PM Scholarship Scheme: পিএম স্কলারশিপ প্রকল্পে মাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র! জানুন কারা পাবেন?

PM Scholarship Scheme 2023 Apply Online Eligibility Form Fill Up

ভারতের বিভিন্ন প্রান্তে থাকা শিক্ষার্থীদের পড়াশুনা চালিয়ে যাওয়ার সুবিধার্থে আমরা ইতিমধ্যে অনেক সরকারী ও বেসরকারী স্কলারশিপের বিস্তৃত বিবরন আপডেট দিয়েছি। আজকের প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর পরিচালিত বৃত্তি প্রকল্প বিষয়ে। ২০০৬ থেকে কেন্দ্রীয় সেনাবিভাগের পক্ষ থেকেই এই স্কলারশিপটি পরিচালিত হয়। এই স্কলারশিপে অধীনে মেয়ে প্রতি ৩০০০/- ও ছেলে প্রতি ২০০০/- টাকা প্রতি মাসে পাবেন। কীভাবে আবেদন করবেন? কী কী ডকুমেন্টস লাগবে ও কারা কারা আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

পিএম স্কলারশিপ প্রকল্প ২০২৩

স্কলারশিপের নামপিএম স্কলারশিপ স্কিম
যোগ‍্যতাপূর্ববর্তী পরীক্ষায় নূন‍্যতম ৬০% নম্বর রাখতে হবে
মাসিক বৃত্তির পরিমান (টাকা)মেয়েদের ক্ষেত্রে – ৩০০০/-
ছেলেদের ক্ষেত্রে – ২৫০০/-
আবেদন শুরু তারিখ১ লা সেপ্টেম্বর,২০২৩
আবেদন শেষের তারিখ৩০ শে নভেম্বর, ২০২৩

আবেদনকারীর যোগ‍্যতা

  1. দ্বাদশ শ্রেণী/ডিপ্লোমা/স্নাতক পরীক্ষায় ন্যূনতম 60% পেতে হবে
  2. শুধুমাত্র প্রফেশনাল কোর্সের প্রথম বর্ষের জন‍্যই শিক্ষার্থীরা আবেদনযোগ‍্য।
  3. শিক্ষার্থীদের অবশ্যই AICTE/UGC দ্বারা স্বীকৃত একটি প্রতিষ্ঠান/কলেজের অধীনস্থ প্রফেশনাল কোর্সে নাম নথিভুক্ত করতে হবে।
  4. প্রাক্তন সেনাকর্মী বা কোস্ট গার্ড কর্মী বা মৃত ব্যক্তির সন্তান ও বিধবা মহিলারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
  5. বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য যোগ্য নয়।

অবশ্যই দেখুন: Private Scholarship: বর্তমানে যে প্রাইভেট স্কলারশিপ গুলির ফর্ম ফিলাপ চলছে! টাকা পেতে আজই আবেদন করুন

স্কলারশিপ স্কিমের টাকার পরিমান

প্রতি বছর মোট ৫৫০০ জন আবেদনকারীকে পিএম স্কলারশিপের জন্য বেছে নেওয়া হয়। আর বৃত্তির সংখ‍্যা ছেলে ও মেয়েদের মধ‍্যে সমান ভাগে বাগ করে দেওয়া হয়। নির্বাচিত মেয়ে শিক্ষার্থীরা মাসিক ৩০০০/- করে ও পুরুষ শিক্ষার্থীরা ২৫০০/- করে পান। প্রসঙ্গত, সংশ্লিষ্ট কোর্সের মেয়াদের উপর নির্ভর করে কতদিন প্রার্থী এই বৃত্তির টাকা পাবেন।

  • আবেদন শুরুর তারিখ – ১লা সেপ্টেম্বর, ২০২৩
  • আবেদন শেষের তারিখ – ৩০ শে নভেম্বর, ২০২৩

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

১) পাসপোর্ট সাইজের ছবি, ২) আবেদনকারীর আধার কার্ড, ৩) মাধ‍্যমিকের সার্টিফিকেট / অ‍্যাডমিট কার্ড (জন্মতারিখ প্রমাণের জন্য), ৪) দ্বাদশ/ডিপ্লোমা/স্নাতকের পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট, ৫) আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ৬) বোনাফাইড সার্টিফিকেট, ৬) প্রাক্তন কোস্ট গার্ডের ব্যক্তিগত শংসাপত্র, ৭) ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতা, ৮) পার্ট ll অর্ডার/পিওআর, পিপিও, বা ইএসএম আইডেন্টিটি কার্ড।

কিভাবে অনলাইনের মাধ্যমে ফর্ম জমা করবেন

প্রথমে আপনাকে কেন্দ্রীয় সৈনিক বিভাগের অফিসিয়াল সাইট https://ksb.gov.in/ প্রবেশ করুন। রেজিস্টার বাটনে ক্লিক করে ফটো আপলোড করুন ও অন‍্যান‍্য প্রয়োজনীয় তথ‍্যাদি দিয়ে ফর্ম ফিলাপ করুন, প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি আপলোড করুন। সবশেষে ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টের বিবরন সাবমিট করুন।

সফলভাবে নাম নথিভুক্তকরনের পর ব‍্যবহারকারীর আইডি ও পাসওয়ার্ড রেজিস্টারড ইমেল আইডিতে পেয়ে যাবেন।আবেদনকারীর শিক্ষার বিশদ বিবরন, নূন‍্যতম যোগ‍্যতা ও পূর্ববর্তী পরীক্ষায় প্রাপ্ত মার্কস, বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময় ও তারিখ, চলাকালীন প্রফেশনাল কোর্সের নাম ও তার মেয়াদ ইত‍্যাদি সাবমিট করুন।

আবেদনের সরাসরি লিংক: https://ksb.gov.in/registration.htm

আরো পড়ুন: কেন্দ্র সরকারের এই স্কলারশিপে ছাত্র-ছাত্রীদের দিচ্ছে ১০,০০০ টাকা! কীভাবে আবেদন করবেন এখনই দেখে নিন

সমস্ত তথ্য যাচাই করে Save বোতামে ক্লিক করে আবেদন জমা দিন। এর পরে, ভবিষ্যতের রেফারেন্সের জন্য অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করে রাখুন।

সকল পাঠক ও ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ তোমরা এই প্রতিবেদন পড়ে স্কলারশিপের জন‍্য আবেদন করো ও তোমার বন্ধুদেরও এই তথ‍্য শেয়ার করে উপকৃত হতে সাহায‍্য করো

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram