আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৬-কে কেন্দ্র করে প্রত্যেক বছরের মতো সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিচালনার স্বার্থে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। কোন কোন স্কুলে ছুটি থাকবে? অন্যান্য কি নিয়মকানুন থাকছে বিস্তারিত সমস্ত কিছু আজকের প্রতিবেদনে।
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ছুটি থাকবে স্কুল: শিক্ষা দপ্তরের নির্দেশ
প্রথমেই যেই সব মাধ্যমিক স্কুলে পরীক্ষা সেন্টার হচ্ছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সম্পূর্ণ ১০ দিন পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর পঠন পাঠন বন্ধ থাকবে, ২রা ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত।
তার পাশাপাশি যেসব প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার কেন্দ্রের সঙ্গে একই চত্বরে অবস্থিত, সেগুলো নির্দিষ্ট পরীক্ষার দিনগুলিতে বন্ধ থাকবে। বন্ধ থাকার কারণে পঠন-পাঠনের ক্ষতি পূরণ করতে পরবর্তী সময়ে অতিরিক্ত ক্লাস নিতে হবে।
| মাধ্যমিক পরীক্ষা শুরু | ২রা ফেব্রুয়ারি ২০২৬ |
| উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু | ১২ই ফেব্রুয়ারি |
ক্লিক করে দেখুন: WBBSE Academic Calendar 2026 Guidelines: বোর্ডের স্কুলের নিয়ম কানুন গাইডলাইন
★★ উত্তর সহ মাধ্যমিক Success সাজেশন (লাস্ট মিনিট PDF) ➦ সংগ্রহ করুন ⇓
কোন কোন স্কুলে ছুটি থাকবে না?
যেসব স্কুলগুলিতে মাধ্যমিক পরীক্ষা সেন্টার হচ্ছে না, বা যেসব প্রাথমিক বিদ্যালয় গুলি হাইস্কুলের পরীক্ষা সেন্টারে আশেপাশে অবস্থিত নয় সেখানের পঠন পাঠন সাধারণভাবে চলবে, কোন রকম প্রভাব পড়বে না। কোন স্কুলে ছুটি থাকবে স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেবে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা সুপারভাইজার।
অবশ্যই দেখবেন: School Exam 2026: নতুন বছরে স্কুলে পরীক্ষা ও দশম শ্রেণির টেস্ট তারিখ
তাই এক্ষেত্রে অবশ্যই স্কুলের নোটিশ ফলো করতে হবে এবং সেই অনুযায়ী ক্লাস হবে বা ছুটি থাকবে সেই সমস্ত তথ্য ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের জেনে নিতে হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -



