National Defence Academy (NDA) হল ভারতের অন্যতম Prestigious প্রতিরক্ষা প্রবেশিকা পরীক্ষা, যা UPSC পরিচালনা করে। এই পরীক্ষার মাধ্যমে Army, Navy এবং Air Force–এর জন্য এন্ট্রি অফিসার প্রার্থীদের নির্বাচন করা হয়। নিচে NDA পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস ও পরীক্ষার ধরন আজকে শেয়ার করা হলো।।
NDA পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস প্যাটার্ন (NDA Full Syllabus in Bengali)
ন্যাশনাল ডিফেন্স একাডেমী হল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে আর্মি, নেভি এবং এয়ার ফোর্সে অফিসারদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান। Scheme of Examination (পরীক্ষার ধরন): লিখিত পরীক্ষায় মোট দুটি বিষয় থাকবে — Mathematics ও GAT (Part B)।
- সব প্রশ্নই Objective Type MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) আকারে হবে।
- Math ও GAT (Part B) প্রশ্নপত্র English ও Hindi— দুই ভাষাতেই দেওয়া দেওয়া যাবে।
Subject | Duration | Maximum Marks |
---|---|---|
Mathematics | 2½ Hours | 300 |
General Ability Test (GAT) | 2½ Hours | 600 |
Total | — | 900 Marks |
SSB Interview/Test | 5-7 Days | 900 Marks |
মেরিট নির্ধারণ এবং সিলেকশন | — | 1800 নম্বর |
বিস্তারিত দেখো: NDA কি? National Defence Academy Eligibility, পরীক্ষার ধাপ, কিভাবে জয়েন করবে? সমস্ত তথ্য
Syllabus of the NDA Examination 2026 (পরীক্ষার সিলেবাস)
PAPER-I : MATHEMATICS (Code No. 01) | Marks – 300
1. ALGEBRA (বীজগণিত)
Set, operations on sets, Venn diagrams, De Morgan’s laws, Cartesian product, relation, equivalence relation.
Real numbers, complex numbers, cube roots of unity, binary system, Arithmetic/Geometric/Harmonic Progressions, Quadratic Equations, Linear Inequations (গ্রাফের মাধ্যমে সমাধান), Permutation & Combination, Binomial Theorem, Logarithms এবং এর প্রয়োগ।
2. MATRICES AND DETERMINANTS (ম্যাট্রিক্স ও ডিটারমিন্যান্ট)
Types and operations, determinant, properties, adjoint and inverse, application—solution of linear equations by Cramer’s Rule and Matrix Method।
3. TRIGONOMETRY (ত্রিকোণমিতি)
Angles in degrees and radians, trigonometric ratios, identities, sum and difference formulae, multiple and sub-multiple angles, inverse functions, application in height and distance problems, properties of triangles।
4. ANALYTICAL GEOMETRY OF TWO AND THREE DIMENSIONS (2D & 3D জ্যামিতি)
Cartesian coordinate system, distance formula, equation of line, circle, parabola, ellipse, hyperbola, conic sections, 3D geometry — plane, line, sphere, angle between two lines/planes।
5. DIFFERENTIAL CALCULUS (অন্তরকলন)
Concept of function, limits, continuity, derivatives, applications of derivatives (maxima & minima), second order derivatives, increasing/decreasing functions।
6. INTEGRAL CALCULUS AND DIFFERENTIAL EQUATIONS (সমাকলন ও অবকল সমীকরণ)
Integration as inverse of differentiation, methods of integration, definite integrals, area determination, order and degree of differential equation, general and particular solution, first order & first degree equations, growth and decay problems।
7. VECTOR ALGEBRA (ভেক্টর বীজগণিত)
Vectors in 2D & 3D, magnitude and direction, unit vectors, dot & cross product, applications — work, moment, geometrical problems।
8. STATISTICS AND PROBABILITY (পরিসংখ্যান ও সম্ভাবনা)
Data classification, frequency distribution, mean, median, mode, standard deviation, correlation, regression, probability concepts, conditional probability, Bayes’ theorem, random variable, Binomial distribution।
PAPER-II : GENERAL ABILITY TEST (Code No. 02) | Maximum Marks – 600
Part A – ENGLISH (ইংরেজি, 200 নম্বর)
Grammar, usage, vocabulary, comprehension, and cohesion— প্রার্থীর ইংরেজি দক্ষতা যাচাইয়ের জন্য।
Part B – GENERAL KNOWLEDGE (সাধারণ জ্ঞান, 400 নম্বর)
এই অংশে প্রশ্ন আসবে Physics, Chemistry, General Science, Social Studies, Geography, এবং Current Events থেকে।
Note: General Knowledge প্রশ্নপত্রে মোট ৪০০ নম্বরের মধ্যে —
Physics 25%, Chemistry 15%, General Science 10%, History 20%, Geography 20%, এবং Current Events 10% ওজন থাকবে। একটি দুটি প্রশ্ন এদিক-ওদিক হতে পারে যেহেতু সব বিষয়েরই কিছু কমন অংশ থাকে।
Section A – Physics (পদার্থবিজ্ঞান)
Properties of matter, mass, weight, density, pressure, Newton’s Laws, Motion, Work, Energy, Heat, Sound, Light (Reflection & Refraction), Electricity, Magnetism, Simple machines (Lever, Pulley, Pendulum, etc.), and daily life applications।
Section B – Chemistry (রসায়ন)
Elements, Mixtures, Compounds, Chemical equations, Air & Water, Hydrogen, Oxygen, Nitrogen, Carbon dioxide, Acids, Bases, Salts, Oxidation & Reduction, Carbon and its forms, Fertilizers, Everyday materials (Soap, Glass, Paper, Cement, etc.), Atomic structure, Valency।
Section C – General Science (সাধারণ বিজ্ঞান)
Living & Non-living things, Cell & Tissues, Growth & Reproduction, Human Body organs, Epidemics, Food & Nutrition, Solar System, Comets, Eclipses, Eminent scientists।
Section D – History, Freedom Movement, etc. (ইতিহাস ও স্বাধীনতা আন্দোলন)
Indian history, culture, civilization, freedom movement, Constitution, Five Year Plans, Panchayati Raj, National Integration, Teachings of Mahatma Gandhi, Modern world developments (Renaissance, Revolutions, UNO, Democracy, Communism, etc.), Role of India in the world।
Section E – Geography (ভূগোল)
Earth’s shape, latitude & longitude, time, rotation, rocks, earthquakes, volcanoes, atmosphere, climate, regions, Indian geography— climate, resources, agriculture, industries, transport, imports & exports।
Section F – Current Events (সমসাময়িক ঘটনা)
Recent important events in India and the world, cultural & sports personalities, international affairs।
SSB Intelligence and Personality Test (বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্ব মূল্যায়ন)
ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষার চূড়ান্ত ধাপ SSB এবং এটি সবথেকে কঠিন। এটি Interview-এর মাধ্যমে অনুষ্ঠিত হয়, যেখানে দুটি ধাপ রয়েছে:
- Stage I: Officer Intelligence Rating (OIR) Test এবং Picture Perception & Description Test (PP&DT)।
- Stage II: Interview, Group Testing Officer (GTO) Tasks, Psychology Tests, এবং Conference (মোট ৪ দিন ধরে)।
তিনজন অফিসার প্রার্থীকে মূল্যায়ন করেন—
- Interviewing Officer (IO)
- Group Testing Officer (GTO)
- Psychologist
এই তিনটি মূল্যায়নের উপর ভিত্তি করে প্রার্থীকে Recommended বা Not Recommended ঘোষণা করা হয়।
অফিসিয়াল সিলেবাস PDF ডাউনলোড এবং লিংক
তোমরা নিচের দেওয়া “ডাউনলোড PDF” বাটন থেকে – লেটেস্ট অফিশিয়াল পরীক্ষার সিলেবাসটি ডাউনলোড করে নিতে পারবে – তোমরা যারা সিরিয়াস ভাবে প্রস্তুতি নেবে অবশ্যই এটি প্রিন্ট আউট করে রাখবে।
★★★ তোমাদের NDA পরীক্ষার প্রস্তুতিতে অবশ্যই Defence অগ্নিবীর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও: Join Group →
বিষয় | বিস্তারিত |
---|---|
UPSC অফিসিয়াল আবেদন পোর্টাল | https://upsconline.gov.in/ |
UPSC NDA Latest Full Syllabus (Official) | |
Defence কেরিয়ার সংক্রান্ত অন্যান্য তথ্য | Defence (Click Here) → |
আরো দেখবে: UPSC All Exam List: UPSC-তে কি কি সরকারি চাকরির পরীক্ষা হয়ে থাকে? বিস্তারিত তালিকা সহ তথ্য দেখে নাও
এরপর প্রস্তুত হয়ে যাও, NDA 2026 ন্যাশনাল ডিফেন্স একাডেমী পরীক্ষার জন্য সম্পূর্ণ লেটেস্ট সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন একদম সহজ করে আলোচনা করা হলো। প্রস্তুতির জন্য Edutips সর্বদা তোমাদের পাশে রয়েছে, সঙ্গে যুক্ত থাকতে পারো, শুভকামনা।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »