SSC GD Recruitment 2026: ২৫,৪৮৭ পদে জিডি কনস্টেবল নিয়োগ! যোগ্যতা, আবেদন, ফি দেখে নিন

Dibyendu Dutta

Published on:

SSC GD Recruitment 2026 Eligibility Form Fill Up

ভারতের অন্যতম বৃহত্তম কেন্দ্রীয় সরকারি চাকরিগুলির মধ্যে SSC GD Constable একটি অত্যন্ত জনপ্রিয় পরীক্ষা। স্টাফ সিলেকশন কমিশন (SSC) ২০২৬ সালে GD Constable (কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী) ২৫,৪৮৭টি শূন্যপদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

— Advertisement —

SSC GD Constable Recruitment 2026: স্টাফ সিলেকশন কমিশন কনস্টেবল নিয়োগ

১ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে ৩১ ডিসেম্বর ২০২৫ (রাত ১১টা পর্যন্ত)। চাকরি প্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ, বিশেষত যারা ১০ম (Matric) পাশ করে চাকরি খুঁজছেন।

গুরুত্বপূর্ণ বিষয়তথ্য
নিয়োগ সংস্থাStaff Selection Commission (SSC)
পদের নামGD Constable (CAPFs)
মোট শূন্যপদ25,487
শিক্ষাগত যোগ্যতা১০ম (Matric) পাশ
বয়সসীমা১৮ – ২৩ বছর (১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী)
আবেদন শুরু১ ডিসেম্বর ২০২৫
আবেদন শেষ৩১ ডিসেম্বর ২০২৫ (১১ PM)

যোগ্যতা (SSC GD Eligibility Criteria 2026)

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বোর্ড থেকে ১০ম শ্রেণি (Matric) পাশ অর্থাৎ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।

— Advertisement —

বয়সসীমা (As on 01-01-2026)

  • ন্যূনতম বয়স: ১৮ বছর
  • সর্বোচ্চ বয়স: ২৩ বছর
  • সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য। SC/ST 5 বছর এবং OBC 3 বছর

শারীরিক যোগ্যতা (Physical Eligibility)

CategoryHeightChestRunning
Male (Gen/EWS/OBC/SC)170 CM80–85 CM5 KM – 24 মিনিটে
Male (ST)162.5 CM76–81 CM5 KM – 24 মিনিটে
Female (Gen/EWS/OBC/SC)157 CMNA1.6 KM – 8.5 মিনিটে
Female (ST)150 CMNA1.6 KM – 8.5 মিনিটে

মোট শূন্যপদ: ২৫,৪৮৭ (পুরুষ /মহিলা এবং বিভাগ)

Gender Wise Vacancy

পোস্টGeneralOBCEWSSCSTমোট
Constable GD (Male)10198532924163433209123467
Constable GD (Female)90443618914302020
Total11102576526053447212125487

ফোর্স অনুযায়ী (Force-Wise) শূন্যপদ

ForceGenderUROBCEWSSCSTTotal
BSFMale222113537858524
BSFFemale492005110792
CISFMale5547295813211918139113135
CISFFemale6273261502051521460
CRPFMale25231343598870325366
CRPFFemale6627081508124
SSBMale7524121762571671764
ITBPMale4862191091461391099
ITBPFemale9138162425194
ARMale6582781571613021556
ARFemale7125101430150

বিস্তারিত দেখো: Indian Paramilitary Force: ভারতের আধাসামরিক অন্তর্গত সমস্ত কেন্দ্রীয় বাহিনী! BSF, CISF, SSB

লিখিত পরীক্ষার প্যাটার্ন (Exam Pattern)

PartSubjectQuestionMarks
AGeneral Intelligence & Reasoning2040
BGeneral Knowledge & Awareness2040
CElementary Mathematics2040
DEnglish/ Hindi2040
Total80160

কিভাবে আবেদন করবেন? (How to Apply)

নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই আবেদন করতে পারবেন:

  1. SSC–র অফিসিয়াল ওয়েবসাইটে যান: https://ssc.gov.in
  2. SSC GD Constable 2026 Online Form” লিঙ্কে ক্লিক করুন।
  3. প্রথমে নিবন্ধন (Registration) করুন – মোবাইল নম্বর ও ইমেল OTP দিয়ে ভেরিফাই করুন।
  4. লগইন করে Application Form পূরণ করুন।
  5. নিজের ছবি, স্বাক্ষর এবং ১০ম শ্রেণির সনদপত্র (Certificate) আপলোড করুন।
  6. যোগ্য প্রার্থীরা ₹100 ফি অনলাইনে জমা দিন।
  7. ফর্ম সাবমিট করে Confirmation Page ডাউনলোড করুন।

আবেদন ফি (Application Fee)

CategoryFee
SC/ST/Ex-Serviceman/Femaleফি নেই
General/OBC₹100

পরবর্তী আপডেট থেকে তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অবশ্যই অগ্নিবীর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও: Join Group →

অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক

লিংকক্লিক করুন
অফিসিয়াল নোটিফিকেশন (PDF)Download PDF
অনলাইন আবেদন (Apply Online)Apply Online →
SSC অফিসিয়াল ওয়েবসাইটhttps://ssc.gov.in
পরীক্ষা সম্ভাব্য তারিখFeb- April, 2026

বিস্তারিত দেখো: SSC GD Syllabus Exam Pattern 2026: সম্পূর্ণ সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন! CBT, PET, PST সম্পূর্ণ তথ্য

২০২৬ সালের SSC GD Constable Recruitment দেশজুড়ে হাজার হাজার যুবক-যুবতীর জন্য একটি বড় চাকরির সুযোগ। মাধ্যমিক পাশ হলেই আবেদন, পাশাপাশি বেতন ভালো এবং কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরির নিরাপত্তাও রয়েছে। তাই যোগ্য প্রার্থীদের যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Join Group

Telegram