Madhyamik Parshad Test Paper 2026: মাধ্যমিক ২০২৬ পর্ষদ টেস্ট পেপার PDF ডাউনলোড সমস্ত বিষয়

Nitya Gorai

Published on:

WBBSE Madhyamik Parshad Test Paper 2026 PDF

অবশেষে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের জন্য সরকারি টেস্ট পেপার প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ! প্রত্যেক বছরের মতো এ বছরও বিনামূল্যে ছাত্রছাত্রী এটি পাবে। কিন্তু অনেক স্কুলে এটি দিতে দেরি হতে পারে বা গিয়ে পৌঁছাতে সময় লাগতে পারে – সেজন্যই আমাদের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে সকলের জন্য এই টেস্ট পেপার এর ডিজিটাল কপি পিডিএফ হিসাবে আমরা আজকে শেয়ার করছি।

— Advertisement —

WBBSE Madhyamik Parshad Test Paper 2026: মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপার

মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থীকে ডিসেম্বর মাসের মধ্যেই এই টেস্ট পেপার পৌঁছে দেওয়া হবে স্কুলের মাধ্যমে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ক্যাম্প অফিস খুলে স্কুলকে এগুলি দেওয়া শুরু হয়ে গিয়েছে

তবে এই টেস্ট পেপার শেয়ার করার একান্তই ক্রেডিট আমাদেরই ছাত্রছাত্রীদের, বিশেষভাবে ধন্যবাদ এবং সকলকে পরীক্ষার জন্য শুভেচ্ছা। তাদের মূল্যবান সময় থেকে সময় বের করে তাদের অন্যান্য বন্ধু বান্ধবীদের জন্য পিডিএফ বানিয়ে আমাদেরকে শেয়ার করেছে, এডুটিপস সর্বদা ছাত্রছাত্রীদের পাশে এই উদ্যোগ নিয়ে।

SubjectContributor
(ছাত্র/ছাত্রীর নাম)
School Name
BengaliAkash GantaitBikrampur High School (H.S)
EnglishAkash Gantait, Subhadip DasDomohani Kelejora High School (H.S)
MathematicsSujoy BagNirbhoypur B.G. Nilkantha Sikshaniketan (H.S)
History & GeographyNisha MajiGutinagori Aloketirtha Vidyaniketan
Life ScienceShreya SamantaGutinagori Aloketirtha Vidyaniketan
Physical ScienceRaisa JehanKushabaria High School
একটি বিশেষ অনুরোধ: একসাথে অনেক ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মহাশয় ডাউনলোড করতে হলে সার্ভার একটু স্লো হতে পারে আপনারা সময় নিয়ে ডাউনলোড করবেন অপেক্ষা করবেন।

বাংলা (Bengali) WB Parshad

বাংলা (Bengali) – 4.21 MB↓ Download

ক্লিক করে দেখে নিন: Madhyamik Rachana: মাধ্যমিক প্রবন্ধ রচনা সাজেশন 2026 (উত্তর সহ) 100% কমন পাবে!

English (ইংরেজি) WB Parshad

English (2nd Language) – 4.92 MB↓ Download
— Advertisement —

★★ মাধ্যমিক 2026 বোর্ড পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন বুকিং চলছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন: 9907260741 / 8062179966

অংক (Mathematics) WB Parshad

অংক (Mathematics) – 2.12 MB↓ Download

ইতিহাস (History) WB Parshad

ইতিহাস (History) – 3 MBDownload

ভূগোল (Geography) WB Parshad

ভূগোল (Geography) – 2.34 MB↓ Download
প্রস্তুতিগ্রুপ
মাধ্যমিক 2026 এর প্রস্তুতিটার্গেট” whatsapp গ্রুপ

ভৌত বিজ্ঞান (Physical Science) WB Parshad

ভৌত বিজ্ঞান (Physical Science) – 2.88 MB↓ Download

জীবন বিজ্ঞান (Life Science) WB Parshad

জীবন বিজ্ঞান (Life Science) – 2.22 MB↓ Download

👇 উত্তরসহ মাধ্যমিকের 2026 নমুনা প্রশ্ন সাতটি বিষয়ের সেট! [মাত্র ২৫ টাকা]

Namuna Madhyamik WBBSE Model Question Answer PDF
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!
গুরুত্বপূর্ণ রিসোর্সলিংক
মাধ্যমিক পরীক্ষার রুটিন 2026 Download PDF →
মাধ্যমিক সমস্ত বিষয় (Madhyamik Suggestion) সাজেশনClick Here →

অবশ্যই ছাত্রছাত্রীদের সকলের মধ্যে শেয়ার করে দেবেন তার পাশাপাশি কয়েক দিনের মধ্যে স্কুলেও তারা পেয়ে যাবে। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট, নোটস, সাজেশন পেতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন।

Join Group

Telegram