West Bengal Shramashree Scheme: বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বহু শ্রমিক নানা সময়ে সমস্যার সম্মুখীন হন। এমন পরিস্থিতিতে নিজেদের রাজ্যে ফিরে এসে নতুনভাবে কাজ ও জীবন শুরু করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ সরকার ‘শ্রমশ্রী প্রকল্প’ (WB Shramshree Scheme) চালু করেছে। এর মূল লক্ষ্য হল ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের আর্থিক সহায়তা, পুনর্বাসন এবং সামাজিক সুরক্ষা প্রদান।
West Bengal Shramshree Scheme: ‘শ্রমশ্রী’ প্রকল্প (Somosri Prokolpo)
‘শ্রমশ্রী’ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপদে এবং মর্যাদার সাথে পুনর্বাসন নিশ্চিত করা। যারা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যার শিকার হয়ে ফিরে আসছেন, তারা এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা এবং অন্যান্য সুবিধা পাবেন।
বিষয় | তথ্য |
---|---|
প্রকল্পের নাম (Scheme Name) | শ্রমশ্রী প্রকল্প (Shramshree Scheme) |
ঘোষণা (Announcement) | পশ্চিমবঙ্গ সরকার |
উদ্দেশ্য (Objective) | ভিন রাজ্যে সমস্যার শিকার হয়ে ফিরে আসা শ্রমিকদের পুনর্বাসন |
সুযোগ সুবিধা | এককালীন ৫,০০০ টাকা, পরিচয়পত্র (ID Card) ও অন্যান্য সুবিধা |
Porijayi Sromik in Bengali Form যোগ্যতা (Eligibility Criteria)
‘শ্রমশ্রী প্রকল্প’-এর সুবিধা পেতে হলে আবেদনকারীর জন্য কিছু শর্ত প্রযোজ্যঃ
- আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা (Resident of West Bengal) হতে হবে।
- যেসব শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যার কারণে ফিরে এসেছেন, শুধুমাত্র তারাই এই প্রকল্পের আওতায় আসবেন।
- আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।
- আবেদনকারীকে শ্রমশ্রী পোর্টালে (Shramshree Scheme Portal) নিবন্ধন করতে হবে।
অবশ্যই দেখবেন: Westbengal OBC List 2025: পশ্চিমবঙ্গের নতুন ওবিসি তালিকা 2025, OBC-A, OBC-B কারা বাদ? নতুন PDF লিস্ট
Somoshree Prokolpo সুযোগ-সুবিধা (Benefits)
West Bengal Migrant Worker Scheme – এককালীন আর্থিক সহায়তা (One-time financial assistance): প্রত্যেক শ্রমিককে ৫,০০০ টাকা দেওয়া হবে।
- মাসিক ভাতা (Monthly Allowance): নতুন কাজ না পাওয়া পর্যন্ত প্রত্যেক মাসে আর্থিক সহায়তা প্রদান।
- পরিচয়পত্র (Identity Card): শ্রমশ্রী প্রকল্পের একটি বিশেষ পরিচয়পত্র দেওয়া হবে।
- সন্তানদের শিক্ষার সুযোগ (Educational Support): সন্তানদের স্কুলে ভর্তি নিশ্চিত করা হবে।
- সামাজিক সুরক্ষা (Social Security): রাজ্যের ভেতরে পুনর্বাসন ও নিরাপত্তার সুযোগ।
- খাদ্য সাথী এবং স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধা।
আবেদন পদ্ধতি (Shramshree Prakalpa Application 2025)
প্রথমে শ্রমশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website/Portal) ভিজিট করতে হবে। সেখানে “New Registration” অপশনে ক্লিক করতে হবে।
- নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ভিন রাজ্যে কাজ করার তথ্য ইত্যাদি দিয়ে ফর্ম পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় নথিপত্র (Documents) যেমন ভোটার কার্ড, আধার কার্ড, বাসিন্দা সনদ, শ্রমিক পরিচয়ের প্রমাণ ইত্যাদি আপলোড করতে হবে।
Parijayee Shramik form PDF Bangla: অবশ্যই প্রকল্পের ফরম ফিলাপ কি হচ্ছে?
Porijayi Sromik in bengali form – Sharama shree Scheme – এই সম্পর্কিত কোন সরকারি সরাসরি ফর্ম অনলাইনে আপনারা পাবেন না! এই প্রকল্পের সুবিধা নিতে হলে আপনাদের সংশ্লিষ্ট ব্লক বিডিও অফিসের মাধ্যমে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে।
গুরুত্বপূর্ণ: Online Residential Certificate: বিনামূল্যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বের করুন মোবাইলে! পদ্ধতি দেখে নিন
আবেদন সাবমিট করার পর একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে। যাচাই প্রক্রিয়া শেষে যোগ্য প্রার্থীরা সুবিধা পাবেন এবং শ্রমশ্রী পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।
Karmasathi Parijayee Shramik Portal 2025
তথ্য | লিংক |
---|---|
আবেদন ও রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য ওয়েবসাইট (Karmasathi Parijayee Shramik Portal Official) | https://karmasathips.wblabour.gov.in/ |
শ্রমদপ্তরের ওয়েবসাইট → | https://www.labour.wb.gov.in/ |
আরো দেখবেন: Amader Para Amader Samadhan: “আমাদের পাড়া, আমাদের সমাধান” কি কি সুবিধা মিলবে? বিস্তারিত
‘শ্রমশ্রী প্রকল্প’ বাংলা পরিযায়ী শ্রমিকদের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যারা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়ে ফিরে এসেছেন, তাদের জন্য এটি একটি নতুন আশার আলো। এই প্রকল্প শুধু আর্থিক সহায়তা প্রদান করছে না, বরং তাদের সন্তানদের শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং ভবিষ্যতের কর্মসংস্থানের পথও সুগম করছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »