Sabooj Sathi: ‘সবুজ সাথী প্রকল্প’ ১২ লক্ষ ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেবে সরকার! দেখে নিন

Anjan Mahata

Published on:

Sabooj Sathi Scheme Westbengal 2026 Free Cycle Distribution for Students

পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টায় শুরু হওয়া সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত স্কুল পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়। ২০২৬ নতুন শিক্ষাবর্ষে ১২ লক্ষ পড়ুয়াদের একইভাবে এই প্রকল্পের আওতায় সাইকেল নেবে সরকার যার বিস্তারিত আপডেট এবং তথ্য আজকে দেখে নিন।

— Advertisement —

WB Govt Sabooj Sathi Scheme: সবুজ সাথী প্রকল্প কী?

সবুজ সাথী প্রকল্প হল 2011 সালে চালু হওয়া পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত একটি যোজনা, যেখানে নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের প্রতিবছর সম্পূর্ণ বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়। কারণ আগে যেখানে শিক্ষার্থীরা স্কুলে যেতে চাইত না, সেখানে এই প্রকল্পের জন্য শিক্ষার্থীরা স্কুলে উপস্থিতির হার অনেকটাই বেড়েছে। এই প্রকল্পের মাধ্যমে 2011 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় 1.8 কোটির মতো সাইকেল বিতরণ করা হয়ে গেছে

সবুজ সাথী প্রকল্পের উদ্দেশ্য (Objectives)

ন্যূনতম উপার্জনকারী ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে সাইকেল বিতরণ। যে সকল ছাত্র-ছাত্রী যানবাহনের অভাবে স্কুলে যেতে পারে না ও এই সাইকেল বিতরণের ফলে তারা সহজেই স্কুলে যাতায়াত করতে পারবে। তাই বিনামূল্যে পশ্চিমবঙ্গ সরকারের এই সাইকেল বিতরণের উদ্যোগ নিয়েছিলেন।

কারা এই প্রকল্পের সুবিধা পাবে?

— Advertisement —

সবুজ সাথী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য পড়ুয়াদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে

  • শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • শিক্ষার্থীকে সরকারি স্কুল বা মাদ্রাসায় নবম শ্রেণিতে পাঠরত থাকতে হবে।
  • শিক্ষার্থীর বয়স 13 থেকে 18 বছরের মধ্যে হতে হবে

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Documents)

এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের নিম্নলিখিত ডকুমেন্টগুলি স্কুলে জমা করতে হবে –

  • আধার কার্ড
  • ছাত্রের আইডি কার্ড
  • রেশন কার্ড
  • আবাসিক শংসাপত্র
  • মোবাইল নম্বর
  • পাসপোর্ট সাইজের ছবি।

ক্লিক করে দেখুন: Education Loan কিভাবে নেবে? কখন নেওয়া উচিত? বিভিন্ন সরকারি প্রকল্প ও সুযোগ সুবিধা

সবুজ সাথী প্রকল্পে নাম ও স্ট্যাটাস চেক করার পদ্ধতি (Status Check)

চলতি বছরে 2026 শিক্ষাবর্ষে রাজ্যে ১২ লক্ষ নবম শ্রেণীর পড়ুয়া এই প্রকল্পের আওতায় সাইকেল পাবে বলে খবর। সবুজ সাথী প্রকল্পের লিস্টে তোমার নাম আছে কিনা সেটা তুমি বাড়ি থেকে চেক করে নিতে পারবে অনলাইনের মাধ্যমে।

  • সবুজ সাথী প্রকল্পের জন্য নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • নিজের স্কুলের নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত করলে একটি নতুন পেজ খুলবে।
  • তারপর যে নতুন পেজটি খুলবে সেখানে নিজের জেলা, ব্লক এবং স্কুলের নাম সঠিক ভাবে নির্বাচন করতে হবে।
  • এরপর ‘Search a Beneficiary’ এ ক্লিক করতে হবে। এভাবে স্ট্যাটাস সার্চ প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিবরণলিংক
পশ্চিমবঙ্গ বাংলার শিক্ষা পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটhttps://banglarshiksha.wb.gov.in/

দেখে নিন: Taruner Swapna 2025: তরুণের স্বপ্ন ট্যাবের 10 হাজার টাকা তারিখ ঘোষণা! কবে পাবে?

এই বিষয়ে বিস্তারিত জানতে নিজেদের স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে হবে, সাইকেল নিজস্ব ব্লক অনুযায়ী নির্ধারিত দিনের স্কুল অনুযায়ী দেওয়া হবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন।

Join Group

Telegram