How to Become Loco Pilot: ট্রেনের লোকো পাইলট যোগ্যতা ও পরীক্ষা, বেতন! সমস্ত তথ্য দেখে নিন

Dibyendu Dutta

Published on:

Follow Us Share
How to Become Loco Pilot Indian Railways Eligibility Exam Information

আজকে আমরা ভারতীয় রেলের লোকো পাইলট পদে চাকরির বিষয় বিস্তারিত আলোচনা করব। কিভাবে রেলের লোকো পাইলট হতে পারা যায়? চাকরির জন্য আবেদন করবেন? যোগ্যতা কি লাগবে এবং মাসিক মাহিনে কত ও পরীক্ষা পদ্ধতি বিষয়ে। তাই যে সকল প্রার্থীরা রেলের লোকো পাইলট পদে চাকরির জন্য আগ্রহী আছেন, তারা অবশ্যই এর প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন।

Indian Railway Loco Pilot: লোকো পাইলট কি? (Complete Guide)

ভারতীয় রেলের (Indian Railways, Govt of India) অধীনে যে সকল ট্রেন চলে, ট্রেনের ড্রাইভারদেরই লোকো পাইলট বলা হয়। মূলত একটি লোকো পাইলট এর প্রধান দায়িত্ব হল ট্রেনকে সাবধানতার সঙ্গে নির্দিষ্ট গন্তব্য স্থলে পৌঁছে দেওয়া। এ প্রসঙ্গে আরো বলে রাখি রেলের লোকো পাইলট পদে চাকরি বেশ অ্যাডভেঞ্চরাস, সম্মানজনক, এবং এই পদে চাকরিরত প্রার্থীরা বিভিন্ন রকম সুযোগ-সুবিধা পেয়ে থাকে।

লোকো পাইলট পদে চাকরির প্রকার (Loco Pilot Types)

How to Become Loco Pilot: প্রথমে আপনি এই পদে জয়েন করলেই লোকো পাইলট পদে চাকরি করতে পারবেন না, এর জন্য আমি আপনাকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে বেশকিছু বছর কর্মরত থাকতে হবে। তারপর আপনার সম্পূর্ণ প্রশিক্ষণ হলে আপনি একজন পূর্ণ লোকো পাইলট হতে পারবেন।

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP): লোকো পাইলট পদে চাকরির পূর্বেই আপনাকে বেশি কিছু বছর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে চাকরি করতে হবে। নির্দিষ্ট সময় এই পদে চাকরির পর আপনি অভিজ্ঞতা অর্জন করলে পরবর্তী পদে উত্তীর্ণ হতে পারবেন।

সিনিয়ার লোকো পাইলট (SLP): অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হয়ে নির্দিষ্ট সময় কাজ করার পর সিনিয়ার লোকো পাইলট হতে পারবেন ও পরবর্তীতে লোকোপাইলট হতে পারবেন।

লোক পাইলট প্রয়োজনীয় যোগ্যতা (RRB ALP Eligibility & Educational Qualification)

Loco Pilot Indian Railways Eligibility: আপনি যদি লোকো পাইলট পদের জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। আবেদনের জন্য প্রার্থী ন্যূনতম মাধ্যমিক পাস করে রাখতে হবে এবং উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন সহ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনি আবেদনের জন্য।

  • অবশ্য মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে আপনাকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, পলিটেকনিক বা ITI ট্রেড নিয়ে রাখতে হবে
Mechanical / Electrical / Electronics / Automobile Engineering - এই ক্যাটাগরি থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হতে হবে, একইভাবে যদি এই ক্যাটাগরিতে উচ্চতর ডিগ্রি থাকে (BTech) তাহলেও হবে!

এ প্রসঙ্গেও অবশ্য বলে রাখি ITI বিশেষ কয়েকটি ট্রেড থাকলেই তবে লোকো পাইলট পদের জন্য আবেদন করতে পারবেন। যে কোন একটি ট্রেডের সার্টিফিকেট – টার্নার, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, ইলেকট্রিশিয়ান, হিট ইঞ্জিন, ইন্সট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট, মেকানিক ডিজেল, মেকানিক মোটর ভেহিকেল, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, মিলরাইট মেন্টেন্যান্স মেকানিক, ওয়ারম্যান, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক

অবশ্যই দেখো: Station Master Eligibility, Exam: ভারতীয় রেলে স্টেশন মাস্টার হতে চাও! যোগ্যতা, পরীক্ষা সমস্ত তথ্য

আবেদন প্রার্থীর বয়স সীমা (RRB ALP Age Limit)

একজন লোকো পাইলট পদে চাকরির জন্য চাকরিপ্রার্থীর ন্যূনতম বয়স 18 থেকে 30 এর মধ্যে হতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতির (SC/ST) প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সের ছাড় পাঁচ বছর অব্দি, অনগ্রসর শ্রেণীর জন্য বয়সের ছাড় তিন বছর, ও অন্যান্য কিছু সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ক্ষেত্রে ছাড় থাকছে।

লোকো পাইলট পদে আবেদন প্রক্রিয়া (Application Process)

প্রথমেই জানিয়েছি ট্রেনের লোকো পাইলট পদে চাকরির জন্য প্রথমে প্রার্থীকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে, RRB ALP Exam। এইজন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ও সেইমতো আবেদন প্রক্রিয়াও শুরু হয়। আবেদনের জন্য মূলত প্রার্থীকে প্রথমে ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট https://rrbapply.gov.in/ প্রবেশ করে চারটি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে

  • অনলাইন রেজিস্ট্রেশন
  • আবেদনপত্র পূরণ
  • প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড
  • আবেদন শেষে ফি পেমেন্ট।

মিস করবেন না: Railway Ticket Collector: ট্রেনে TTE কিভাবে হওয়া যায়? বেতন, বয়স, যোগ্যতা সবকিছু দেখে নিন

লোকো পাইলট পদে নিয়োগ প্রক্রিয়া (Recruitment Exam Process)

লোকো পাইলট হিসাবে ভারতীয় রেলওয়েতে পরীক্ষার দায়িত্বে থাকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যারা অনলাইন পরীক্ষা থেকে নিয়োগের সম্পূর্ণ বিষয়টা দেখে। ভারতীয় রেলওয়েতে লোকো পাইলট পদে মূলত পাঁচটি ধাপের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হয় –

  • Computer Based Test (CBT 1).
  • Computer Based Test (CBT 2).
  • Computer Based Aptitude Test (CBAT).
  • Document Verification (DV).
  • Medical Examination (ME).

উপরিক্ত পরীক্ষা বিভিন্ন ধাপে উত্তীর্ণ হওয়ার পরে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। পরীক্ষা ও প্রশ্ন প্যাটার নিয়ে অন্য একটি পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করব।

মেডিকেল টেস্ট (Medical Examination)

মেডিকেল টেস্ট পরীক্ষায় প্রার্থীর চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হয় এবং পাশাপাশি সঠিক রং চেনার ক্ষমতা আছে কিনা তাও পরীক্ষা করা হয় অবশ্য প্রার্থীকে শারীরিকভাবেও ফিট থাকতে হবে। মেডিকেল টেস্টে পাস করলেই Assistant লোকো পাইলট পদে চাকরি প্রার্থী কে নির্বাচন করা হয় ও প্রাথমিকভাবে তার ট্রেনিং শুরু হয়ে যায়।

লোকো পাইলটের বেতন (Indian Railway Loco Pilot Salary)

প্রথম পর্যায় লোকো পাইলট assistant হিসেবে চাকরিতে যোগদানের পর প্রাথমিকভাবে সব মিলিয়ে মাস শেষে বেতন হিসেবে দাঁড়াবে ৩০০০০ থেকে ৩৫০০০ টাকা

  • অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে সিনিয়ার লোকো পাইলট পদে পদোন্নতি হলে প্রার্থীর বেতন বেড়ে ৫৫০০০ থেকে ৬০০০০ টাকা অব্দি হবে
  • সিনিয়ার লোকো পাইলট থেকে সম্পূর্ণভাবে লোকো পাইলট এ পদোন্নতি হলে প্রার্থীর মাসিক বেতন থাকবে ৯০ হাজার থেকে ১ লক্ষ টাকা অব্দি

মিস করবেন না! ভারতীয় রেলে কি কি চাকরি রয়েছে? টেকনিক্যাল, নন টেকনিক্যাল, অফিসার – সমস্ত তথ্য দেখে নাও

তথ্যলিংক
ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটhttps://indianrailways.gov.in/
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট (RRB Official)rrbapply.gov.in ↗
ভারতীয় রেলের বিভাগের অন্যান্য চাকরি সমূহClick Here →

ভারতীয় রেলের লোকো পাইলট সংক্রান্ত আজকের এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে এবং ইনফোরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই নিজেদের পরিচিতদের প্রতিবেদনটি শেয়ার করুন যাতে তারাও রেলওয়ে লোকো পাইলট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারে।

Join Group

Telegram