ফের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সিলেবাসে নয়া সংযোজন। নতুন ভাবে যোগ হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের একটি করে বাড়তি পাঠ্য বই আর যাতে থাকছে নেতাজী সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দের নিজস্ব লেখনী। দৈনন্দিন পাঠ্য সিলেবাস এর বাইরে ছাত্র-ছাত্রীদের দেশপ্রেম এবং মূল্যবোধে শিক্ষিত করতে নতুন সংযোজন শিক্ষা দপ্তরের। বিস্তারিত তুলে ধরব আজকের প্রতিবেদনে।
মাধ্যমিকের পাঠ্যক্রমে নেতাজির “তরুনের স্বপ্ন”
মাধ্যমিকের সিলেবাসে নয়া সংযোজন হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা তরুণের স্বপ্ন। যদিও পাঠ্য বিষয় কেবল মাধ্যমিক স্তরেই পড়ানো হবে কিন্তু এর সঙ্গে পরীক্ষার কোনরকম সংযোজন থাকছে না অর্থাৎ এই পাঠ্য পরীক্ষার্থীদের পরীক্ষায় থাকছে না।
Taruner Swapno: পাঠক্রমের বিষয়বস্তু
নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা তরুণের স্বপ্ন মূলত স্বাধীনতার অসম পটভূমিতে রচিত। কারাগারে বন্দি থেকে ১৫০ টি চিঠির সংকলন স্বরূপ এই রচনা করে থাকেন, এর মধ্যে ২৪ টি চিঠি নেতাজির নিজের হাতের লেখা।
কারাগারে বসে বিভিন্ন ব্যক্তিকে স্বাধীনতার দৃঢ চেতায় উদ্বুদ্ধ করতে নানাভাবে বার্তা পাঠিয়েছেন। এইবার এই চিঠির সংকলনই সহায়ক অতিরিক্ত পাঠ্য হিসেবে যোগ হতে চলেছে মাধ্যমিকের সিলেবাসে।

উচ্চ মাধ্যমিকের পাঠক্রম স্বামীজির “কল টু দ্য নেশন”
উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রমে নতুন সংযোজন করা হয়েছে স্বামী বিবেকানন্দের রচনা “কল টু দ্য নেশন“। পাঠক্রমের অন্তর্ভুক্ত থাকলেও এই পাঠ্য থেকে কোন প্রকার প্রশ্নপত্র পরীক্ষায় আসবে না। কেননা একাদশ দ্বাদশ শ্রেণী অর্থাৎ পড়াশোনার থেকে একটু বেশিই থাকে।
Call to The Nation: পাঠক্রমের বিষয়বস্তু
স্বামী বিবেকানন্দের রচিত কল টু দা নেশন বইটি যুবসমাজকে কেন্দ্র করেই রচিত। বর্তমানে যুবসমাজের নৈতিকতা, নৈতিক আচার, সু -চরিত্র গঠন এবং বাস্তবিক মূল্যবোধের উপরে এই রচনা করা হয়েছে। ছাত্রছাত্রীরা অবসর সময় এই রচনা পড়লে তাদের বাস্তব জীবনের ভিত্তিতে অনেক জ্ঞান লাভ করতে পারবে।
সভাপতির বক্তব্য ও শিক্ষা মহলের প্রতিক্রিয়া
উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি এই প্রসঙ্গে জানিয়েছেন যেহেতু বর্তমানে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দেওয়া হয় তাই প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রীদের ফলাফল দেখা হবে। বাধ্যতামূলক করে জোর করে চাপিয়ে দেওয়া এটা হচ্ছে না, ছাত্রছাত্রীরা স্বাধীনভাবে এটা পড়বে। বই সংসদের তরফ থেকে বিনামূল্যে স্কুল থেকে দেওয়া হবে।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ উভয়ই নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে দুটি বই সংযোজন এর কথা জানিয়েছে –
| WBBSE মাধ্যমিকে “তরুনের স্বপ্ন” | View Notice |
| WBCHSE উচ্চ মাধ্যমিকে “কল টু দা নেশন” | View Notice |
বিরাট ঘোষণা: টিউশনি করলেই চাকরি বাতিল! শিক্ষকদের কড়া নির্দেশিকা দিল শিক্ষা সংসদ, দেখে নিন
তবে চিরাচরিত পাঠ্যের বাইরে ও কিছু নতুন জ্ঞান অর্জন করতে পারবেন পড়ুয়ারা সেই চিন্তা করেই মাধ্যমিকে এবং উচ্চমাধ্যমিকে যুব সমাজের পথদর্শক হিসাবে পাঠ্যক্রমের দুটি নয়া সংযোজন করছে শিক্ষাদপ্তর। সামনের বছর ২০২৫ শিক্ষাবর্ষ থেকে এই নয়া সংযোজন করা হবে জানানো হয়েছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


