Sahanubhuti Scholarship: বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সহানুভূতি স্কলারশিপ দেবে বিকাশ ভবন! আবেদন দেখুন

Anjan Mahata

Published on:

Follow Us Share
SAHANUBHUTI Scholarship for the students Apply Eligibility Form Fill Up

রাজ‍্যর বিভিন্ন প্রান্তে আর্থিক অনটনে থাকা ছাত্রছাত্রীদের জন‍্য ইতিমধ্যে অনেক স্কলারশিপ ও স্কিমের ব‍্যবস্থা করে দিয়েছে রাজ্য সরকার, যাতে তারা তাদের পড়াশুনা চালিয়ে যেতে পারে ও নিজেদের লক্ষ‍্য পূরন করতে পারে। সাম্প্রতিক পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর বিকাশ ভবন থেকে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সহানুভূতি স্কলারশিপ চালু করেছে। কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ আবেদনটি পড়ুন।

Sahanubhuti Scholarship: সহানুভূতি স্কলারশিপ ২০২৫-২৬

বিকাশ ভবনের তরফ থেকে এই বিশেষ স্কলারশিপটি প্রদান করা হবে। শারীরিক ভাবে প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন‍্য আবেদন করতে পারবেন। অবশ্য প্রতিবন্ধীদের অবশ্যই বিশেষ সক্ষমতার সার্টিফিকেট রাখতে হবে।

কত টাকা বৃত্তি পাবেন? ( Scholarship Amount): বিকাশ ভবনের তরফ থেকে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দেওয়া এই স্কলারশিপ এর মাধ্যমে প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা প্রতিবছর ১২০০০ টাকা স্কলারশিপ পাবে।

কারা আবেদন করতে পারবে (Scholarship Eligibility)

জনশিক্ষা প্রসার অধিকার কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সহানুভূতি স্কলারশিপে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন এবার সেগুলি জেনে নেওয়া যাক

  • স্কলারশিপে আবেদন করার জন্য অবশ্যই দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী এবং মানসিক প্রতিবন্ধীরা যাদের প্রতিবন্ধকতা ৪০% বা তদুর্দ্ধ তারা এ স্কলারশিপ আবেদন করতে পারবে।
  • নবম শ্রেণী থেকে শুরু করে স্কুল পড়ুয়া এবং কলেজ পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয়।
  • এই স্কলারশিপে আবেদন করার জন্য বিগত পরীক্ষা নূন্যতম ৫০ শতাংশ নাম্বার নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
  • যে সকল পড়ুয়াদের পারিবারিক আয় ২ লক্ষ টাকার নিচে শুধুমাত্র তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। ‌

মিস করবেন না: Govt Scholarship: মাধ্যমিক/HS কত নম্বরে কোন সরকারি স্কলারশিপ? কত টাকা পাওয়া যাবে? দেখে নি

আবেদনের জন‍্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents)

এবার দেখে নেওয়া যাক যোগ্য ছাত্র-ছাত্রীরা এ স্কলারশিপে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টস এর প্রয়োজন হবে-

  • আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র (আধার কার্ড)।
  • বিগত পরীক্ষার মার্কশিট এবং মাধ‍্যমিক/উচ্চমাধ‍্যমিক পরীক্ষার মার্কশিট
  • পারিবারিক বার্ষিক আয়ের প্রমান।
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
  • বিশেষ সক্ষমতার প্রমান পত্র/ বা প্রতিবন্ধী কার্ড সার্টিফিকেট।
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

সহানুভূতি স্কলারশিপ আবেদন প্রক্রিয়া (Application Process)

যে সকল যোগ্য এবং ইচ্ছুক পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে চাইছো তাদের জানিয়ে রাখি এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে হয়

  • এক্ষেত্রে প্রথমে এই স্কলারশিপে আবেদনের ফর্ম ডাউনলোড করে সেটি প্রিন্ট আউট করে নিন।

সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টসহ সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কাছে জমা করতে হবে। আপনারা BDO অফিসে গিয়ে কথা বললেই হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও ফর্মের লিংক

Invitation of application for SAHANUBHUTI Scholarship for the students with Disabilities for the Academic Year 2025-2026.
বিষয়বিস্তারিত
আবেদনের শেষ তারিখ২৮ শে নভেম্বর, ২০২৫
সহানুভূতি স্কলারশিপের আবেদন ফর্ম ডাউনলোড করুন⇓ Download Form
গণশিক্ষা সম্প্রসারণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটhttps://meels.wb.gov.in/

অবশ্যই পড়ুন: Govt Scholarship: একসঙ্গে কটা সরকারি স্কলারশিপ টাকা পাবে? নতুন নিয়ম দেখে নাও

Join Group

Telegram