Station Master Eligibility, Exam: ভারতীয় রেলে স্টেশন মাস্টার হতে চাও! যোগ্যতা, পরীক্ষা সমস্ত দেখে নাও

Dibyendu Dutta

Published on:

Railway Staion Master Eligibility Exam Joining Process Indian

রেলের চাকরিতে একটি সম্মানজনক ও স্থায়ী সরকারি চাকরি করতে চাও, তাহলে ভারতীয় রেলের স্টেশন মাস্টার (Station Master) পদটি নিঃসন্দেহে একটি চমৎকার সুযোগ। এই পোস্টে তোমরা জানতে পারবে — স্টেশন মাস্টার হতে গেলে কী যোগ্যতা লাগবে, কীভাবে নিয়োগ হয়, কত বেতন ও ভবিষ্যৎ পদোন্নতির সুযোগ — সবকিছুই বিস্তারিতভাবে।

স্টেশন মাস্টার কিভাবে হবে? Station Master in Indian Railway

ভারতীয় রেলের স্টেশন মাস্টার হলেন একটি নির্দিষ্ট রেল স্টেশনের সর্বময় দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। তাঁর কাজ হল ট্রেন চলাচল নিয়ন্ত্রণ, যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অন্যান্য স্টাফদের তদারকি করা।

স্টেশন মাস্টারের চাকরি যেরকম সম্মানজনক ঠিক সেরকমই স্টেশন মাস্টারের অনেক Duty এবং Responsibility থাকে। ট্রেন, মালগাড়ি সংশ্লিষ্ট এখান থেকে পাস করানো থেকে শুরু করে স্টেশনের সমস্তরকম গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বভার থাকে স্টেশন মাস্টারের উপর।

Eligibility Criteria: স্টেশন মাস্টার হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা

সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, তোমরা যারা স্নাতকের Last Year – এ পড়ছো তারাও এই চাকরির জন্য আবেদন করতে পারবে।

বিষয়বিবরণ
শিক্ষাগত যোগ্যতাযেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) ডিগ্রি
জাতীয়তাভারতীয় নাগরিক হতে হবে
ভাষাজ্ঞানইংরেজি ও হিন্দি/বাংলা/আঞ্চলিক ভাষা (যেই জোনে কর্মরত থাকবে) পড়া ও লেখার দক্ষতা থাকতে হবে
কম্পিউটার জ্ঞানবেসিক কম্পিউটার জ্ঞান থাকা ভালো, যদিও বাধ্যতামূলক নয়

স্টেশন মাস্টার নিয়োগের প্রক্রিয়া (How to Become Station Master)

ভারতীয় রেলের RRB NTPC (Non-Technical Popular Categories) পরীক্ষার মাধ্যমে স্টেশন মাস্টার নিয়োগ হয়। এই পরীক্ষা নিয়ে একটি বিস্তারিত পোস্ট ইতি মধ্যেই করা রয়েছে তোমরা পড়ে নিও:

বিস্তারিত: RRB NTPC: রেলওয়েতে নন টেকনিক্যাল চাকরি! স্টেশন মাস্টার থেকে টিকিট ক্লার্ক, জেনে নাও যোগ্যতা

নিয়োগের ধাপগুলি:

  1. CBT 1: Computer Based Test (সাধারণ জ্ঞান, গণিত, যুক্তি)
  2. CBT 2: আরও উচ্চ স্তরের প্রশ্ন
  3. CBAT: Computer Based Aptitude Test (শুধুমাত্র Station Master, Traffic Assistant এর জন্য)
  4. ডকুমেন্ট ভেরিফিকেশন
  5. মেডিকেল টেস্ট

নিয়োগ পরবর্তী ট্রেনিং (Training)

নিযুক্ত হওয়ার পর প্রার্থীকে নির্দিষ্ট সময়ের জন্য Zonal Railway Training Institute-এ প্রশিক্ষণ নিতে হয়। এখানে ট্রেন নিয়ন্ত্রণ, সিগন্যালিং, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।

তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, চাকরিতে আবেদনের সমস্ত পদ্ধতিতে অনলাইনে হয়ে থাকে। তোমাদেরকে এক্ষেত্রে Railway Recruitment Board – এর Official Website – এ গিয়ে আবেদন করতে হবে।

অবশ্যই দেখবে: RRB NTPC Exam Pattern, Syllabus: রেলের নন টেকনিক্যাল পরীক্ষার লেটেস্ট সিলেবাস ও প্যাটার্ন!

বেতন ও সুযোগ-সুবিধা (RRB Station Master Salary & Benefits)

এবারে আসি তোমাদের অনেকের বহু প্রতিক্ষিত প্রশ্নে, Salary কত!!? Salary এর প্রসঙ্গে তোমাদের বলে রাখি জয়েন করার পর তোমরা Average 40000 টাকার আশেপাশে Salary পেতে পারো।

প্রারম্ভিক বেতন₹35,400/- (Level 6 Pay Matrix)
গ্রস বেতনপ্রায় ₹50,000/- এর কাছাকাছি
সুবিধাHRA, DA, TA, PF, মেডিকেল, পেনশন সুবিধা ইত্যাদি

রেলওয়ে চাকরি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট

RRB Kolkatawww.rrbkolkata.gov.in
Railway Recruitment Board
Ministry of Railways, Government of India
www.rrbapply.gov.in

আরো দেখবে: Railway Ticket Collector: ট্রেনে TTE কিভাবে হওয়া যায়? বেতন, বয়স, যোগ্যতা সবকিছু

আশা করছি আজকের এই পোস্ট থেকে তোমরা স্টেশন মাস্টারের চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি পেয়ে যাবে। প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট তোমরা নিয়মিত ভিজিট করতে পারো। কোন বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই যোগাযোগ করবে!

Join Group

Telegram