Madhyamik PPR PPS Result 2025: মাধ্যমিক রিভিউ স্ক্রুটিনি রেজাল্ট! কোন লিংকে চেক করা যাবে? দেখে নিন

Arpita Paul

Published on:

Madhyamik PPR PPS Result 2025 Online Check WBBSE

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Pariksha) ফলাফল প্রকাশের পর বহু ছাত্রছাত্রী Post Publication Review (পুনর্মূল্যায়ন) ও Post Publication Scrutiny (পুনরীক্ষণ) – PPR/PPS এর আবেদন করেছিল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ WBBSE সেই প্রকাশ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আজ, ১৭ই জুন, ২০২৫ তারিখে প্রকাশ করেছে।

কবে প্রকাশিত হবে Madhyamik PPR PPS Result 2025? WBBSE নোটিশ

পর্ষদ জানিয়েছে, ১৮ই জুন, ২০২৫ তারিখ সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা তাদের PPR ও PPS রেজাল্ট দেখতে পারবে। রোল নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে অনলাইনে ফলাফল দেখা যাবে।

একই ভাবে ছাত্রছাত্রীরা যেরকম ভাবে মাধ্যমিকের রেজাল্ট চেক করেছিল একইভাবে এই সুবিধা পাবে। তবে এক্ষেত্রে যারা রিভিউ এর ফরম ফিলাপ করেনি বা খাতা পুনর্মূল্যায়ন রেজাল্ট পরিবর্তন করার জন্য আবেদন করেনি রেজাল্ট এখানে নাম দেখাবে না

মাধ্যমিক অনলাইনে রিভিউ স্কুটিনি নম্বর চেক? সম্পূর্ণ পদ্ধতি

  1. প্রথমে পর্ষদের রেজাল্ট ওয়েব সাইটে যেতে হবে https://result.wbbsedata.com (সরাসরি লিঙ্ক নিচে দেওয়া থাকবে)
  2. তারপর Roll Number এবং Date of Birth সঠিকভাবে পুট করতে হবে।
  3. “Submit” বোতাম চাপলেই আপনার PPR/PPS ফলাফল স্ক্রিনে দেখা যাবে।

সেই বিষয়ে তাদের নম্বর কতটা পরিবর্তন হয়েছে এবং তাদের Total কত নম্বর হল অর্থাৎ সর্বমোট নম্বরে কতটা পরিবর্তন হলো সেটাও তারা জানতে পারবে। চাইলে স্ক্রিনশট বা প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।

    প্রতিটি স্কুল School Login ব্যবহার করে ওই একই ওয়েবসাইট থেকে সমগ্র বিদ্যালয়ের সংক্ষিপ্ত রেজাল্ট (Consolidated PDF) ডাউনলোড করতে পারবে।

    মিস করবেন না: Vidyadhan Scholarship: বিদ্যাধন স্কলারশিপ মাধ্যমিক পাশে ১০ হাজার টাকা! অনলাইন আবেদন দেখে নিন

    নতুন রেজাল্ট ও মার্কশিট কবে দেওয়া হবে?

    যেসব ছাত্রছাত্রীর মার্কশিটে পরিবর্তন হয়েছে, শুধুমাত্র তাদের নতুন মার্কশিট ও সার্টিফিকেট সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস (Regional Office) থেকে বিদ্যালয় সংগ্রহ করে তাদের দেবে। তবে সংগ্রহ করতে গেলে অবশ্যই পুরনো মার্কশিট ও সার্টিফিকেট জমা দিতে হবে। ফলাফল প্রকাশের ৭ কর্মদিবসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

    অফিসিয়াল নোটিশ ও রেজাল্ট চেক লিংক

    বিষয়লিংক বা উৎস
    অনলাইনে PPR/PPS রেজাল্ট প্রকাশের তারিখ১৮ই জুন, ২০২৫ (সকাল ৯টা থেকে)
    অফিসিয়াল নোটিশ (WBBSE Notification)
    No: DS(C)/073/25
    Date : 17.06.2025
    ↓ View PDF
    রেজাল্ট চেক করার লিংক (সময়ে এক্টিভ হবে)https://result.wbbsedata.com
    মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটhttps://wbbse.wb.gov.in

    আরো দেখবে: মাধ্যমিক পাশের পর সমস্ত সরকারি এবং বেসরকারি স্কলারশিপ

    যে সকল মাধ্যমিক পরীক্ষার্থী PPR বা PPS-এর জন্য আবেদন করেছিল, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। ফলাফলে যাদের পরিবর্তন হয়েছে, তাদের সংশ্লিষ্ট স্কুল ও আঞ্চলিক অফিস থেকে দ্রুত মার্কশিট সংগ্রহ করতে হবে। এই তথ্য অন্য সহপাঠীদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই সঠিক তথ্য জানতে পারে।

    Join Group

    Telegram