RRB NTPC Recruitment 2025-26: রেলে বিপুল শূন্যপদে নিয়োগ, ইংরেজি লাগবে না! যোগ্যতা, আবেদন দেখুন

Anjan Mahata

Published on:

Follow Us Share
RRB NTPC Recruitment 2025-26

সরকারি চাকরি প্রার্থীদের মধ্যে রেলের চাকরির যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। সম্প্রতি ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরিজ অর্থাৎ RRB NTPC 2025 চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে NTPC পোস্টে ৮,৮৫০টি শূন্যপদে নিয়োগ (RRB NTPC 2025) পরীক্ষার তারিখ, আবেদন প্রক্রিয়া, যোগ্যতা সবকিছু দেখে নিন।

RRB NTPC নিয়োগ 2025 (Railway Non-Technical Popular Categories)

এটি হলো ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃক পরিচালিত রেলের বিভিন্ন শূন্য পদে নন টেকনিক্যাল প্রার্থীদের নিয়োগের জন্য একটি প্রবেশিকামূলক পরীক্ষা। যেখানে ভারতীয় রেল বিভাগের বিভিন্ন স্টেশন থেকে জংশনে বিভিন্ন পদে চাকরির সুযোগ পাওয়া যায়

বিষয়বিবরণ
পদের নাম ও নিয়োগকারী সংস্থাRRB Non-Technical Popular Categories (NTPC)
মোট শূন্যপদ8,850 শূন্যপদ
বেতন স্কেল (Pay Scale)₹ 19,900 – ₹ 35,400 টাকা
যোগ্যতাউচ্চ মাধ্যমিক পাস ও গ্রেজুয়েশন পাশ
পরীক্ষার ধরনComputer-Based Test (CBT)
অফিসিয়াল ওয়েবসাইটhttp://rrbapply.gov.in/

RRB NTPC Eligibility: কি কি যোগ্যতা লাগবে?

শিক্ষাগত যোগ্যতা: রেলওয়েতে এই প্রবেশিকামূলক পরীক্ষাটি দেওয়ার জন্য প্রার্থীদের মূলত উচ্চমাধ্যমিক (HS) এবং গ্রাজুয়েশন উত্তীর্ণ (Any Degree) হতে হবে। এক্ষেত্রে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কিছু পরীক্ষা রয়েছে এবং গ্রাজুয়েশন উত্তীর্ণ প্রার্থীদের জন্য একইভাবে নির্দিষ্ট কিছু পরীক্ষা ধার্য করা হয়েছে।

বয়স সীমা ও অন্যান্য: এই পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছে 18 বছর। মূলত 18 থেকে 30 বছরের মধ্যে ইচ্ছুক পরীক্ষার্থীরা এই পরীক্ষায় বসতে পারবেন। অবশ্য গ্রেজুয়েশন স্তরের পরীক্ষা হলেই জন্য বয়সসীমা ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে রাখা হয়েছে। অনগ্রসর শ্রেণী প্রার্থীরা সর্বোচ্চ তিন বছর তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সর্বোচ্চ ১০ বছর অব্দি বয়সের ছাড় পাবেন।

NTPC Posts: কোন কোন পদে চাকরি পেতে পারেন?

উচ্চমাধ্যমিক পাস স্তরে যে যে চাকরি রয়েছে – (শূন্যপদ 3,05০)

  • জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট
  • একাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিং
  • জুনিয়র টাইম কিপার
  • ট্রেনস ক্লার্ক
  • কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক।

গ্রাজুয়েশন স্তরে প্রার্থীদের জন্য যে সকল পরীক্ষা রয়েছে তা হল- (শূন্যপদ ৫,৮০০)

  • ট্রাফিক এসিস্ট্যান্ট
  • গুড ক্লার্ক
  • সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক
  • জুনিয়র অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট কাম টাইপিস্ট
  • সিনিয়র টাইম কিপার
  • চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার
  • স্টেশন মাস্টার

বিস্তারিত দেখো: RRB NTPC: রেলওয়েতে নন টেকনিক্যাল চাকরি! স্টেশন মাস্টার থেকে টিকিট ক্লার্ক, জেনে নাও

অনলাইনে আবেদন প্রক্রিয়া (RRB NTPC Rcruitment Apply 2025) @rrbapply.gov.in

আবেদন করতে ইচ্ছুক হলে RRB-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে খুব শীঘ্রই বিস্তারিত ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করবে RRB। সম্ভবত আগস্ট মাস থেকেই এই পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এ বিষয়ে আপডেট পেতে হলে আমাদের পেজে নজর রাখুন।

নির্বাচন প্রক্রিয়া (Exam Selection)

ভারতীয় রেলে এই নিয়োগের ক্ষেত্রে পাঁচটি ধাপের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। নিচে স্টেপ বাই স্টেপগুলি দেওয়া হয়েছে।

  • প্রাথমিক কম্পিউটার বেস পরীক্ষা (1st Stage CBT Exam),
  • দ্বিতীয় কম্পিউটার বেস পরীক্ষা (2nd Stage CBT Exam),
  • টাইপিং টেস্ট ও অ্যাপটিটিউড টেস্ট,
  • ডকুমেন্ট ভেরিফিকেশন,
  • মেডিকেল টেস্ট।

পরীক্ষার বিস্তারিত: RRB NTPC Exam Pattern, Syllabus: রেলের নন টেকনিক্যাল পরীক্ষার লেটেস্ট সিলেবাস ও প্যাটার্ন!

গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক

বিষয়আন্ডারগ্র্যাজুয়েটগ্র্যাজুয়েট
আবেদন শুরু২৮ শে অক্টোবর২১ শে অক্টোবর
আবেদন শেষ২৭ শে নভেম্বর২০শে নভেম্বর

অবশ্যই দেখুন: Railway NTPC Previous Year Question in Bengali: রেলওয়ে এনটিপিসি পরীক্ষা প্রশ্নপত্র বাংলাতে! ডাউনলোড

ছাত্র-ছাত্রীদের অপেক্ষা করতে হবে, ছাত্রছাত্রীরা আপাতত রেলের ওয়েবসাইট নিজেদের প্রোফাইল বানিয়ে রাখতে পারে – আবেদন শুরু হলে রেল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে, আমরাও তোমাদের জানিয়ে দেব।

Join Group

Telegram