বিগত কয়েক বছরের মতো 2025-26 শিক্ষাবর্ষে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যের টেস্ট পেপার (Test paper) বিতরণ করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্য 17 অক্টোবর এই বিষয়ক বিস্তারিত নোটিশ দিয়ে জানিয়েছে – স্কুল থেকে কবে দেওয়া হতে পারে? আর কি আপডেট হয়েছে বিস্তারিত আজকের পোস্ট।
WBBSE Madhyamik Test Paper 2026: মাধ্যমিকের সরকারি টেস্ট পেপার দেওয়ার ঘোষণা
অন্যান্য বছরগুলিতে WBBSE সরকারি টেস্ট পেপার দেওয়া হয়ে থাকে স্কুলের টেস্ট পরীক্ষার পরে, সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের হাতে অনেকটা কম সময় থাকে সেগুলি অনুশীলন এবং প্রস্তুতি নেওয়ার জন্য।কিন্তু এই বছর অনেক আগেই টেস্ট পেপার হাতে পৌঁছে যাবে ছাত্রছাত্রীদের কাছে।
এর জন্য নতুন উপায়ে ৪৯ টি ক্যাম্পের মাধ্যমে টেস্ট পেপার বিতরণ করা হবে। স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের তত্ত্বাবধানে সেই ক্যাম্প গুলি থেকে সরাসরি ছাত্র-ছাত্রীদের জন্য টেস্ট পেপার সংগ্রহ করতে পারবে স্কুল গুলি, এর ফলে দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে ছাত্রছাত্রীদের হাতে।
আগের নিয়মে পর্ষদের রিজিওনাল অফিস থেকে টেস্ট পেপার দেওয়া হতো। সে ক্ষেত্রে বিতরণ এবং সেগুলিকে স্কুলে আনতেও বাড়তি গাড়ি ভাড়া বা অন্যান্য খরচ এবং সময় অপচয় হতো। পর্ষদের উদ্যোগে এই বছর জেলায় জেলায় ক্যাম্পের মাধ্যমে এগুলি বিতরণ করা হবে, ফলে এক থেকে দু দিনের মধ্যে ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে যাবে টেস্ট পেপার।
পরীক্ষার রুটিন: WBBSE Madhyamik Routine 2026 (Official): মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ রুটিন
কবে নাগাদ ছাত্র-ছাত্রীদের হাতে টেস্ট পেপার এসে পৌঁছাবে?
বিশেষ কিছু জেলাতে টেস্ট পেপার পেতে দেরি হতে পারে, ঠিক কবে টেস্ট পেপার পাওয়া যাবে সেই তারিখ এখনো জানায়নি পর্ষদ। শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের টেস্ট পেপার বিতরণের অফিসিয়াল বিজ্ঞপ্তি জানিয়েছে। তবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ এই টেস্ট পেপার সমস্ত ছাত্র ছাত্রীদের হাতে পৌঁছে যাবে।
বিষয় | বিবরণ |
---|---|
WBBSE পর্ষদের টেস্ট পেপার নোটিশ নির্দেশিকা নম্বর: No: DS(C)/127/25 তারিখ: 17.10.2025 | Download Notice PDF → |
টেস্ট পেপার হাতে পাওয়ার আনুমানিক সময় | নভেম্বর, 2025 |
মাধ্যমিক 2026 এর প্রস্তুতি “টার্গেট” whatsapp গ্রুপ |
বিগত বছরের টেস্ট পেপার পিডিএফ: WBBSE Madhyamik Parshad Test Paper 2025: মাধ্যমিক
টেস্ট পেপার প্রকাশ হলে আমরা অবশ্যই পিডিএফ কপি প্রত্যেক বছরের মতো এবং সেরা টেস্ট পেপার সলিউশন শেয়ার করব যাতে ছাত্রছাত্রীরা প্রস্তুতি ভালোভাবে নিতে পারে। আমাদের সাথে যুক্ত থাকো আর অন্যান্য মাধ্যমিক ছাত্রছাত্রীদের সঙ্গে এই সুখবরটা শেয়ার করে নাও।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »