RRB Group D Syllabus Exam Pattern: রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন প্যাটার্ন দেখে নিন

Anjan Mahata

Published on:

Follow Us Share
Railway RRB Group D Syllabus Exam Parttern

ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে প্রতিবছর বিপুল সংখ্যক শূন্য পদে গ্রুপ ডি নিয়োগ করা হয়।  Group D পরীক্ষার মাধ্যমে ভারতীয় রেলওয়ের Track Maintainer, Pointsman, Helper, Hospital Attendant ইত্যাদি পদে নিয়োগ করা হয়। এই পরীক্ষায় সফল হতে হলে প্রার্থীদের অবশ্যই সঠিক সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে।

আজকের এই প্রতিবেদনে চাকরিপ্রার্থীদের সুবিধার্থে রেলওয়ে Group D পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করা হয়েছে এবং CBT পরীক্ষা থেকে শুরু করে মেডিকেল টেস্ট ইন্টারভিউ সমস্ত রোডম্যাপ আলোচনা করা হয়েছে। তাই প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন।

RRB Group D Syllabus & Exam Pattern: রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন প্যাটার্ন

রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য অবশ্যই এই পরীক্ষার সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ভালোভাবে অবগত থাকতে হবে। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস ও  প্রশ্ন প্যাটার্ন  এর সংক্ষিপ্ত বিবরণ দেখে নেওয়া যাক

বিষয়বিবরণ
পরীক্ষার ধরনঅনলাইন CBT (Computer Based Test)
মোট প্রশ্ন100 টি 
মোট নম্বর100 নম্বর (প্রতিটি সঠিক উত্তর = 1মার্ক)
নেগেটিভ মার্কিং১/৩ (৩টি ভুল প্রশ্নের জন্য ১ নম্বর কাটা যাবে)
পরীক্ষার সময়১ ঘন্টা৩০ মিনিট
পরীক্ষার ভাষাবাংলা, ইংরেজি ও হিন্দি সহ আরো ১২টি ভাষা

পরীক্ষার ধাপ (RRB Group D Exam Stages)

RRB Group D নিয়োগ পরীক্ষা সাধারণত নিচের ধাপগুলিতে অনুষ্ঠিত হয়:

  •  কম্পিউটার বেস পরীক্ষা (CBT Exam)
  • শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
  • ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষা

পরীক্ষার প্যাটার্ন (RRB Group D CBT Exam Pattern)

CBT পরীক্ষা একটি অনলাইন পরীক্ষা, যেখানে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকে এবং প্রতিটি প্রশ্নে ১ নম্বর থাকে। তিনটি ভুল উত্তরের ক্ষেত্রে এক নম্বর কেটে নেওয়া হবে

বিষয়প্রশ্ন সংখ্যামোট নম্বরসময়
General Science২৫২৫৯০ মিনিট (PwBD প্রার্থীদের জন্য ১২০ মিনিট)
Mathematics২৫২৫
General Intelligence & Reasoning৩০৩০
General Awareness & Current Affairs২০২০
মোট১০০১০০

বিষয়ভিত্তিক সিলেবাস বিশ্লেষণ (RRB Group D Subject Wise Syllabus)

ভারতীয় রেলের গ্রুপ ডি পরীক্ষায় যে ৪টি বিষয় থেকে প্রশ্ন আসবে, সেই ৪টি বিষয়ের কোন কোন অধ্যায় এবং কোন কোন বিষয়ে বস্তু থেকে প্রশ্ন আসবে, সেই বিষয়বস্তুগুলি দেখে নেওয়া যাক।

বিষয়অধ্যায়ের নাম / বিষয়বস্তু
গণিত (Mathematics)সংখ্যা পদ্ধতি (Number System), শতকরা, লাভ ও ক্ষতি, সময় ও কাজ এবং দূরত্ব, LCM ও HCF, সরল ও যৌগিক সুদ, পরিমিতি (Mensuration), গাণিতিক অপারেশন, ডেটা ইন্টারপ্রিটেশন
সাধারণ বিজ্ঞান (General Science)পদার্থবিদ্যা: গতি, বল, কাজ ও শক্তি, আলো, শব্দ রসায়ন: রাসায়নিক বিক্রিয়া, অম্ল-ক্ষার, ধাতু-অধাতু
জীববিজ্ঞান: মানবদেহ, পুষ্টি, রোগ ও প্রতিকার, পরিবেশ
যুক্তি ও বুদ্ধিমত্তা (Reasoning)অ্যানালজি, সিরিজ, কোডিং-ডিকোডিং, ব্লাড রিলেশন, দিক নির্ণয়, ভেন ডায়াগ্রাম, পাজল, নন-ভার্বাল রিজনিং (চিত্র বিশ্লেষণ) ইত্যাদি।
সাধারণ জ্ঞান ও চলতি ঘটনা (GK & Current Affairs)সাম্প্রতিক ঘটনা (গত ৬ মাস), ভারতীয় ইতিহাস ও স্বাধীনতা আন্দোলন, সংবিধান ও আইন, অর্থনীতি ও বাজেট, খেলাধুলা ও পুরস্কার, বিজ্ঞান ও প্রযুক্তি – আন্তর্জাতিক ও জাতীয় সংবাদ ইত্যাদি।

পরীক্ষার প্রস্তুতিতে বাংলাতে সেরা GK-GS Book PDF! [মাত্র 49 টাকা]

Best GK GS Book PDF in Bengali All Competitive Exam
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

শারীরিক দক্ষতা পরীক্ষা ও মেডিকেল টেস্ট (PET & Medical)

PET শুধুমাত্র CBT পরীক্ষায় সফল প্রার্থীদের জন্য প্রযোজ্য। প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যেই দুইটি কাজই (ওজন বহন + দৌড়) সম্পন্ন করতে হবে। PET পরীক্ষাটি যোগ্যতা নির্ধারণকারী (Qualifying in nature) — এতে প্রাপ্ত নম্বর চূড়ান্ত মেধাতালিকায় গণ্য হয় না।

প্রার্থীর ধরনওজন বহনের কাজদৌড়ের দূরত্ব ও সময়
পুরুষ প্রার্থী৩৫ কেজি ওজন ২ মিনিটে ১০০ মিটার দূরে বহন করতে হবে৪ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে ১০০০ মিটার (1 কিমি) দৌড়াতে হবে
মহিলা প্রার্থী২০ কেজি ওজন ২ মিনিটে ১০০ মিটার দূরে বহন করতে হবে৫ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে ১০০০ মিটার (1 কিমি) দৌড়াতে হবে

CBT ও PET-এ নির্বাচিত প্রার্থীদের পরবর্তীতে Document Verification (DV) এবং Medical Test এর জন্য ডাকা হয়। প্রার্থীদের অবশ্যই শারীরিকভাবে সক্ষম ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.rrbapply.gov.in/

পরবর্তী দেখবে: RRB NTPC Exam Pattern, Syllabus: রেলের নন টেকনিক্যাল পরীক্ষার লেটেস্ট সিলেবাস ও প্যাটার্ন! দেখে নাও

ভারতীয় রেলের Group D চাকরির পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আশা করি আজকের এই প্রতিবেদন থেকে বিস্তারিত জানতে পেরেছো। যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার সেই বন্ধুকে শেয়ার করো যে রেলওয়ে Group D পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে

Join Group

Telegram