PNB Scholarship: ছাত্রছাত্রীরা পাবে বছরে ৪০০০০ টাকা! কিভাবে অনলাইনে আবেদন করবেন? দেখে নিন

PNB Housing Finance Protsahan Scholarship 2024

Latest Private Scholarship 2024: আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন‍্য আবারও নব উদ‍্যোগ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হাউজিং ফাইনান্স দপ্তরের পক্ষ থেকে পেহেল ফাউন্ডেশন এবং বিদ্যাসারথী পোর্টালের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সহায়তা করার জন্য নতুন স্কলারশিপ এর সূচনা করা হয়েছে। যোগ্যতা অনুযায়ী ছাত্র-ছাত্রীরা বছরে দশ হাজার টাকা এককালীন থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারে। প্রাইভেট স্কলারশিপ হওয়ার কারণে অন্যান্য স্কলারশিপের সঙ্গে আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করবেন ও বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

   

PNB Housing Finance Protsahan Scholarship 2024

PNB হাউজিং ফাইন্যান্স এর তরফ থেকে ২০১৯ – ২০ সাল থেকে দরিদ্র ছাত্রছাত্রীদের স্কলারশিপের আয়োজন করা হয়। সমগ্র দেশজুড়ে ছাত্রছাত্রীরা এই প্রকল্পে অংশগ্রহন করতে পারেন। আর্থিকভাবে অস্বচ্ছল ছাত্রছাত্রীদের প্রতি সাহায‍্যের হাত বাড়িয়ে দিতে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।

আবেদনকারীর যোগ‍্যতা

১. ইচ্ছুক ছাত্রছাত্রীদের মাধ‍্যমিকে প্রাপ্ত নম্বর ৬০% ও উচ্চমাধ‍্যমিকে প্রাপ্ত নম্বর নূন‍্যতম ৬০ % ও ডিপ্লোমা কোর্সে পাঠরত ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট পরীক্ষায় ৬০%নম্বর পেয়ে রাখতে হবে।

২. আবেদনকারী ছাত্রছাত্রীদের বাৎসরিক পারিবারিক আয় ৩০০০০০ টাকা এর নিচে হতে হবে

৩. প্রার্থীকে অবশ্যই BA, BCA, BSC, B.Com মত ফুল টাইম কোর্সে পাঠরত হতে হবে।

৪. আবেদনকারীর নিজস্ব বৈধ ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট থাকতে হবে।

আবেদনের জন‍্য প্রয়োজনীয় নথি

  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
  • প্রার্থীর নিজস্ব পরিচয়পত্রের প্রমান
  • স্থায়ী ঠিকানার প্রমান
  • পারিবারিক আয়ের প্রমান
  • প্রারম্ভিক শিক্ষা বর্ষের মার্কশিট
  • শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমান
  • চলতি বছরে ফি এর নোটিশ।

কোন কোন বিভাগে কত টাকা স্কলারশিপ দেওয়া হবে

শ্রেণীবছরে স্কলারশিপ
নবম শ্রেণী১০০০০ টাকা
দশম শ্রেণী১০০০০ টাকা
একাদশ ও দ্বাদশ শ্রেণী১২৫০০ টাকা
ITI তে পাঠরত পড়ুয়ার জন‍্য১৫০০০ টাকা
ডিপ্লোমা পাঠরত পড়ুয়ার জন‍্য২৫০০০ টাকা
আন্ডার গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের জন‍্য৩০০০০ টাকা
MTech এর ছাত্রছাত্রীদের জন‍্য৩০০০০ টাকা
পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের জন‍্য৪০০০০ টাকা

আবেদন পদ্ধতি (Application Process)

ইচ্ছুক প্রার্থীরা বিদ‍্যাভারতীর অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন। ধাপে ধাপে রেজিস্ট্রেশন করে সমস্ত তথ‍্য সহকারে সঠিকভাবে আবেদন ফর্ম পূরন করবেন।

স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জেনে নিনDetails
অনলাইনে আবেদনের সরাসরি লিংকApply Here

আরও স্কলারশিপ »

আবেদনের শেষ তারিখ: ইচ্ছুক প্রার্থীরা ৩১ শে জানুয়ারির মধ‍্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram