স্কুল ছাত্র ছাত্রীদের জন্য জনপ্রিয় একটি স্কলারশিপ হল ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ (NMMS)। প্রতিবছর স্কুল ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপের পরীক্ষা নেওয়া হয়। এই স্কলারশিপ এর মাধ্যমে পড়ুয়াদের 4 বছর 12 হাজার টাকা করে মোট 48 হাজার টাকা স্কলারশিপ দেওয়া হয়। আজকে NMMSE স্কলারশিপ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন ও সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
NMMS Exam Pattern 2025-26: ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন
NMMSE স্কলারশিপ পরীক্ষাটি শুধুমাত্র অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা দিতে পারবে। এই পরীক্ষার পূর্ণমান হলো ১৮০ নম্বর ও পরীক্ষার জন্য মোট নির্ধারিত সময় হল ১৮০ মিনিট। এই পরীক্ষাটি দুটি পেপারে হয়ে থাকে, প্রথমটি MAT (Mental Ability Test) যার পূর্ণমান ৯০ এবং নির্ধারিত সময় ৯০ মিনিট এবং দ্বিতীয় পেপারটি হল SAT (Scholastic Aptitude Test) যার পূর্ণমান ৯০ এবং নির্ধারিত সময়ও ৯০ মিনিট।
- প্রতিটি পেপারের প্রশ্নের ধরন হলো বহু বিকল্পভিত্তিক উত্তরধর্মী (MCQ) প্রশ্ন।
- প্রতিটি প্রশ্নের জন্য নির্ধারিত নাম্বার হলো ১ নম্বর।
- দুটি পেপার এর মধ্যে কোন পেপারেই নেগেটিভ মার্কিং নেই।
তাই ছাত্রছাত্রীরা পরীক্ষায় কোন প্রশ্নের উত্তর ভুল করলে এর জন্য কোন নাম্বার কাটা যাবে না, তাই সবগুলোই অ্যাটেন্ড করতে পারে। NMMSE পরীক্ষাটি OMR Sheet পেপারে নেওয়া হয়ে থাকে তাই OMR পূরণ করার সময় খুব সতর্কভাবে ফিলাপ করতে হবে।
| পরীক্ষার পেপার | প্রশ্নের ধরন | মার্কস | প্রশ্নের সংখ্যা | নির্ধারিত সময় |
|---|---|---|---|---|
| MAT (Mental Ability Test) | Objective/ MCQ | 90 | 90 টি | 90 মিনিট |
| SAT (Scholastic Aptitude Test) | Objective/ MCQ | 90 | 90 টি | 90 মিনিট |
ক্লিক করে দেখুন: WBPSC All Exam List: পিএসসি অন্তর্গত কি কি সরকারি চাকরির পরীক্ষা রয়েছে? সমস্ত তথ্য
NMMSE স্কলারশিপ পরীক্ষার সিলেবাস (Syllabus)
NMMS পরীক্ষার জন্য নির্দিষ্ট কোনো আলাদা সিলেবাস নির্ধারিত নেই। তবে প্রশ্নগুলির মান ও স্তর মূলত সপ্তম (Class VII) ও অষ্টম (Class VIII) শ্রেণির পাঠ্যক্রমের স্তর অনুযায়ী নির্ধারিত হবে। অর্থাৎ এই দুই শ্রেণির পাঠ্যবইয়ের বিষয়বস্তুর উপর ভিত্তি করেই পরীক্ষার প্রশ্ন প্রস্তুত করা হবে।
MAT (Mental Ability Test)
পরীক্ষাটি মূলত প্রার্থীদের মানসিক দক্ষতা, যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা, সংখ্যাগত বোঝাপড়া এবং সামগ্রিক বুদ্ধিমত্তা মূল্যায়নের জন্য নেওয়া হয়। এই পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের চিন্তাশক্তি, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বাস্তব পরিস্থিতিতে যুক্তি প্রয়োগের দক্ষতা যাচাই করা হয়।
Scholastic Aptitude Test (SAT)
পরীক্ষাটি মূলত পাঁচটি বিষয় নিয়ে গঠিত, যথা—গণিত (Mathematics), ভৌত বিজ্ঞান (Physical Science), জীবন বিজ্ঞান (Life Science), ইতিহাস (History) এবং ভূগোল (Geography)। এই পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের এই বিষয়গুলির উপর ভিত্তি করে জ্ঞান, উপলব্ধি এবং বিশ্লেষণী দক্ষতা মূল্যায়ন করা হয়।
অবশ্যই দেখুন: Shiksha Sathi Scheme: রাজ্যে চালু হচ্ছে ‘শিক্ষাসাথী’ প্রকল্প, কারা পাবে এই সুবিধা? দেখে নিন
লেটেস্ট অফিসিয়াল সিলেবাস ডাউনলোড (PDF)

| বিবরণ | লিংক |
|---|---|
| ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ ওয়েবসাইট | Click Here → |
| অফিশিয়াল পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এবং ইন্সট্রাকশন | ↓ Download PDF |
Admit Download: NMMSE স্কলারশিপ পরীক্ষার এডমিট কার্ড প্রকাশ!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


