উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষা চলাকালীন ছুটি ঘোষণা! কোন স্কুলে ছুটি, কোন স্কুলে ক্লাস? পরিবর্তিত সময়, দেখে নিন

Arpita Paul

Published on:

Follow Us Share
WBBSE School hOLIDAY during HS Semester Exam Westbengal school

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination 2026) এর নতুন সেমিস্টার সিস্টেম অনুযায়ী আসন্ন তৃতীয় সেমিস্টার (Semester III Exam) অনুষ্ঠিত হবে আগামী ৮ সেপ্টেম্বর (08/09/2025) থেকে ২২ সেপ্টেম্বর (22/09/2025) পর্যন্ত। এই সময়কালে রাজ্যের বিভিন্ন স্কুলের ক্লাস চালু রাখা বা বন্ধ রাখার বিষয়ে একটি বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ক্লাস ও ছুটির নিয়ম, ঘোষণা করল শিক্ষা সংসদ

WBBSE (Board) বিজ্ঞপ্তি অনুযায়ী— যে সব স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র (Examination Venue) হিসেবে ব্যবহার হবে, সেসব স্কুলে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির (Class V–VIII) ক্লাস সম্পূর্ণ বন্ধ থাকবে।

  • তবে ওই কেন্দ্রগুলোতেই নবম থেকে একাদশ (Class IX–XI) শ্রেণির ক্লাস দুপুর ১২.৩০ টা থেকে স্বাভাবিকভাবে চলবে।
  • যে স্কুলগুলো পরীক্ষা কেন্দ্র নয়, সেখানে ক্লাস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চালু থাকবে।
  • মাধ্যমিক স্কুলগুলো, যেগুলো উচ্চ মাধ্যমিক কেন্দ্রের সঙ্গে শেয়ার করে না, তারাও প্রতিদিনের রুটিনে চলবে।

গুরুত্বপূর্ণ আপডেট (Important Updates)

বিষয় (Matter)নির্দেশ (Instruction)
HS Exam 2026৮ সেপ্টেম্বর – ২২ সেপ্টেম্বর (08/09/2025 – 22/09/2025)
Class V – VIIIপরীক্ষা কেন্দ্রগুলোতে বন্ধ
Class IX – XIকেন্দ্রগুলোতে দুপুর ১২.৩০ থেকে ক্লাস শুরু
নন–ভেন্যু স্কুল (Non-Venue Schools)স্বাভাবিক রুটিন অনুযায়ী ক্লাস
মাধ্যমিক স্কুল (Secondary Schools without HS venue)নিয়মিত ক্লাস

এই নির্দেশিকা অনুযায়ী WBCHSE HS Semester পরীক্ষার্থীদের জন্য পরিবেশ আরও শান্ত ও পরীক্ষানির্ভর হবে। তবে অনেক স্কুলে প্রাথমিক ও অষ্টম শ্রেণি পর্যন্ত (Class V–VIII) শিক্ষার্থীদের জন্য দীর্ঘ ছুটি পড়ে যাবে। এতে ক্লাসে পড়াশোনার কিছুটা ক্ষতি হলেও নবম–একাদশ শ্রেণির (Class IX–XI) পড়ুয়াদের স্বাভাবিক ক্লাস চালু থাকার ফলে একাডেমিক পড়াশোনা পুরোপুরি বন্ধ হবে না।

আরো দেখবে: WBCHSE HS Exam Guidelines: নতুন উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষার সমস্ত নিয়ম! সহজ করে দেখে নিন

শিক্ষা পর্ষদের অফিসিয়াল নোটিশ ও ডাউনলোড লিঙ্ক

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত অফিসিয়াল নোটিশ এবং নির্দেশিকা (Official Notice & Guidelines) ডাউনলোড করতে পারেন নিচের লিঙ্ক থেকে:

NOTIFICATION REGARDING CONDUCT OF CLAASES DURING H.S. EXAMINATION 2026 FROM 08/09/2025 TO 22/09/2025
অফিসিয়াল রিসোর্স (Official Resource)লিঙ্ক (Link)
নোটিশ ডাউনলোড (Notice PDF Download)Download Notice PDF →

অবশ্যই দেখবে: Madhyamik Test Exam: মাধ্যমিক ২০২৬ টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা! প্রশ্নপত্র তৈরি ও স্কুলগুলির জন্য বিশেষ নির্দেশ

উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৬ (HS Exam 2026) চলাকালীন স্কুলগুলির সময়সূচি ও ছুটির বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা স্পষ্টভাবে প্রকাশ করেছে শিক্ষা সংসদ। এতে পরীক্ষার্থীরা নিশ্চিন্ত পরিবেশে পরীক্ষা দিতে পারবে এবং একইসঙ্গে অন্য শ্রেণির ছাত্রছাত্রীদের ক্লাসও আংশিকভাবে চালু থাকবে।

Join Group

Telegram