মাধ্যমিক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং চিত্র অঙ্কন এই পরীক্ষায় ৫ নম্বরের জন্য প্রত্যেকবারই আসে। এই চিত্রগুলি ভালভাবে প্রস্তুত করা হলে পরীক্ষায় সহজেই ভালো নম্বর অর্জন সম্ভব। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য দেখে নিই কোন চিত্রগুলি বেশি গুরুত্বপূর্ণ এবং আসার সুযোগ রয়েছে –
মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষার (WBBSE Life Science) জন্য চিত্র অঙ্কন
সবার প্রথমেই বিশেষভাবে বলা চিত্র অঙ্কন করার ক্ষেত্রে পরিষ্কার পেন্সিলে করে আঁকতে হবে। যতটা সম্ভব কম মুছবে এবং আগে থেকেই ভালো করে প্র্যাকটিস করে যাবে।
- যে পাতায় ছবি আঁকবে সে পাতায় আর অন্য কোন উত্তর করবে না।
- ছবির ডান পাশে Arrow বা তীরচিহ্ন দিয়ে শুধুমাত্র তিন থেকে চারটি যে পয়েন্ট প্রশ্নের নম্বর হিসাবে উল্লেখ করা থাকবে সেগুলি করবে, বাড়তি কোন কিছু করার দরকার নেই।
- ছবির নিচে পরিষ্কার করে চিত্রের নাম বক্স করে লিখতে হবে।
১. মানব চক্ষুর অন্তর্গঠন (অক্ষীগোলকের লম্বচ্ছেদ)
মানব চক্ষুর অন্তর্গঠনের চিত্রটি মাধ্যমিক পরীক্ষায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিত্র। পরীক্ষায় এটি অঙ্কন করতে বলা হলে বিভিন্ন অংশ চিহ্নিত করার জন্য নির্দেশ থাকতে পারে। প্রস্তুতির সময় এই অংশগুলির মধ্যে যে অংশগুলি বিশেষভাবে পরীক্ষায় আসতে পারে –
- কর্নিয়া (Cornea)
- আইরিস (Iris)
- লেন্স (Lens)
- রেটিনা (Retina)
- পীতবিন্দু
- অন্ধবিন্দু
- অ্যাকুয়াস হিউমর
- ভিট্রিয়াস হিউমর।
২. সরল প্রতিবর্ত চাপের চিত্র
প্রতিবর্ত প্রতিক্রিয়ার উপর মাধ্যমিক জীববিজ্ঞানের পরীক্ষায় এটিও একাধিক অংশ চিহ্নিত করতে বলা হতে পারে, তাই চিত্রটি ভালভাবে বুঝে চিহ্নিত করতে প্র্যাকটিস করা গুরুত্বপূর্ণ।
প্রধান অংশগুলি:
- সংজ্ঞাবহ নিউরোন
- আজ্ঞাবহ নিউরোন
- শ্বেত বস্তু (White)
- ধূসর পদার্থ (Grey)
- কারক
- সহযোগী নিউরোন।
অতিরিক্ত চিত্র: মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ/এনাফেজ দশা
প্রধান চিত্রগুলির পাশাপাশি আরো দুটি চিত্র থেকে তোমরা অবশ্যই বাড়তি করে যেতে পারো। কোষ বিভাজনের চিত্রটি অঙ্কন করতে বলা হলে, কোষ বিভাজনের বিভিন্ন পর্যায় এবং অংশগুলোকে যথাযথভাবে চিহ্নিত করতে হবে।
মাধ্যমিক জীবনবিজ্ঞান চিত্র সাজেশন নোটস (Madhyamik Life Science Diagram Notes)

মাধ্যমিক জীবনবিজ্ঞান চিত্র | PDF ডাউনলোড |
---|---|
WBBSE Madhyamik Life Science Diagram (5 Marks) Size: 211 KB | 2 Diagram | Full HD Notes | Download ↓ |
আরো অন্যান্য বিষয়ের নোটস, সাজেশন এবং মাধ্যমিক 2025 এর প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট25” গ্রুপ জয়েন করতে পারো: Join Now ↗
মাধ্যমিক জীববিজ্ঞানের অঙ্কনের জন্য উপরোক্ত চিত্র বিশেষভাবে বারবার প্র্যাকটিস করবে। পরীক্ষায় মূলত মানব চক্ষুর অন্তর্গঠন বা সরল প্রতিবর্ত চাপের চিত্র থেকে যেকোনো একটি আসতে পারে। চিত্রগুলি ভালোভাবে প্রস্তুত করলে পরীক্ষায় এটি গুরুত্বপূর্ণ ৫ নম্বর এনে দেবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »