Madhyamik Test Exam: মাধ্যমিক টেস্ট পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট! নোটিশ দিল পর্ষদ, দেখে নিন

Arpita Paul

Published on:

Madhyamik Test Exam Question Paper Update WBBSE

মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র, পরবর্তীকালের টেস্ট পেপার প্রকাশ এবং পর্ষদের প্রশ্ন পাঠানো নিয়ে নোটিশ জারি করা হয়েছে। সমস্ত কিছু বিস্তারিত তুলে ধরব আজকের প্রতিবেদনে।

Madhyamik Test Exam Question Paper Update: মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্ন নিয়ে পর্ষদের নোটিশ

মাধ্যমিক শিক্ষা পর্ষদের বক্তব্য, নির্বাচনী পরীক্ষা প্রত্যেকটি প্রশ্ন যেন মাধ্যমিক পর্ষদ কর্তৃক অনুমোদিত দশম শ্রেণীর নির্ধারিত পাঠ্যসূচির মধ্যে থেকে করা হয়। টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে এমন কোন প্রশ্ন রাখা যাবে না যা বিতর্কের কারণ সৃষ্টি করতে পারে কিংবা পশ্চিমবঙ্গ সরকারের ভাব ক্ষুন্ন করতে পারে।

সংশ্লিষ্ট স্কুলগুলিতে টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর প্রশ্নপত্র স্কুলের হেড অফ ইনস্টিটিউট অর্থাৎ প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের মধ্যশিক্ষা পর্ষদের ইমেল আইডি [email protected] মারফতে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র অরিজিনাল ডক কপি (Doc Word) এবং স্ক্যান কপি (Scan) করে পর্ষদে পাঠাতে হবে।

  1. প্রত্যেকটি স্কুল থেকে বিষয়ভিত্তিক শিক্ষক বা শিক্ষিকাদের টেস্টের প্রশ্নপত্র করতে হবে।
  2. প্রশ্নপত্রে কোনরকম বিতর্কিত প্রসঙ্গ থাকলে সে ক্ষেত্রে হেড অফ ইনস্টিটিউটকে দায়ী করা হবে।
  3. পরীক্ষা শেষ হওয়ার পরপরেই প্রশ্নপত্র পাঠিয়ে দিতে হবে।

এছাড়াও টেস্টের প্রশ্নপত্র করার জন্য সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ অনুমতি ছাড়া কোন বহিরাগত কোন সংস্থার সাহায্য নিতে পারবেন না।

মিস করো না: মাধ্যমিক সমস্ত বিষয়ের নোট ও সাজেশন

শিক্ষক মহলের বক্তব্য ও WBBSE অফিসিয়াল বিজ্ঞপ্তি

অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের কম্পোজিট গ্র্যান্ট না থাকায় আলাদাভাবে প্রশ্নপত্র করে পাবলিশ করতে অনেকটাই খরচ হয়ে যাবে। যাতে স্কুলগুলি খুব দ্রুত কম্পোজিট গ্র্যান্ট পেতে পারে সে বিষয়েও পর্ষদের লক্ষ্য রাখা উচিত। পাশাপাশি পর্ষদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক মহলের অধিকাংশ।

REGARDING SELECTION TEST FOR M.P.(S.E.), 2025No.: D.S(Aca)/348/T/84
Date: 13.11.2024
টেস্ট পরীক্ষার প্রশ্ন পাঠানো ও নিয়ম নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিDownload PDF

আরো অন্যান্য বিষয়ের নোটস, সাজেশন এবং মাধ্যমিক 2025 এর প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট25” গ্রুপ জয়েন করতে পারো: Join Now ↗

গুরুত্বপূর্ণ দেখুন: Madhyamik 2025 Form Fill Up: মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপ অনলাইনে! কবে শুরু? পর্ষদের নোটিশ

রাজ্যজুড়ে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র মূল্যায়ন করার ফলে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির দিক থেকে অনেকটাই এগিয়ে যাবে। উল্লেখ্য, যে সকল স্কুলগুলি ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদন পেয়েছে তারাই কেবল প্রশ্নপত্র পাঠাতে পারবে।

Join Group

Telegram