বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট্য অবদানের কৃতিত্ব হিসাবে নোবেল পুরস্কার (Nobel Prize) দেওয়া হয়। ২০২৫ – সালেও বিভিন্ন বিভাগে (পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি ও অর্থনীতি) এই পুরুষ্কার ঘোষণা করা হয়েছে। আজকের পোস্টে কোন বিভাগে, কারা পুরস্কার পেয়েছেন এবং কোন কৃতিত্বের জন্য এই সম্মান প্রদান করা হয়েছে তা বিস্তারিতভাবে আলোচনা করা হল।
প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন WBCS, SSC, UPSC, Railway, Bank) প্রায়ই বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে যেমন – ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? চিকিৎসা বিজ্ঞানে কে সম্মানিত হয়েছেন? পদার্থবিজ্ঞানে ২০২৫ সালের নোবেল পুরস্কার বিজয়ীর নাম কী? কিংবা অর্থনীতিতে মোট কতজন নোবেল পুরস্কার পেয়েছেন?
Nobel Prize 2025: নোবেল পুরস্কার ২০২৫ গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ
বিশ্বের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মানগুলোর মধ্যে অন্যতম হলো নোবেল পুরস্কার। মানবসভ্যতার কল্যাণে জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার প্রদান করা হয়। গবেষণা, উদ্ভাবন, চিন্তা ও মানবকল্যাণে যাঁরা গুরুত্বপূর্ণ অবদান রাখেন, তাঁদেরই এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়।
নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেন সুইডিশ বিজ্ঞানী, রসায়নবিদ ও উদ্ভাবক আলফ্রেড নোবেল (Alfred Nobel)। ১৮৯৫ সালে তিনি তাঁর উইলে উল্লেখ করেন, মৃত্যুর পর তাঁর সম্পদের একটি অংশ ব্যবহার করে এমন একটি পুরস্কার চালু করা হোক, যা প্রতিবছর মানবকল্যাণে অসামান্য অবদানের জন্য প্রদান করা হবে। তাঁর এই ইচ্ছার ফলেই ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।
প্রথমদিকে পাঁচটি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হতো —
- পদার্থবিজ্ঞান (Physics)
- রসায়ন (Chemistry)
- চিকিৎসাবিজ্ঞান বা শারীরবিদ্যা (Physiology or Medicine)
- সাহিত্য (Literature)
- শান্তি (Peace)
পরবর্তীতে ১৯৬৯ সালে অর্থনীতি (Economic Sciences) বিভাগটি যুক্ত হয়, যা “The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel” নামে পরিচিত।
বর্তমানে মোট ছয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয় — পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।
এই পুরস্কার সাধারণত প্রতি বছর ডিসেম্বর মাসে প্রদান করা হয়। এর মধ্যে পাঁচটি পুরস্কার প্রদান করা হয় সুইডেনের স্টকহোম শহরে, এবং একমাত্র শান্তি পুরস্কার প্রদান করা হয় নরওয়ের অসলোতে, নরওয়েজিয়ান নোবেল কমিটির তত্ত্বাবধানে।
নোবেল পুরস্কারের সঙ্গে বিজয়ীরা একটি পদক (Medal), একটি সনদ (Diploma) এবং একটি নির্দিষ্ট অর্থমূল্যের পুরস্কার পান। এটি শুধুমাত্র একটি সম্মান নয়, বরং মানবজাতির উন্নতি ও অগ্রগতিতে অবদানের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।
নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা ২০২৫ | Nobel Prize Winer List 2025
বিভাগ | তারিখ | প্রদানের সংস্থা | বিজয়ী | কৃতিত্ব |
---|---|---|---|---|
শারীরবিদ্যা বা চিকিৎসাবিজ্ঞান (Physiology or Medicine) | ৬ অক্টোবর | নোবেল অ্যাসেম্বলি, ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, সো’লনা | মেরি ই. ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাকাগুচি | দেহের পেরিফেরাল ইমিউন টলারেন্স সম্পর্কিত আবিষ্কারের জন্য। |
