মাধ্যমিক 2026 পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে টেস্ট পেপার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর লক্ষাধিক ছাত্র–ছাত্রী Edutips–এর মাধ্যমে বিনামূল্যে সেরা প্রশ্নপত্র পেয়ে থাকে। এ বছরও শিক্ষক-শিক্ষিকা মহাশয়দের সহায়তায় বিভিন্ন নামী স্কুলের প্রশ্ন আমাদের কাছে পাঠানো হয়েছে এবং সেখান থেকে আমরা ৭টি বিষয়ের সেরা প্রশ্নসংকলন বেছে নিয়ে একটি ডিজিটাল ই-বুক আকারে প্রকাশ করছি।
Madhyamik Test Paper 2026: বিনামূল্যে ৭ বিষয়ের সেরা টেস্ট পেপার
এগুলোর বিশেষ আকর্ষণ—
✔ বাংলা থেকে গণিত, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোলসহ ৭টি মূল বিষয়ের সম্পূর্ণ Test Paper সংকলন
✔ ইংরেজি বিষয়ের বিশেষ টেস্ট পেপারও যুক্ত হয়েছে (প্রশ্ন পরীক্ষা দেওয়ার সুযোগ)
✔ সবগুলো বিনামূল্যে PDF আকারে ছাত্রছাত্রীরা পাবে
✔ যে কেউ শেয়ার করতে পারবে — কোনও রেস্ট্রিকশন নেই।
মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে টেস্ট পেপার একটি অত্যন্ত কার্যকরী রিসোর্স, কারণ—
- পরীক্ষার ধরণ ও মার্কিং সিস্টেম বুঝতে সাহায্য করে
- সময় মেনে মক-টেস্ট প্র্যাকটিস করলে আসল পরীক্ষায় আত্মবিশ্বাস বাড়ে।
Madhyamik Test Paper 2026 PDF কিভাবে ডাউনলোড করবেন?
১) ডাউনলোড পদ্ধতি খুবই সহজ — নিচের টেবিলে প্রতিটি বিষয়ের পাশে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। যে বিষয়টি চান, সেটির পাশে “Download”–এ ক্লিক করুন।
২) যদি সরাসরি ডাউনলোড না হয়, তাহলে:
- PDF ওপেন হলে উপরের ডান পাশে ৩ ডট (More Options)-এ ক্লিক করুন
- সেখানে Download বোতাম পাবেন—ওখান থেকে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে।
৩) ডাউনলোড করতে সমস্যা হলে — ব্যবহার করুন EduTips App → Library Section-এ সব Test Paper আপলোড করা রয়েছে।
Madhyamik Test Paper 2026 (All Subjects)
বাংলা (Bengali) টেস্ট পেপার পিডিএফ
| বাংলা (Bengali) – 16 MB | ↓ Download |
English (ইংরেজি) টেস্ট পেপার পিডিএফ
| English (ইংরেজি) – 6 MB | ↓ Download |
অংক (Mathematics) টেস্ট পেপার পিডিএফ
| অংক (Mathematics) – 16 MB | ↓ Download |
ইতিহাস (History) টেস্ট পেপার পিডিএফ
| ইতিহাস (History) – 15 MB | Download |
ভূগোল (Geography) টেস্ট পেপার পিডিএফ
| ভূগোল (Geography) – 14 MB | ↓ Download |
ভৌত বিজ্ঞান (Physical Science) টেস্ট পেপার পিডিএফ
| ভৌত বিজ্ঞান (Physical Science) – 12 MB | ↓ Download |
জীবন বিজ্ঞান (Life Science) টেস্ট পেপার পিডিএফ
| জীবন বিজ্ঞান (Life Science) – 17 MB | ↓ Download |
মাধ্যমিক ২০২৬ প্রস্তুতির জন্য অবশ্যই স্পেশাল whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group (Click)
রুটিন ডাউনলোড: WBBSE Madhyamik Routine 2026 (Official): মাধ্যমিক পরীক্ষার রুটিন 2026 PDF!
যে সকল ছাত্র-ছাত্রী তাদের স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র পাঠিয়ে আমাদের টেস্ট পেপার সংকলনে সহায়তা করেছে, তাদের সকলের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। তার পাশাপাশি আমাদের সঙ্গে যুক্ত সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়দের আন্তরিক ধন্যবাদ।
| শিক্ষার্থীর নাম | স্কুলের নাম |
|---|---|
| এম ডি হাবিবুর রহমান সাহাজী | Goraitala High School H. S. |
| পবিত্র গরাই | Maldanga R.M. Institution |
| দেব কুমার জানা | Chhotakhelna Surendra Smriti Vidyamandir |
| কৃষ্ণেন্দু রুদ্র | Sutra Mukteswar Vidyaniketan |
| সব্যসাচী রায় | Chauhatta High School |
| রোহিত সেন | CHAKDAH PURBACHAL VIDYAPITH H.S |
| প্রিয়ান্সু দাস, রচনা দাস | BHADRESWAR DHARMATALA GIRLS’ HIGH SCHOOL H.S |
| স্বপ্নীল ভুঁইয়া | Sishu Niketan High school H.S |
| দীপ প্রামাণিক | BASIRHAT TOWN HIGH SCHOOL |
| সৌরজ্য মুখার্জী | NAKRA ONDA HIGH SCHOOL |
| অনিক মণ্ডল | Ghasiara Vidyapith H.S |
| সুমন দে | বিঘাটী কিশোরী মোহন হাই স্কুল (ঊঃমাঃ) |
| অন্বেষা সামন্ত | Rahimpur Nabagram Highschool H. S |
| সুজন ব্যানার্জী | Helna Susunia Matrismriti High School |
| সোমনাথ কর্মকার | BONGAON HIGH SCHOOL B.H.S |
| তুষার গোস্বামী | Chakbad High school H.S |
| রুদ্র মণ্ডল (২) | Jaragachi Pranabananda High School |
| জয়ন্ত মণ্ডল | Rampara Manganpara High school H.S |
| পরমব্রহ্ম দে | Dwarhatta Rajeswari Institution |
| অঞ্জনা সাহু | মদনমোহন চক হাই স্কুল |
পরবর্তী সাজেশন, মডেল প্রশ্ন, গাইডলাইন ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নিয়মিত চোখ রাখুন আমাদের প্ল্যাটফর্মে। প্রত্যেক বছর যেভাবে লক্ষাধিক ছাত্রছাত্রী এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হয়েছে, এ বছরও যেন সেই সুবিধা সব ছাত্রছাত্রী পেতে পারে — এ জন্য আপনারা সবাই PDF গুলো শেয়ার করুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »




