Madhyamik Test Paper 2025: মাধ্যমিকের টেস্ট পেপার ২০২৫! আজই বিনামূল্যে সংগ্রহ করুন

Nitya Gorai

Updated on:

EduTips Free Madhyamik Test Paper 2025 WBBSE

ফাইনাল মাধ্যমিকের প্রস্তুতির জন্য Test Paper প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণেই আমরা নিয়ে এসেছি মাধ্যমিক টেস্ট পেপার ২০২৫! মাধ্যমিক পরীক্ষার আগে যদি এই টেস্ট পেপারগুলি সময় ধরে প্র্যাকটিস করা যায়, তবে পরীক্ষার দিন আর কোনো টেনশন থাকবে না। এই টেস্ট পেপারগুলিতে রয়েছে মাধ্যমিক বোর্ড পরীক্ষার আদলে প্রশ্ন সেট (বিভিন্ন হাইস্কুলের) যেখান থেকে সর্বাধিক প্রশ্ন কমন আসার সুযোগ রয়েছে।

EduTips Madhyamik Test Paper 2025 (স্কুল প্রশ্ন সংকলন)

মাধ্যমিকে যে ফাইনাল WBBSE পর্ষদের প্রশ্ন হয় তার লেভেল মডারেট হয়ে থাকে খুব বেশি হার্ড ও না আবার খুব বেশি সহজ না এবং বিশেষ ক্ষেত্রে নম্বর করা করা খুব সহজ। তাই সাধারণ মডারেট স্কুলগুলির প্রশ্নগুলি প্র্যাকটিস করলে অনেকটাই তোমরা অবগত হবে।

ঘড়ি ধরে তিন ঘণ্টার মধ্যে বাড়িতে বসে টেস্ট পেপারের প্রশ্নপত্র সমাধান করার অভ্যাস গড়ে তুলতে হবে। এটি পরীক্ষার সঠিক সময় ম্যানেজমেন্ট শিখতে সাহায্য করবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।

দারুন অফার: Madhyamik Model Question Answer PDF: ‘নমুনা মাধ্যমিক’ সাতটি বিষয় একত্রে, নমুনা প্রশ্ন উত্তর সহ!

মাধ্যমিক টেস্ট পেপার ২০২৫: Free ডাউনলোড করুন!

টেস্ট পেপার ২০২৫ আপনার মাধ্যমিক পরীক্ষার সেরা প্রস্তুতির সঙ্গী। এখনই আপনার টেস্ট পেপার সংগ্রহ করুন এবং মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে আরো শক্তিশালী করে তুলুন। নিজের ভবিষ্যৎ সাফল্যের জন্য প্র্যাকটিস শুরু করুন আজ থেকেই।

** ইংরেজি বিষয়ের সমস্ত প্রশ্ন আমরা সংগ্রহ করতে পারিনি, কারণ অধিকাংশ স্কুলে প্রশ্নতেই পরীক্ষা হয়েছে।
বিষয়PDF লিংক
বাংলা (প্রথম ভাষা) 2 MB↓ Download
গণিত 1.7 MB↓ Download
ভৌত বিজ্ঞান 1.4 MB↓ Download
জীবন বিজ্ঞান 1.7 MB↓ Download
ইতিহাস 2 MB↓ Download
ভূগোল 1.2 MB↓ Download
ইংরেজি (দ্বিতীয় ভাষা) 700 KB↓ Download

নোটস, সাজেশন এবং মাধ্যমিক 2026 এর প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট26whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Now ↗

এই টেস্ট পেপারটি বানাতে বিশেষভাবে আমাদের হেল্প করেছে আমাদের ছাত্র-ছাত্রীরা, তাদের স্কুলের প্রশ্নগুলি আমাদের সঙ্গে শেয়ার করার মাধ্যমে। তাই তাদের জন্য প্লিজ এটি শেয়ার করে দেবেন, যাতে আরো ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে যায়

Join Group

Telegram