পদার্থবিজ্ঞান (Physics) | ৭ অক্টোবর | রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস, স্টকহোম | জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরে এবং জন এম. মার্টিনিস | বৈদ্যুতিক সার্কিটে কোয়ান্টাম টানেলিং ও শক্তির কোয়ান্টাইজেশন সম্পর্কিত আবিষ্কারের জন্য। |
রসায়ন (Chemistry) | ৮ অক্টোবর | রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস, স্টকহোম | সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম. ইয়াগি | মেটাল–অর্গানিক ফ্রেমওয়ার্কস (MOFs) বিকাশের জন্য। |
সাহিত্য (Literature) | ৯ অক্টোবর | সুইডিশ একাডেমি, স্টকহোম | লাসলো ক্রাসনাহরকাই | তাঁর অনন্য ও দূরদৃষ্টিসম্পন্ন সাহিত্যকর্মের জন্য, যা সংকটের মাঝেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠা করে। |
শান্তি (Peace) | ১০ অক্টোবর | নরওয়েজিয়ান নোবেল কমিটি, অসলো | মারিয়া কোরিনা মাচাদো | ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস সংগ্রাম ও শান্তিপূর্ণ রূপান্তরের প্রচেষ্টার জন্য। |
অর্থনীতি (Economic Sciences) | ১৩ অক্টোবর | রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস, স্টকহোম | জোয়েল মকিয়ার, ফিলিপ আগিওন এবং পিটার হাওইট | উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যা প্রদান এবং “Creative Destruction” তত্ত্ব উপস্থাপনের জন্য। মকিয়ার পেয়েছেন প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে স্থায়ী প্রবৃদ্ধির প্রয়োজনীয়তা নির্ধারণের অবদানের জন্য, আর আগিওন ও হাওইট যৌথভাবে পেয়েছেন “Creative Destruction”-এর তত্ত্ব প্রণয়নের জন্য। |
নোবেল পুরস্কার ২০২৫ গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর
১) ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন?
- ক) নাদিয়া মুরাদ
- খ) মারিয়া কোরিনা মাচাদো
- গ) আবি আহমেদ
- ঘ) ডেনিস মুখওয়েগে
সঠিক উত্তর: খ) মারিয়া কোরিনা মাচাদো
ব্যাখ্যা: ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অহিংস নেতৃত্বের জন্য মারিয়া কোরিনা মাচাদোকে ২০২৫ সালের শান্তি পুরস্কার দেওয়া হয়েছে.
২) ২০২৫ সালের নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন—
ব্যাখ্যা: “অ্যাপোক্যালিপ্টিক সন্ত্রাসের মাঝেও শিল্পের শক্তিকে পুনরুদ্ঘাটনকারী দৃষ্টিভঙ্গিময় রচনার” জন্য হাঙ্গেরীয় লেখক লাসলো ক্রাসনাহোরকাইকে পুরস্কৃত করা হয়েছে.
৩) ২০২৫ সালের নোবেল পদার্থবিজ্ঞান পুরস্কার কারা পেয়েছেন?
- ক) জন ক্লার্ক, মিশেল এইচ. দ্যাভোরে, জন এম. মার্টিনিস
- খ) অ্যালাঁ আসপে, জন এফ. ক্লজার, অ্যান্টন জাইলিঙ্গার
- গ) আন্দ্রে গেইম, কনস্টান্টিন নভোসেলভ
- ঘ) কিপ থর্ন, ব্যারি ব্যারিশ, রাইনার ওয়েইস
সঠিক উত্তর: ক) জন ক্লার্ক, মিশেল এইচ. দ্যাভোরে, জন এম. মার্টিনিস
ব্যাখ্যা: একটি বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং ও শক্তিস্তরের কুয়ান্টাইজেশন আবিষ্কারের জন্য এ ত্রয়ীকে পুরস্কার দেওয়া হয়েছে.
৪) ২০২৫ সালের নোবেল রসায়ন পুরস্কার কোন কাজের জন্য দেওয়া হয়েছে?
- ক) গ্রাফিনের আবিষ্কার
- খ) ডিএনএ সম্পাদনা (CRISPR)
- গ) মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস (MOFs) উন্নয়ন
- ঘ) লিথিয়াম-আয়ন ব্যাটারি
সঠিক উত্তর: গ) মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস (MOFs) উন্নয়ন
ব্যাখ্যা: সুসুমু কতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াগি—পরিবেশবান্ধব শক্তি সঞ্চয়, কার্বন ক্যাপচার ইত্যাদিতে সম্ভাবনাময় MOF উপাদান বিকাশের জন্য পুরস্কৃত হয়েছেন.
