় কাকে?
উত্তর: বাতাসকে।
27. “…যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র” – কী যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে?
উত্তর: গান।
28. শস্ত্র কী?
উত্তর: প্রহরেন, হাতে নিয়ে প্রহার করা হয় এমন অস্ত্রবিশেষ।
29. গান, যুদ্ধের শস্ত্র হয়ে উঠলে কী হয়?
উত্তর: কবিকে তখন ভয় পায় ওরা।
30. “…তখন ভয় পায় ওরা” – কাকে?
উত্তর: কবিকে।
31. কবিকে ভয় পেয়ে ওরা কী করে?
উত্তর: কবিকে কয়েদ করে।
32. কোথায় আরও শক্ত করে জড়িয়ে দেওয়া হয় ফাঁস?
উত্তর: গর্দানে।
33. কবি তাঁর সুর নিয়ে কোথায় শ্বাস ফেলেছেন?
উত্তর: জনতার মাঝে।
34. কবি কী নিয়ে জনতার মাঝে শ্বাস ফেলেন?
উত্তর: সুর।
35. ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে কেন?
উত্তর: ভারসাম্য রাখার জন্য।
36. ফাঁসির মঞ্চ কাকে ঝুলিয়ে দিচ্ছে?
উত্তর: তুচ্ছ ফাঁসুড়েকে।
37. ফাঁসুড়েকে যে বিশেষণ দ্বারা আখ্যায়িত করা হয়েছে তা কী?
উত্তর: তুচ্ছ।
38. ফাঁসুড়ে কারা?
উত্তর: শাসকদল।
39. কবিতার পরিবেশ কেমন?
উত্তর: অশান্ত।
40. সময়ের অবস্থা কেমন?
উত্তর: অন্ধকার।
41. কবির মন কেমন?
উত্তর: বিদ্রোহী
42. সমাজের অবস্থা কেমন?
উত্তর: দমনমূলক
43. কবির উপর কী হচ্ছে?
উত্তর: দমন
44. কবির কণ্ঠ কেমন?
উত্তর: মুক্ত
45. কবির সুর কেমন?
উত্তর: যুদ্ধংদেহী
46. ফাঁসির মঞ্চ কেমন?
উত্তর: অসামঞ্জস্যপূর্ণ
47. মৃত্যুকে কী করা হচ্ছে?
উত্তর: স্পর্ধা
48. কবি কী অনুভব করছে?
উত্তর: বেদনা
49. কবি কী দিচ্ছে?
উত্তর: সুর
50. কবি কী ফেলছে?
উত্তর: শ্বাস
51. কবি কী করছে জনতার মাঝখানে?
উত্তর: শ্বাস ফেলছে
52. কবি কাকে স্পর্ধা জানাচ্ছে?
উত্তর: মৃত্যুকে
53. কবি কাকে তুচ্ছ মনে করে?
উত্তর: ফাঁসুড়েকে
54. কবি কী দিচ্ছে ফাঁসুড়েকে?
উত্তর: ঝুলিয়ে দিচ্ছে
55. কবিতায় কালো মেঘ কার প্রতীক?
উত্তর: অন্ধকার শক্তি
56. কবিতায় ফাঁস কার প্রতীক?
উত্তর: দমন
57. কবিতায় রক্ত ও জল কার প্রতীক?
উত্তর: বেদনা
58. কবিতায় বিদ্যুৎ কার প্রতীক?
উত্তর: বিদ্রোহ
59. কবিতায় বৃষ্টি কার প্রতীক?
উত্তর: বিপর্যয়
60. কবিতায় মায়ের বেদনাশ্রু কার প্রতীক?
উত্তর: জনতার দুঃখ
61. কবিতায় জেল কার প্রতীক?
উত্তর: দমন
62. কবির সুর কার প্রতীক?
উত্তর: সত্য
63. কবিতায় ফাঁসির মঞ্চ কার প্রতীক?
উত্তর: অন্যায়
64. কবিতায় মাটি কার প্রতীক?
উত্তর: সত্য
65. কবির ভাষা কেমন?
উত্তর: শক্তিশালী
66. কবিতার ছন্দ কেমন?
উত্তর: বেগবান
67. কবিতার চিত্রকল্প কেমন?
উত্তর: জীবন্ত
68. কবির শব্দচয়ন কেমন?
উত্তর: প্রতীকী
69. কবিতার ধ্বনি কেমন?
উত্তর: বিদ্রোহী
70. কবিতার মূল বিষয় কী?
উত্তর: দমন ও প্রতিরোধ
71. কবি কী বার্তা দিচ্ছে?
উত্তর: সত্যের জয়
72. কবি কাকে উৎসাহিত করছে?
উত্তর: জনতাকে
73. কবি কী বিরুদ্ধে লড়ছে?
উত্তর: অন্যায়ের
74. কবি কী প্রমাণ করছে?
উত্তর: কবিতার শক্তি
75. কবিতা পাঠককে কী অনুভব করায়?
উত্তর: প্রেরণা
76. কবিতা পাঠককে কী করতে উৎসাহিত করে?
উত্তর: বিদ্রোহ
77. কবিতা সমাজকে কী বার্তা দেয়?
উত্তর: সত্যের পক্ষে দাঁড়াও
78. কবিতা সাহিত্যে কী অবদান রেখেছে?
উত্তর: নতুন দিগন্ত
79. কবিতা ইতিহাসে কী স্থান পাবে?
উত্তর: অমর
80. কবিতা কতজনের কথা বলে?
উত্তর: একজন
81. কবিতা কোন সময়ের কথা বলে?
উত্তর: অত্যাচারের সময়
82. কবিতা কোন স্থানের কথা বলে?
উত্তর: দমনের স্থান
83. কবিতা কীভাবে শেষ হয়?
উত্তর: আশার সুরে
84. কবিতা কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: সাহসী কণ্ঠস্বর
85. কবির গলায় কী ফাঁস লাগানো হয়েছে?
উত্তর: সময়ের ঢেউ-তোলা কালো মেঘের দল
87. কবির চোখ থেকে কী পড়ছে না?
উত্তর: রক্ত বা চোখের জল
88. কবির বেদনা কার বেদনার সাথে তুলনা করা হয়েছে?
উত্তর: মায়ের বেদনাশ্রু
89. কবি কোথা থেকে বেরিয়ে আসছে?
উত্তর: জেলের গরাদ থেকে
90. কবির লিপিকার স্বর কী বহন করে?
উত্তর: মায়ের বেদনাশ্রু
91. কবির জিভে কী লাগে?
উত্তর: কাঁপন
92. কবি কীকে মুক্ত করে দেয়?
উত্তর: বাতাসকে
93. কবির গান কী হয়ে ওঠে?
উত্তর: যুদ্ধের শস্ত্র
94. কবির গানের জন্য কে কবিকে ভয় পায়?
উত্তর: ওরা (শাসকগোষ্ঠী)
95. কবির গলায় ফাঁস কীভাবে বাঁধা হয়?
উত্তর: আরো শক্ত করে
96. কবি কোথায় শ্বাস ফেলছেন?
উত্তর: জনতার মাঝখানে
97. ফাঁসির মঞ্চ কী করছে?
উত্তর: মাটিতে মিশে যাচ্ছে
98. ফাঁসির মঞ্চ কার সাথে স্পর্ধা করছে?
উত্তর: মৃত্যুর সাথে
99. ফাঁসির মঞ্চ কাকে ঝুলিয়ে দিচ্ছে?
উত্তর: ফাঁসুড়েকে
100. কবিতার মূল বিষয়বস্তু কী?
উত্তর: কবির স্বাধীনতা সংগ্রাম
101. কবি কীভাবে নির্যাতন সহ্য করে?
উত্তর: কবিতার শক্তি দিয়ে
102. কবির শত্রু কে?
উত্তর: সত্যের বিরোধী শক্তি
103. কবির শক্তি কী?
উত্তর: তার কবিতা
104. কবির লক্ষ্য কী?
উত্তর: স্বাধীনতা
105. কবি কীভাবে জনতাকে অনুপ্রাণিত করে?
উত্তর: তার কবিতার মাধ্যমে
106. কবির মৃত্যুকে কীভাবে দেখে?
উত্তর: একটি স্পর্ধা
107. কবির বিজয় কী?
উত্তর: তার কবিতার অমরত্ব
108. কবির কবিতা কী প্রতীক?
উত্তর: সত্য, স্বাধীনতা ও বিদ্রোহের
109. কবির শেষ কথা কী বলে বোঝা যায়?
উত্তর: মৃত্যু জয় করতে পারবে না সত্যকে
110. কবির কবিতা কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরে
111. কবির কবিতা কীভাবে রচিত?
উত্তর: সরল ও স্পষ্ট ভাষায়
112. কবির কবিতা কার জন্য?
উত্তর: সাধারণ মানুষের জন্য
113. কবির কবিতা কীভাবে পাঠককে প্রভাবিত করে?
উত্তর: চিন্তা করতে বাধ্য করে
114. কবির কবিতা কীভাবে সমাজকে পরিবর্তন করতে পারে?
উত্তর: মানুষকে জাগিয়ে তুলে
115. কবির কবিতা কেন আজও প্রাসঙ্গিক?
উত্তর: স্বাধীনতা সংগ্রামের আদর্শ আজও প্রাসঙ্গিক
চারণ কবি কবিতার mcq একাদশ শ্রেণি বাংলা 1st Sem | চারণ কবি ভারভারা রাও | চারণ কবি কবিতার MCQ | একাদশ শ্রেণি | চারণকবি কবিতার প্রশ্ন উত্তর | Charon Kobi Kobita MCQ | চারণ কবি MCQ প্রশ্ন উত্তর | ভারভারা রাও | চারণ কবি কবিতার MCQ প্রশ্ন উত্তর।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -