Madhyamik 2024 PPR PPS Result Published: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক ২০২৪ পরীক্ষার রিভিউ এবং স্ক্রুটিনির ফলাফল প্রকাশ করা হলো। এর আগে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ছাত্রছাত্রীদের জন্য নোটিশ দিয়ে এই বিষয়ে জানানো হয়েছিল।
মাধ্যমিক রিভিউ নাম্বার চেক অনলাইনে: Madhyamik PPR PPS Result 2024
ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে নিচে সরাসরি নিজেদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ এর ফরমেট দিয়ে গেট রেজাল্ট এ ক্লিক করলেই তাদের সামনে নতুন পিপিআর পিপিএস এর রেজাল্ট চলে আসবে।
একই ভাবে ছাত্রছাত্রীরা যেরকম ভাবে মাধ্যমিকের রেজাল্ট চেক করেছিল একইভাবে এই সুবিধা পাবে। তবে এক্ষেত্রে যারা রিভিউ এর ফরম ফিলাপ করেনি বা খাতা পুনর্মূল্যায়ন রেজাল্ট পরিবর্তন করার জন্য আবেদন করেনি রেজাল্ট এখানে নাম দেখাবে না।
Madhyamik PPS / PPR Result 2024
- Roll No ঘরে রোল এবং নম্বর একই সাথে কোন রকম space বা ফাঁকা না দিয়ে এনটার করুন।
- ডেট of Birth এর ঘরে তারিখ মাস এবং জন্ম সালের শেষ দুটি সংখ্যা একই সঙ্গে 301007 ভাবে পুট করুন (30/10/2007 যদি হয়ে থাকে)।
দেখে নাও: Madhyamik Pass Scholarship 2024 Check: প্রাপ্ত নম্বর থেকে কোন স্কলারশিপ পাবে? অনলাইনে চেক
কাদের কাদের রেজাল্ট দেখা যাবে?
শুধুমাত্র যেসব ছাত্রছাত্রীরা আবেদন করেছিল স্কুলের মাধ্যমে তাদের রোল নম্বর এবং জন্মতারিখ দিলেই যে বিষয়ে তারা রিভিউ করেছিল সেটা সামনে চলে আসবে এবং সেই বিষয়ে তাদের নম্বর কতটা পরিবর্তন হয়েছে এবং তাদের Total কত নম্বর হল অর্থাৎ সর্বমোট নম্বরে কতটা পরিবর্তন হলো সেটাও তারা জানতে পারবে।
অবশ্যই দেখবে: After Madhyamik 2024: মাধ্যমিকের পর স্কলারশিপ, কেরিয়ার? বিনামূল্যে গাইড
পরিবর্তিত মার্কশিট বা গ্রেডগার্ড ছাত্রছাত্রীরা স্কুল থেকে ২রা জুলাই এরপরে পাবে এবং সেই বিষয়ে স্কুলের সঙ্গে তাদের যোগাযোগ করে নিতে হবে।
আরও আপডেট »