রেলের উর্দিতে বিভিন্ন স্টেশন জংশনে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বজায় রাখেন রেল পুলিশ কনস্টেবল। কিভাবে রেলওয়েতে পুলিশ পদে নিয়োগ করা হয় তা অনেকেরই অজানা, তাই আজকে নিয়োগ, বেতন ,পরীক্ষা, বয়সসীমা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাম্প্রতিক যোগ্যতা মাপকাঠিতে কিছু পরিবর্তন হয়েছে. সেগুলিও আপডেটেড তথ্য থাকছে।
আরপিএফ (RPF) কি? রেলওয়ে প্রোটেকশন ফোর্স
আরপিএফের (RPF) পুরো নাম হল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RAILWAY PROTECTION FORCE)। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট নতুন দায়িত্বে থাকা স্টাফ সিলেকশন কমিশন (SSC) এই পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। সাধারণ পুলিশ ডিপার্টমেন্টের মতো এখানেও গ্রাউন্ড ডিউটি কনস্টেবল, সাব-ইন্সপেক্টর, ইন্সপেক্টর ইত্যাদি পদ থাকে।
মাধ্যমিক পাসের যোগ্যতাতে একদম এন্ট্রি লেভেলে কনস্টেবল পদে যোগদান করা যায়, আর আমরা সাধারণভাবে রেল পুলিশ বলতে যাদের দেখি ডিউটিরত তারা এই কনস্টেবল – তাই আজকের মূল বিষয়বস্তুটা আমরা কনস্টেবল হিসাবেই আলোচনা করছি।
| নিয়োগের পদ | Railway Protection Force (RPF Constable) |
| আবেদনকারীর বয়স | 18 থেকে 23 বছরের মধ্যে |
| শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে |
| প্রার্থীর বেতন | ২৯ হাজার ৯০২ টাকা থেকে ৩৩ হাজার ২৭০ টাকা |
| অফিসিয়াল পোর্টাল | rpf.indianrailways.gov.in/RPF |
Latest Eligibility Criteria for RPF Constable 2026: আরপিএফ কনস্টেবল যোগ্যতা
বয়স সীমা: এই পদে আবেদন করতে হলে জেনারেল ক্যাটাগরী বা সাধারণ প্রার্থীদের বয়স অবশ্যই ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। অনগ্রসর শ্রেণীর জন্য সর্বোচ্চ তিন বছর এবং তফসিলি জাতি এবং উপজাতির জন্য সর্বোচ্চ পাঁচ বছর অব্দি বয়সের ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে কোন স্বীকৃত বোর্ড থেকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে।
অবশ্যই দেখবে: WBP Constable Syllabus Exam Pattern: পশ্চিমবঙ্গ পুলিশ
শারীরিক যোগ্যতা মাপকাঠি (Physical Requirments)
প্রার্থীর উভয় চোখে দৃষ্টি শক্তি ভালো থাকতে হবে। প্রার্থীর চোখ 6/6 হতে হবে, সঠিক রং চেনা বিশেষ জরুরী।
- বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস থাকলে তারা আবেদন করতে পারবেন না।
- চশমা ব্যবহারকারীরা এই পদে আবেদন করতে পারবেন না।
- কানে শোনার ক্ষমতা ভালো থাকতে হবে।
- শরীরের উচ্চতা অনুসারে ওজন এবং স্বাস্থ্য হতে হবে।
পুরুষ প্রার্থীদের জন্য (Male Candidates)
| শ্রেণি (Category) | ন্যূনতম উচ্চতা (Height) | বুকের ছাতি (Chest – Unexpanded/Expanded) |
|---|---|---|
| General (UR) | 170 সেমি | 80 সেমি (Unexpanded) / 85 সেমি (Expanded) |
| SC / ST | 162.5 সেমি | 76 সেমি (Unexpanded) / 81 সেমি (Expanded) |
মহিলা প্রার্থীদের জন্য (Female Candidates)
| শ্রেণি (Category) | ন্যূনতম উচ্চতা (Height) | বুকের ছাতি (Chest) |
|---|---|---|
| General (UR) | 157 সেমি | প্রযোজ্য নয় (Not Required) |
| SC / ST | 150 সেমি | প্রযোজ্য নয় (Not Required) |
বিশেষ সক্ষমতার যোগ্যতা: Physical Efficiency Test (PET)
পুরুষ প্রার্থীদের জন্য
| পরীক্ষার ধরণ | নির্ধারিত মানদণ্ড (Requirement) |
|---|---|
| দৌড় (Running) | 1600 মিটার দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ড সম্পূর্ণ করতে হবে |
| লং জাম্প (Long Jump) | অন্তত 14 ফুট (3 chances) |
| হাই জাম্প (High Jump) | অন্তত 4 ফুট (3 chances) |
মহিলা প্রার্থীদের জন্য
| পরীক্ষার ধরণ | নির্ধারিত মানদণ্ড (Requirement) |
|---|---|
| দৌড় (Running) | 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিট সম্পূর্ণ করতে হবে |
| লং জাম্প (Long Jump) | অন্তত 9 ফুট (3 chances) |
| হাই জাম্প (High Jump) | অন্তত 3 ফুট (3 chances) |
অবশ্যই দেখবে: IPS অফিসার কিভাবে হওয়া যায়? যোগ্যতা, পরীক্ষা সম্পূর্ণ গাইড
RPF Constable Recruitment Process: কনস্টেবল পদে নিয়োগের পদ্ধতি
প্রথমে প্রার্থীদের আরপিএফ কনস্টেবল পদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন (https://www.rrbapply.gov.in/) সম্পূর্ণ করে রাখতে হবে। সম্পূর্ণ পরীক্ষার রেলে রিক্রুটমেন্ট বোর্ড নিত, কিন্তু এবার থেকে এটি স্টাফ সিলেকশন কমিশন (SSC) কর্তৃক অনুষ্ঠিত হবে।
- নির্দিষ্ট তারিখে প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট বা CBT এর জন্য ডাকা হবে।
- পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে অর্থাৎ শারীরিক পরীক্ষার জন্য ডাকা হবে অর্থাৎ শারীরিক মাপ নেওয়া হবে ।
- পরবর্তী ধাপে রয়েছে শারীরিক দক্ষতা পরীক্ষা অর্থাৎ এই থাকে লংজাম্প এবং হাই জাম্প রয়েছে অর্থাৎ প্রার্থীর শারীরিক ফিটনেস পরীক্ষা করা হয়।
ফাইনাল ধাপ: ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা
এই সকল পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের পুনরায় ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলির মধ্যে এডমিট কার্ড বা জন্মগত প্রমাণ পত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে মাধ্যমিকের রেজাল্ট, জাতিগত শংসাপত্র, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট জমা করতে হবে।
পরবর্তীতে প্রার্থীদের শারীরিক পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ মেডিকেল চেকআপ করা হবে এবং এই ধাপে প্রার্থীদের নিয়োগ নেওয়া হবে।
অবশ্যই দেখো: ভারতীয় রেলে কি কি চাকরি রয়েছে? টেকনিক্যাল, নন টেকনিক্যাল, অফিসার, ফোর্স সমস্ত তথ্য
ট্রেনিং এবং জয়েনিং
ফাইনাল নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন স্ট্রাইপেন্ড হিসেবে ২১ হাজার ৭০০ টাকা মাসিক হিসেবে পাবেন, পরবর্তীতে নিয়োগ সম্পন্ন হলে সরকারি নির্ধারিত নতুন পে স্কেল অনুযায়ী বেতন পাবেন ৩৫০০০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত। তার সঙ্গে বীমা, অন্যান্য ভাতা এবং টেলিফোন বিল সুযোগ সুবিধা রয়েছে।
| তথ্য | লিংক |
|---|---|
| স্টাফ সিলেকশন কমিশনের (SSC) সমস্ত চাকরির তথ্য | Visit Here → |
| রেলের চাকরির সমস্ত তথ্য ও আপডেট | Click Here → |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »




