GDS Recruitment 2026: পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ আবেদন শুরু! দেখে নিন

Anjan Mahata

Published on:

Indian Post Office GDS Job Recruitment 2026 Janauary

সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর বছরের শুরুতেই কোন রকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ভারতীয় পোস্ট অফিসে ২৮ হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছেআবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২০ জানুয়ারি থেকে। কতদিন আবেদন চলবে? কিভাবে আবেদন করবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

— Advertisement —

India Post GDS 2026: পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ, পরীক্ষা ছাড়াই

গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখ ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে ভারতীয় পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল এরপর গত ৩১শে ডিসেম্বর GDS নিয়োগের সময়সূচী জানানো হয়েছে,

Subject: GDS Online Engagement Schedule-I, January 2026 – Preparatory
Exercise and timelines for online applications – reg.

কার্যক্রম (Activity)তারিখ ও সময় (Date & Time)
বিভিন্ন ডিভিশন বা বিভাগ দ্বারা শূন্যপদ নির্ধারণ (Vacancy Capturing)০৫.০১.২০২৬ থেকে ১২.০১.২০২৬
সার্কেল অফিস দ্বারা শূন্যপদের অনুমোদন১২.০১.২০২৬ থেকে ১৪.০১.২০২৬ (দুপুর ২:০০টা পর্যন্ত)
ডিরেক্টরেট (সদর দপ্তর) দ্বারা শূন্যপদের চূড়ান্ত অনুমোদন১৪.০১.২০২৬ (দুপুর ২:০০টার পর থেকে)
অনলাইনে রেজিস্ট্রেশন শুরু ও শেষ (প্রার্থীদের জন্য)২০.০১.২০২৬ থেকে ০৪.০২.২০২৬
অনলাইনে আবেদনপত্র জমা এবং ফি পেমেন্ট২৫.০১.২০২৬ থেকে ০৫.০২.২০২৬ (রাত ১১:০০টা পর্যন্ত)
আবেদনপত্রে ভুল সংশোধন (Correction Window)০৮.০২.২০২৬ থেকে ১০.০২.২০২৬ (রাত ১১:০০টা পর্যন্ত)
প্রথম তালিকা বা ফলাফল প্রকাশ (সম্ভাব্য)২০.০২.২০২৬

আবেদনের যোগ্যতা ও অন্যান্য তথ্য (Eligibility)

— Advertisement —

স্থানীয় ভাষা সহ মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik 10) উত্তীর্ণ হলেই এর জন্য আবেদন করা যাবে কোন পরীক্ষা হবে না। মাধ্যমিকে প্রাপ্ত সর্বমোট নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হয় এবং তার মাধ্যমে চাকরি হয়।

  • আবেদন গ্রহণ তারিখে ১৮ বছরের বেশি বয়স হতে হবে।
  • বাধ্যতামূলকভাবে সাইকেল বা মোটরসাইকেল চালানো জানতে হবে।

বিস্তারিত পড়ুন: পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক -যোগ্যতা, বেতন, বিভিন্ন পদ ও প্রমোশন! সবকিছু

মোট শূন্যপদ (Total Vacancy)

ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে গত ৭ই জনুয়ারি ২০২৬ তারিখ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে ভারতীয় ডাক বিভাগে GDS Online Engagement Schedule-I, January 2026 এর মাধ্যমে ২৮,৭৪০ শূন্যপদে GDS নিয়োগ করা হবে পুরো দেশ জুড়ে। সার্কেল ভিত্তিক শূন্য পদের লিস্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট ২,৯৮২ শূন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে।

প্রতিটি জেলা তথা ডিভিশন ভিত্তিক এবং কাস্ট অনুযায়ী কতগুলি শূন্য পদ রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে আগামী ২০ই জানুয়ারি। যেহেতু হাতে মাত্র কয়েক দিনের সময় রয়েছে তাই আবেদন করার জন্য যে সকল ডকুমেন্ট গুলি লাগবে সেগুলি আগে থেকেই রেডি করে রাখো।

অবশ্যই পড়ুন: GDS Application Document Required: গ্রামীণ ডাক সেবক আবেদনের জন্য কি কি লাগবে? দেখে নাও

অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ও অন্যান্য লিংক

বিবরণলিংক
বিজ্ঞপ্তি ডাউনলোড করুন (Circular)↓ Download PDF
সমস্ত সার্কেল ভিত্তিক শূন্য পদের তালিকা (Circle wise vacancy update for GDS Schedule-I, January 2026)Download List →
পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক (GDS) অফিসিয়াল ওয়েবসাইট
indiapostgdsonline.gov.in

অবশ্যই দেখো: Post Office Jobs: পোস্ট অফিসে কিভাবে চাকরি পাবে? যোগ্যতা, পরীক্ষা বিস্তারিত

পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট পেতে অবশ্যই Edutips Bangla ওয়েবসাইট ফলো করুন। এছাড়াও সমস্ত রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরি, পড়াশোনা ও স্কলারশিপ সংক্রান্ত আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফলো করুন।

Join Group

Telegram