৫) ২০২৫ সালের শারীরবিদ্যা বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন—
- ক) ক্যাটালিন কারিকো, ড্রু ওয়েইসম্যান
- খ) মেরি ই. ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল, শিমোন সাকাগুচি
- গ) জেমস অ্যালিসন, তাসুকু হোনজো
- ঘ) হ্যারল্ড ভারমাস, জে. মাইকেল বিশপ
সঠিক উত্তর: খ) মেরি ই. ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল, শিমোন সাকাগুচি
ব্যাখ্যা: শরীরকে নিজস্ব কোষের বিরুদ্ধে ইমিউন আক্রমণ থেকে বাঁচানোর “পারিফেরাল ইমিউন টলারেন্স” আবিষ্কারের অবদানের জন্য এ ত্রয়ীকে সম্মাননা দেওয়া হয়েছে.
৬) ২০২৫ সালের অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল স্মারক পুরস্কার কারা অর্জন করেছেন?
- ক) পল রোমার
- খ) জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ, পিটার হুইট
- গ) রবার্ট সলো
- ঘ) অ্যাঙ্গাস ডিটন
সঠিক উত্তর: খ) জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ, পিটার হাউইট
ব্যাখ্যা: উদ্ভাবনচালিত অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যার জন্য—মোকিরের প্রযুক্তিগত অগ্রগতির পূর্বশর্ত চিহ্নিতকরণ এবং আগিয়োঁ-হাউইটের সৃজনধ্বংসভিত্তিক প্রবৃদ্ধি তত্ত্বের জন্য—এ পুরস্কার দেওয়া হয়েছে.
- ৭) নোবেল রসায়ন ২০২৫-এর পুরস্কৃত তিনজনের মধ্যে কে যুক্তরাষ্ট্রভিত্তিক?
- ক) সুসুমু কতাগাওয়া
- খ) রিচার্ড রবসন
- গ) ওমর এম. ইয়াগি
- ঘ) উপরিউক্ত সকলেই
ব্যাখ্যা: ইয়াগি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলেতে কর্মরত; কতাগাওয়া জাপান এবং রবসন অস্ট্রেলিয়ায় যুক্ত.
৮) “সৃজনধ্বংস” (Creative Destruction) ধারণাভিত্তিক প্রবৃদ্ধি তত্ত্ব কোন পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে যুক্ত?
- ক) আগিয়োঁ ও হাউইট
- খ) ক্লার্ক ও দ্যাভোরে
- গ) কারিকো ও ওয়েইসম্যান
- ঘ) মোকির ও সলো
সঠিক উত্তর: ক) আগিয়োঁ ও হাউইট
ব্যাখ্যা: অর্থনৈতিক প্রতিযোগিতা-উদ্ভাবন-নতুনত্বের প্রবাহে পুরোনো প্রযুক্তির স্থানচ্যুতি ব্যাখ্যায় আগিয়োঁ-হাউইটের তত্ত্ব সমসাময়িক নীতিচিন্তায় প্রভাবশালী.
৯) কোন বিভাগে ২০২৫ সালে একজন মাত্র পুরস্কারপ্রাপ্ত রয়েছেন?
- ক) শান্তি
- খ) সাহিত্য
- গ) রসায়ন
- ঘ) চিকিৎসাবিজ্ঞান
ব্যাখ্যা: সাহিত্য বিভাগে এককভাবে লাসলো ক্রাসনাহোরকাই পুরস্কার পেয়েছেন; অন্যান্য অধিকাংশ বিভাগ যৌথভাবে প্রদান করা হয়েছে.
১০) ২০২৫ সালের নোবেল পদার্থবিজ্ঞানের পুরস্কৃত কাজটি মূলত কোন ক্ষেত্রে প্রয়োগিক অগ্রগতির সেতুবন্ধ রচনা করেছে বলে উল্লেখযোগ্য?
- ক) ঐতিহ্যবাহী সুপারকন্ডাক্টিভিটি
- খ) কোয়ান্টাম কম্পিউটিং হার্ডওয়্যার
- গ) কসমোলজি
- ঘ) ফোটোভোল্টায়িক্স
সঠিক উত্তর: খ) কোয়ান্টাম কম্পিউটিং হার্ডওয়্যার
ব্যাখ্যা: বৈদ্যুতিক সার্কিটে কোয়ান্টাম টানেলিং ও শক্তিস্তর কুয়ান্টাইজেশনের আবিষ্কার কোয়ান্টাম ডিভাইস ও কম্পিউটিংয়ের দিকে বাস্তব অগ্রযাত্রা জোরদার করেছে.
১১) MOF বা মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কসের সম্ভাব্য প্রয়োগ কোনটিতে সবচেয়ে বেশি আলোচিত?
- ক) ডিএনএ সিকোয়েন্সিং
- খ) কার্বন ক্যাপচার ও গ্যাস স্টোরেজ
- গ) ন্যানোফোটোনিক্স
- ঘ) জিন থেরাপি
সঠিক উত্তর: খ) কার্বন ক্যাপচার ও গ্যাস স্টোরেজ
ব্যাখ্যা: উচ্চ ছিদ্রময়তা ও নির্বাচনী শোষণের কারণে MOF-কে জ্বালানি সঞ্চয়, কার্বন ডাই-অক্সাইড আটকানো, পানি পরিশোধন প্রভৃতি ক্ষেত্রে আশাব্যঞ্জক ধরা হয়.
১২) “পারিফেরাল ইমিউন টলারেন্স” আবিষ্কার কোন ধরনের রোগের চিকিৎসা উন্নয়নে সহায়ক?
- ক) সংক্রামক রোগ
- খ) অটোইমিউন রোগ ও ক্যান্সার ইমিউনথেরাপি
- গ) নিউরোডিজেনারেটিভ রোগ
- ঘ) জিনগত ব্যাধি
সঠিক উত্তর: খ) অটোইমিউন রোগ ও ক্যান্সার ইমিউনথেরাপি
ব্যাখ্যা: ইমিউন সিস্টেমের স্ব-সহিষ্ণুতা বোঝা ও নিয়ন্ত্রণ করা অ্যাটোইমিউন কন্ডিশন ও টিউমার-টার্গেটিং থেরাপিতে গুরুত্বপূর্ণ দিগন্ত খুলেছে.
১৩) ২০২৫ অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কারের ঘোষণাকারী প্রতিষ্ঠান—
- ক) নোবেল ফাউন্ডেশন
- খ) রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস
- গ) কারোলিনস্কা ইনস্টিটিউট
- ঘ) সুইডিশ একাডেমি
সঠিক উত্তর: খ) রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস
ব্যাখ্যা: অর্থনীতির পুরস্কার ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক প্রবর্তন করে; প্রতিবছর তা রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি ঘোষণা করে.
১৪) নিম্নের কোন জুটি—বিভাগ:বিজয়ী—সঠিক?
- ক) সাহিত্য: মারিয়া কোরিনা মাচাদো
- খ) রসায়ন: ইয়াগি–কতাগাওয়া–রবসন
- গ) শান্তি: জন ক্লার্ক
- ঘ) চিকিৎসাবিজ্ঞান: লাসলো ক্রাসনাহোরকাই
সঠিক উত্তর: খ) রসায়ন: ইয়াগি–কতাগাওয়া–রবসন
ব্যাখ্যা: ইয়াগি, কতাগাওয়া ও রবসন রসায়নে পুরস্কৃত; মাচাদো শান্তি, ক্রাসনাহোরকাই সাহিত্য, ক্লার্ক পদার্থবিজ্ঞানে পুরস্কৃত হয়েছেন.
১৫) ২০২৫ সালের নোবেল পুরস্কারের ঘোষণাসূচি কোন তারিখসমূহে অনুষ্ঠিত হয়েছে?
- ক) ১–৫ অক্টোবর
- খ) ৬–১৩ অক্টোবর
- গ) ১৫–২২ অক্টোবর
- ঘ) ২৫–৩১ অক্টোবর
ব্যাখ্যা: ২০২৫ সালের বিভিন্ন বিভাগে ৬–১৩ অক্টোবর পর্যায়ক্রমে ঘোষণাগুলি সম্পন্ন হয়েছে.
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -