Madhyamik Result 2024: মাধ্যমিকের রেজাল্ট বড় আপডেট! খাতার নম্বর নিয়ে নতুন নির্দেশ? দেখে নিন

WBBSE Madhyamik Result 2024 Latest Update from WB Board Paper Recheck

WBBSE Madhyamik Pariksha Result 2024: সম্প্রতি মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা শেষ হয়েছে। আর কিছুদিনের মধ্যেই পরীক্ষার ফল ঘোষণার অপেক্ষা। সম্ভবত এপ্রিলে তৃতীয় সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। কিন্তু ফল প্রকাশের আগে এর একটি গুরুত্বপূর্ণ আপডেট জানালো মাধ্যমিক শিক্ষা পর্ষদ। ছাত্র ছাত্রীদের পরীক্ষার নম্বরের ওপর কি প্রভাব পড়তে চলেছে? নতুন নির্দেশ কি এসেছে সমস্ত কিছু জানুন আজকের প্রতিবেদনে!

   

WBBSE নির্দেশে মাধ্যমিকের খাতার নম্বর বাড়ানো হচ্ছে!

WBBSE Madhyamik Result 2024 Latest Update from WB Board Paper Recheck: চলতি বছর থেকেই মাধ্যমিকের উত্তর পত্রের নম্বর অনলাইন মাধ্যমে সাবমিশনের নির্দেশ জারি হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা ইতিমধ্যে অনলাইন নম্বর সাবমিশন এর প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছেন।

এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সচিব সুব্রত ঘোষ বলেন, পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা ও নির্ভুলতা উভয় বজায় থাকে সে কারণেই পর্ষদের এই সিদ্ধান্ত।

কোন ছাত্র-ছাত্রীদের নম্বর বাড়বে!

উল্লেখ্য, অনলাইনে নম্বর জমা করার দরুন পর্ষদের তরফ থেকে প্রত্যেক পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক নাম্বার স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে সাতটি বিষয় মধ্যে পাঁচটি বিষয়ে খুব ভালো নাম্বার পেয়েছে এবং দুটি বিষয়ের নাম্বারের যথেষ্ট হেরফের রয়েছে। আর সেই সকল পরীক্ষার্থীদের খাতা পুনরায় মূল্যায়নের জন্য পাঠাচ্ছে পর্ষদ। যাতে ছাত্রছাত্রীরা অসন্তুষ্টি না হয় পরবর্তীকালে আরটিআই না করে

যাদবপুর বিদ্যাপীঠের প্রধানশিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, ফলাফল ঘোষণার আগে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত যথেষ্ট প্রশংসা মূলক

বড় সুখবর: Madhyamik 2024 Gift: প্রত্যেক মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য উপহার ঘোষণা! কবে পাবে? অবশ্যই দেখে নাও

WBBSE Madhyamik Result News: পর্ষদের নয়া সিদ্ধান্ত

মূলত পরীক্ষার খাতায় বেশ কিছু ত্রুটি ধরা পড়ার দরুন পর্ষদের এই সিদ্ধান্ত। ১৬ই এপ্রিল সকাল ছয়টা থেকে ১৮ই এপ্রিল দুপুর দুটো অব্দি পনেরো মূল্যায়নের জারি থাকবে এবং পুনর্মূল্যায়নে দরুন যদি দেখা যায় কোন পরীক্ষার্থী তার প্রাপ্ত নাম্বারে থেকে কম নম্বর পেয়েছে বা তার উপযুক্ত নাম্বার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে সে ক্ষেত্রে পরীক্ষক সংশ্লিষ্ট পরীক্ষার থেকে তার উপযুক্ত নাম্বার দিতে বাধ্য। আর এই পুনর্ম মূল্যায়নের পুরো পদ্ধতিটাই অনলাইন মারফতে হবে এই বিষয়ে পাঁচ দফা নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ।

মিস করবেন না: Madhyamik Pass Scholarship 2024: মাধ্যমিক পরীক্ষার পরেই স্কলারশিপ টাকা? এইগুলো অবশ্যই দেখে রাখো!

কবে প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফলাফল?

চলতি বছরে লোকসভা ভোটের ধরুন এপ্রিল মাসের শেষের দিকেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। খুব সম্ভাব্য ২৫শে এপ্রিল ২০২৪ তারিখেই মাধ্যমিক প্রার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন। মাধ্যমিকের সমস্ত আপডেট সবার আগে শুধুমাত্র EduTips-বাংলাতে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram