বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে এমন কিছু পেশা রয়েছে যেখানে একটি নির্দিষ্ট ডিগ্রি বা বড় মাপের টেকনিক্যাল ট্রেনিং ছাড়াও ভালো ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব। তারই মধ্যে অন্যতম একটি হলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (Medical Representative), সংক্ষেপে MR।
এই পেশায় মূলত ওষুধ কোম্পানির হয়ে ডাক্তার, হসপিটাল, নার্সিংহোম তথা চিকিৎসকদের কাছে বিভিন্ন ওষুধ, মেডিকেল প্রোডাক্ট বা ডিভাইসের প্রচার বা প্রেজেন্ট করতে হয়। আজকের আর্টিকেলে আপনাদের সম্পূর্ণ সেই বিষয়ে তথ্য দিতে চলেছি।
How to Become Medical Representative: মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিভাবে হওয়া যায়? সম্পূর্ণ গাইড
সাধারণত বিভিন্ন ফার্মাসি বা মেডিকেল ম্যানুফ্যাকচারিং ইউনিটের হয়ে বিভিন্ন হাসপাতালে এবং চিকিৎসকদের কাছে ঔষধ সহ বিভিন্ন মেডিকেল দ্রব্যাদি প্রমোশন বা সাজেস্ট করার জন্য যারা প্রচার করে থাকেন তাদেরকেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলা হয়ে থাকে।
বিশেষ করে পশ্চিমবঙ্গ তথা কলকাতায় বহু ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক (Higher Secondary) বা গ্র্যাজুয়েশন (Graduation) শেষ করে এই পেশায় ঢুকে সাফল্য পাচ্ছেন। এই পেশার মধ্যে যেমন রয়েছে চাকরির নিশ্চয়তা, তেমন রয়েছে দ্রুত উন্নতির সুযোগ এবং আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার পথ।
মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (MR) পেশার কাজ কী?
একজন মেডিকেল হিসেবে বিভিন্ন মেডিসিন সংক্রান্ত দ্রব্যাদি দ্বারা চিকিৎসক বা ফার্মাসিস্ট এর কাছে প্রচার করে থাকেন। পাশাপাশি তারা ক্লায়েন্ট এর কাছে মেডিসিন এবং চিকিৎসা দ্রব্য সুপারিশের ব্যবস্থা করে থাকেন।
মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (Medical Representative) একজন পেশাদার প্রতিনিধি স্বাস্থ্যসেবা বিশেষ করে চিকিৎসক ও ফার্মাসিস্টদের কাছে তুলে ধরেন। তাদের প্রধান দায়িত্ব হল —
- নতুন ওষুধ বা মেডিকেল প্রোডাক্টের উপকারিতা চিকিৎসকদের বোঝানো
- ওষুধের ব্যবহারবিধি এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে তথ্য সরবরাহ
- নির্দিষ্ট লক্ষ্য (Sales Target) পূরণ করা
- নিয়মিত রিপোর্ট প্রদান করা কোম্পানিকে
- বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলে ব্যবসার প্রচার করা।
শিক্ষা, যোগ্যতা ও আগ্রহ (Educational Qualification & Eligibility)
এই পেশায় ঢুকতে খুব বেশি উচ্চশিক্ষার প্রয়োজন হয় না, তবে কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকা জরুরি।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পাশ করলেই অনেক কোম্পানি নিয়োগ করে, তবে স্নাতক (Graduation) হলে সুযোগ অনেক বেশি।
জীববিজ্ঞান (Biology), রসায়ন (Chemistry), ফার্মা (Pharmacy), বায়োটেকনোলজি (Biotechnology) বা বিজ্ঞান (General Science) বিভাগ থেকে পড়াশোনা করলে বাড়তি সুবিধা পাওয়া যায়।
প্রয়োজনীয় আগ্রহ ও দক্ষতা (Skills):
- ইংরেজি, হিন্দি ও বাংলায় ভালো যোগাযোগ দক্ষতা (Communication Skills)।
- আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব (Personality & Confidence)
- বাইরের কাজে আগ্রহ থাকা (Field Work ইচ্ছা)
- ওষুধ এবং স্বাস্থ্য সংক্রান্ত বা মেডিকেল পরিষেবা এবং ফিল্ডে আগ্রহ।
অবশ্যই দেখবেন: Professional BSc: জেনারেল ও প্রফেশনাল (Full List) কোনটা ভালো? উচ্চশিক্ষা, রিসার্চ সমস্ত দিক
Course & Training: কোর্স, খরচ এবং কি কি চাকরি পাওয়া যায়?
যদিও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়ার জন্য সরাসরি কোন সরকারি পড়াশোনা বা কোর্স করার দরকার হয় না, যেকোনো বিষয় নিয়ে গ্রাজুয়েশন পড়া থাকলেই হবে। যেই কোম্পানি আপনাকে চাকরি দিচ্ছে তারাই দুই থেকে তিন মাসের একটি ট্রেনিং আপনাকে করিয়ে নেবে।
বিষয় | তথ্য |
---|---|
কোর্স / ট্রেনিং | বিনা ট্রেনিংয়ে কোম্পানি সরাসরি নিয়োগ করে, তবে কিছু প্রাইভেট ইনস্টিটিউটে MR ট্রেনিং কোর্স করানো হয় (খরচ ₹10,000 – ₹30,000) |
সময়কাল | ১-৩ মাসের কোর্স হতে পারে |
আবশ্যিক স্কিল | যোগাযোগ দক্ষতা (Communication), প্রোডাক্ট নলেজ (Product Knowledge), টাইম ম্যানেজমেন্ট, প্রেজেন্টেশন স্কিল |
চাকরির ধরন | ফুল-টাইম (Field Based) |
How to Join: কিভাবে MR চাকরিতে জয়েন করতে পারেন?
আপনাকে বিভিন্ন ফার্মাসি কোম্পানিগুলির ওয়েবসাইট রেগুলার ভিজিট করতে হবে যে আপনার এরিয়া বা আপনার সাব ডিভিশনে কোন রিক্রুটমেন্ট বের হয়েছে কিনা, তার পাশাপাশি আপনারা লোকাল একটু বড় ফার্মাসি বা মেডিকেল স্টোরে গিয়ে কথা বলতে পারেন। তাদের কাছে সমস্ত ডিটেলস এবং তথ্য থাকে।
চাকরি কোথায় পাওয়া যায়? ফার্মাসিউটিক্যাল কোম্পানি (Pharma Companies) যেমন Sun Pharma, Cipla, Mankind, Glaxo, Abbott, Lupin ইত্যাদি।
তার পাশাপাশি TATA 1mg, NetMeds, TrueMeds, Apollo এই ধরনের যে বড় অনলাইন ফার্মেসি চেনগুলি রয়েছে সেখানেও কিন্তু কাজের প্রচুর সুযোগ রয়েছে।
অবশ্যই দেখবেন: Career in Pharmacy: ফার্মাসি নিয়ে পড়তে চাও? BPharm, DPharm যোগ্যতা, ভর্তি পরীক্ষা সম্পূর্ণ দেখে নাও
কেরিয়ার অপরচুনিটি (Career Opportunities)
এই পেশায় প্রবেশ করার পর ক্রমশ উন্নতির সুযোগ রয়েছে। ভালো পারফর্ম করলে আপনি নিচের ধাপে ধাপে যেতে পারবেন:
- MR → সিনিয়র MR → অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার → এরিয়া ম্যানেজার (Area Manager) → রিজিওনাল ম্যানেজার (Regional Manager)
- ভালো কোম্পানিতে বিদেশে (Abroad) কাজ করার সুযোগও পাওয়া যায়
- অভিজ্ঞতা থাকলে ফার্মা মার্কেটিং (Pharma Marketing), মেডিকেল কনসাল্টেন্সি বা ট্রেনিং ম্যানেজমেন্টেও যাওয়া যায়। হায়ার এডুকেশন MBA থাকলে আরো সুবিধা বেশি।
স্যালারি ও অন্যান্য সুযোগ-সুবিধা
সাধারণত অভিজ্ঞতা এবং কমিউনিকেশন স্কিল এর উপর নির্ভর করে বিভিন্ন কোম্পানির তরফে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর মাহিনা নির্ধারিত হয়। বার্ষিক আয় সাধারণত ২ লাখ থেকে দশ লাখ পর্যন্ত হয়ে থাকে।
প্রাথমিক পর্যায়ে স্যালারি:
- নতুনদের জন্য মাসিক বেতন ₹15,000 – ₹25,000 পর্যন্ত
- লক্ষ্য (Target) পূরণ করলে ইনসেনটিভ (Incentive) + বোনাস পাওয়া যায়।
অন্যান্য সুবিধা:
- ট্রাভেল অ্যালাউন্স (TA), ডিএ (DA), মোবাইল বিল রিম্বার্সমেন্ট
- অনেক কোম্পানিতে PF, মেডিকেল ইন্স্যুরেন্স
- অভিজ্ঞতার ভিত্তিতে ২-৩ বছরের মধ্যেই ₹40,000 বা তার বেশি আয় করা সম্ভব।
Future & Growth: এই পেশার সম্ভাব্য ভবিষ্যৎ কি রকম?
বর্তমানে আমাদের নিত্যনৈমিতিক জীবনে ওষুধ একান্ত গুরুত্বপূর্ণ একটি দ্রব্য। বর্তমানে ভিন্ন দেশি বিদেশি ঔষধের কোম্পানি ভারতে ব্যবসা করে চলেছে এবং ক্রমশই তাদের মার্কেট প্রসারিত করছে এবং তার জন্য প্রয়োজন যথাযথ প্রচার।
আর এই ওষুধ সহ বিভিন্ন মেডিকেল দ্রব্য প্রচারের দায়িত্বেই রয়েছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তাই বর্তমানে দেশে-বিদেশে এই পেশার বেশ চাহিদা রয়েছে পাশাপাশি উজ্জ্বল ভবিষ্যতেরও সম্ভাবনা রয়েছে।
দেখে নাও: Career After HS Science: উচ্চমাধ্যমিক সায়েন্স পড়ার পর কি কি অপশন আছে? সমস্ত লাইন
মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (MR) পেশা আজকের দিনে ছাত্রছাত্রীদের জন্য এক আকর্ষণীয় ও দ্রুত বৃদ্ধি পাওয়া কেরিয়ার অপশন। যেখানে কম খরচে ও সীমিত সময়ে একটি স্থায়ী ও সম্মানজনক পেশায় প্রবেশ করা যায়।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »