৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অনুপ্রেরণামূলক ও হৃদয়গ্রাহী স্বাধীনতা দিবসের বক্তৃতা, যা স্কুল, কলেজ, অফিস, বা অনলাইন অনুষ্ঠানে মন কাড়বে। যা ইতিহাস, আবেগ, দেশপ্রেম এবং বর্তমান যুগের প্রেক্ষাপটে রচিত হয়েছে।
এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি চাইলেই এটিকে: মঞ্চে দাঁড়িয়ে বলতে পারেন, ইউটিউব ভিডিওতে রেকর্ড করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, এখন চলুন পড়ে নিই সেই অনবদ্য, সর্বকালের সেরা Independence Day Speech in Bengali 2025.
for English: Best Ever Independence Day Speech in English – 3 Powerful Samples for 15th August
স্বাধীনতা দিবসের সেরা বক্তৃতা | Independence Day Speech in Bengali (2025)
“তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব”
– নেতাজির এই আহ্বানে যেমন কেঁপে উঠেছিল পরাধীন উপমহাদেশ, ঠিক তেমনই আজ ১৫ই আগস্ট, স্বাধীনতার পবিত্র এই দিনে, গর্বে আবারো কেঁপে উঠুক প্রতিটি ভারতবাসীর হৃদয়।
গর্বিত ৭৯তম স্বাধীনতা দিবস
৭৯তম স্বাধীনতা দিবসের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আপনাদের সকলকে এবং গোটা বিশ্বে যারা ভারতকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন, তাঁদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
আজ এই স্বাধীনতা মহোৎসব কেবল একটি উৎসব নয়, এটি সেই আত্মত্যাগ, বীরত্ব ও দৃঢ়চেতা মনোবলের জয়গাথা, যা লক্ষ লক্ষ ভারতবাসীর রক্ত, অশ্রু গাঁথা।
ইতিহাসের পথে: স্বাধীনতা কীভাবে এল?
১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের মাধ্যমে শুরু হয় দুই শতাব্দীর পরাধীনতার গ্লানি।
কারার ঐ লৌহ কপাট
ভেঙে ফেল কর রে লোপাট
“স্বাধীনতা কখনো ভিক্ষা নয়, তা অর্জন করতে হয়” — এই মন্ত্রেই জেগে উঠেছিলেন মাস্টারদা সূর্যসেন, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ বিপ্লবী বীরযোদ্ধারা।
নারীশক্তির দিক থেকেও ভারত পিছিয়ে ছিল না— ঝাঁসির রাণী লক্ষ্মীবাই, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরার মতো অভিন্ন হৃদয় বীরাঙ্গনারা স্বাধীনতার আগুন জ্বালিয়ে গেছেন। অহিংস পথে নেতৃত্ব দিয়েছেন মহাত্মা গান্ধী— অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, লবণ সত্যাগ্রহ— সব কিছুই ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল।
“মুক্তিরও মন্দিরও সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে”! ১৯৪৭ সালের ১৫ই আগস্ট, মধ্যরাতে যখন পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছিলেন—
“At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom”
— তখনই জন্ম নেয় এক নতুন স্বাধীন ভারতবর্ষ।

স্বাধীনতা শুধু অধিকার নয়, দায়বদ্ধতা
স্বাধীনতা পাওয়া মানেই দায়িত্ব শুরু। বাবাসাহেব আম্বেদকর আমাদের হাতে তুলে দিলেন ভারতের সংবিধান— বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ গণতান্ত্রিক রূপরেখা। সর্দার বল্লভভাই প্যাটেল দেশকে একত্র করলেন লৌহ পুরুষের মতো।
আজকের স্বাধীনতা, আজকের তেরঙ্গা, আজকের সিংহচিহ্ন — সবকিছুর পেছনে লুকিয়ে আছে অসংখ্য বিপ্লবীদের আত্মত্যাগ।
"যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি"
স্বাধীনতার পথ সহজ ছিল না। ১৯৪৭ সালের সেই ক্ষণে দেশভাগের বিভীষিকা ও সাম্প্রদায়িক উত্তেজনা লাখো মানুষের জীবন কেড়ে নেয়। বিচ্ছিন্ন হয় পাঞ্জাব ও বাংলা। কিন্তু এই বিভাজনের মাঝেও ভারত বজায় রাখে তার ধর্মনিরপেক্ষতা, মানবতা ও সংহতি।
আজ আমরা কেবল স্বাধীন নই, আমরা আত্মনির্ভর ভারত গঠনের পথে অগ্রসর। আমরা সফলভাবে পাঠিয়েছি মহাকাশে মিশন, উন্নয়নে ঘটিয়েছি বিপ্লব, যুবশক্তির হাত ধরে এগিয়ে চলেছি প্রযুক্তির দুনিয়ায়।
“রাষ্ট্র সর্বাগ্রে, সর্বদাই সর্বাগ্রে”— আজ আমাদের প্রাণশক্তি, আমাদের ভাবনা।
আজ ভারত শুধু গর্ব করে না— অনুপ্রেরণা জাগায়। আজ ভারত শুধু দেখে না— গোটা বিশ্বকে আলোকবর্তিকা দেখায়।
স্বাধীনতা শুধু উৎসব নয়— এটি একটি সঙ্কল্প, একটি যাত্রাপথ। আমরা যারা আজ এখানে দাঁড়িয়ে স্বাধীন বাতাসে নিশ্বাস নিচ্ছি— আমরা ঋণী। তাই আসুন, আজ এই স্বাধীনতা দিবসে আমরা সবাই মিলে শপথ করি—
✔ দুর্নীতিকে বিদায় জানাব
✔ নারীদের সম্মান ও অধিকার নিশ্চিত করব
✔ পরিবেশকে রক্ষা করব
✔ ধর্ম-বর্ণ-ভাষা নির্বিশেষে ভারতীয়ত্বের ঐক্যে বিশ্বাস রাখব
✔ প্রত্যেকে একজন আদর্শ নাগরিক হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাব
আজকের এই ৭৯তম স্বাধীনতা দিবসে আজ আসুন, আবার বলি —
বন্দেমাতরম!… বন্দেমাতরম!…বন্দেমাতরম!… জয় হিন্দ!.. জয় হিন্দ!.. ভারত মাতা কি জয়!
১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের উপর একটি সুন্দর ভাষণ | Independence Day Speech in Bengali
সুপ্রভাত/নমস্কার, সম্মানিত প্রধান শিক্ষক/শিক্ষিকা, সম্মানীয় অতিথিবৃন্দ, প্রিয় শিক্ষক-শিক্ষিকা এবং আমার প্রিয় সহপাঠীরা—আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।
আপনার মতামত, ফিডব্যাক বা সংস্করণ দরকার হলে কমেন্ট করুন বা মেসেজ পাঠান!
🎉 শুভ স্বাধীনতা দিবস ২০২৫!
- independence day speech in bengali
- independence day of india essay
- speech on independence day
- speech independence day 15th August
- speech of independence day
- speech to independence day
- independence day for speech
- essay for independence day.
পরবর্তী দেখবেন: দৈনন্দিন জীবনে বিজ্ঞান (মানব জীবনে বিজ্ঞান) প্রবন্ধ রচনা Dainandin Jibone Bigyan Rachana
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -