২০২৬ সালের “মাধ্যমিক ভূগোল সাজেশন“পরীক্ষায় আসার প্রবণতা প্রবল সেই সকল প্রশ্নের নিখুঁত সাজেশন মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য প্রস্তুত করা হয়েছে, এই সাজেশন গুলি পড়লে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় ভূগোল বিষয়ে সাফল্য পাবে।
Madhyamik Geography Suggestion 2026 (Last Minute Question)
| Madhyamik Geography Suggestion | |
|---|---|
| বিষয় | ভূগোল |
| পরীক্ষার তারিখ | ৭ই ফেব্রুয়ারি, শনিবার |
মাধ্যমিক ভূগোল প্রশ্ন কাঠামো (Madhyamik Geography Question Pattern)
| অধ্যায় | MCQ(A) | Very Short (B) | SAQ (C) | Descriptive (D) | Essay Type (E) | Total Marks |
|---|---|---|---|---|---|---|
| প্রাকৃতিক ভূগোল (অধ্যায়ঃ- ১-৩) | 1×6=6 | 1×9=9 | 2×2=4 | 3×1=3 | 5×2=10 | 32 |
| পরিবেশ ভূগোল (অধ্যায়ঃ-৪) | 1×1=1 | 1×2=2 | 2×1=2 | 3×1=3 | – | 8 |
| আঞ্চলিক ভূগোল (অধ্যায়ঃ-৫) | 1×6=6 | 1×9=9 | 2×2=4 | 3×1=3 | 5×2=10 | 32 |
| উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র (অধ্যায়ঃ-৬) | 1×1=2 | 1×2=2 | 2×1=2 | 3×1=3 | 8 | |
| মানচিত্র (ভারত) | – | – | – | – | 1×10=10 [MAP] | 10 |
| মোট নাম্বার | 14 | 22 | 12 | 12 | 20 | 90 |
Madhyamik Geography Suggestion 2026 : মাধ্যমিক ভূগোল ফাইনাল সাজেশন ২০২৬ অধ্যায়ভিত্তিক
প্রথম অধ্যায়: বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ
বিভাগ: ২ নম্বর (সংক্ষিপ্ত উত্তরধর্মী)
- পর্যায়ন কী?
- বেস লেভেল অফ ইরোসন (Base Level of Erosion) কী?
- মাস মুভমেন্ট বা পুঞ্জিত ক্ষয় কী? ★
- ধারণ অববাহিকা ও জলবিভাজিকা কী?
- প্রপাতকূপ ও মন্থকূপ
- পলল শঙ্কু ও পাখির পায়ের মতো বদ্বীপ ★
- ক্যানিয়ন, বার্গশ্রুন্ড ও ক্রেভাস
- পাদদেশীয় হিমবাহ (খুব গুরুত্বপূর্ণ)
- ঝুলন্ত উপত্যকা, ফিয়র্ড
- হিমরেখা ও গ্রাবরেখা
- নুনাটকস ও হিমশৈল কী?
- ইনসেলবার্জ ★, ইয়ারদাং, জিউগেন
- বারখান, ওয়াদি, প্লায়া, পেডিমেন্ট ও বাজাদা।
বিভাগ: ৩ নম্বর (সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক)
- অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো। ★
- রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য।
- ইয়ারদাং ও জিউগেন-এর পার্থক্য।
- অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ির পার্থক্য (সিফ ও বারখান)। ★
- নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে / বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ।
- সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ৩টি প্রভাব।
- নদীর পার্বত্য প্রবাহে ‘I’ ও ‘V’ আকৃতির উপত্যকা কেন গঠিত হয়?
- পলল শঙ্কু ও পলল ব্যজনীর মধ্যে পার্থক্য লেখো।
বিভাগ: ৫ নম্বর (দীর্ঘ উত্তরধর্মী)
- নদী অথবা বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ৩টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। ★ (মোস্ট ইম্পর্টেন্ট)
- শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও। ★
- হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ।
- নদীর নিম্নগতি ও উচ্চগতিতে কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ।
দ্বিতীয় অধ্যায়: বায়ুমন্ডল
বিভাগ: ২ নম্বর (সংক্ষিপ্ত উত্তরধর্মী)
- অ্যারোসল কী? ★
- বৈপরীত্য উত্তাপ কী? ★
- কার্যকরী সৌর বিকিরণ (Insolation) বা ইনসোলেশন কী? ★
- অ্যালবেডো কী?
- ITCZ বা ডোলড্রাম বা নিরক্ষীয় শান্তবলয়।
- গর্জনশীল চল্লিশা ★, চিনুক।
- জেট বায়ু কী? ★
- বৃষ্টির ছায়া অঞ্চল।
- আপেক্ষিক আদ্রতা।
- কোরিওলিস বল ও ফেরেল সূত্র।
- সমচাপ রেখা কাকে বলে?
- মৌসুমি বিস্ফোরণ ও মোনেক্স কী?
বিভাগ: ৩ নম্বর (সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক)
- ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের পার্থক্য।
- ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য। ★
- সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য।
- ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায় কেন?
- জেট বায়ুর সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক।
- ওজন গ্যাসের গুরুত্ব বা ওজন স্তর বিনাশের কারণ।
- এল নিনো ও লা নিনার প্রভাব। ★
বিভাগ: ৫ নম্বর (দীর্ঘ উত্তরধর্মী)
- বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের কারণ (পাঁচটি কারণ)। ★ (খুব গুরুত্বপূর্ণ)
- শৈলক্ষেপ বৃষ্টিপাত ও পরিচলন বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় (চিত্রসহ)। ★
- ভূমধ্যসাগরীয় বা ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য ও অবস্থান। ★
- বিশ্বব্যাপী বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক। ★
- বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো।
★★ উত্তর সহ মাধ্যমিক Success সাজেশন সমস্ত বিষয় (লাস্ট মিনিট PDF) ➦ সংগ্রহ করুন ⇓
তৃতীয় অধ্যায়: বারিমন্ডল
বিভাগ: ২ নম্বর (সংক্ষিপ্ত উত্তরধর্মী)
- শৈবাল সাগর কাকে বলে? ★
- মগ্নচড়া কী?
- হিমপ্রাচীর কী? ★
- বান ডাকা ও সারাঁষারির বান।
- সিজিগি, অ্যাপোজি ও পেরিজি জোয়ার। ★
বিভাগ: ৩ নম্বর (সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক)
- ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য।
- নিউফাউন্ডল্যান্ড উপকূলে মৎস্যক্ষেত্র গড়ে ওঠার কারণ।
- মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ২৪ ঘণ্টা ৫২ মিনিট হয় কেন?
বিভাগ: ৫ নম্বর (দীর্ঘ উত্তরধর্মী)
- সমুদ্রস্রোত সৃষ্টির কারণ এবং এর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। ★ (ভেরি ভেরি ইম্পর্টেন্ট)
- পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব (মৌসুমি জলবায়ুর ওপর প্রভাব সহ)। ★
- জোয়ার ভাটার ফলাফল বা সুফল ও কুফল।
চতুর্থ অধ্যায়: বর্জ্য ব্যবস্থাপনা
বিভাগ: ২ নম্বর (সংক্ষিপ্ত উত্তরধর্মী)
- বর্জ্য ব্যবস্থাপনা কী?
- তরল ও কঠিন বর্জ্য।
- ই-বর্জ্য (E-waste) কী?
- ইউট্রোফিকেশন।
- স্ক্রাবার কী? ★
- থ্রি-আর (3R) বা ফোর-আর (4R) পদ্ধতি কী? ★
- ভরাটকরণ (Landfill) কী?
- ভার্মি কম্পোস্টিং।
- গঙ্গা অ্যাকশন প্ল্যান বা নমামি গঙ্গে কী? ★
- BOD ও COD কী?
- ফ্লাই অ্যাশ কী?
বিভাগ: ৩ নম্বর (সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক)
- বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বা পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব। ★
- জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য।
- বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা। ★ (খুব গুরুত্বপূর্ণ)
- ভাগীরথী-হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব।
- গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়।
পঞ্চম অধ্যায়: ভারত (প্রাকৃতিক ও অর্থনৈতিক)
বিভাগ: ২ নম্বর (সংক্ষিপ্ত উত্তরধর্মী)
- মালনাদ ও ময়দান, দুন, কারেওয়া, তাল।
- বহুমুখী নদী পরিকল্পনা। ★
- জলবিভাজিকা ও বৃষ্টির জল সংরক্ষণ (Rainwater Harvesting)। ★
- কালবৈশাখী, আঁধি, লু, পশ্চিমী ঝঞ্ঝা।
- রেগুর ★, ল্যাটেরাইট মৃত্তিকা ও খাদার-ভাঙর।
- সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজন। ★
- ম্যানগ্রোভ অরণ্য বা জেরোফাইট উদ্ভিদ।
- খারিফ ও রবি শস্য, মিলেট, বাগিচা ফসল, জাইদ শস্য। ★
- রেটুন কী? (ইক্ষু চাষের সাথে যুক্ত)।
- আউটসোর্সিং, শিকড় আলগা শিল্প।
- সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ। ★
- উদীয়মান শিল্প (পেট্রোরসায়ন)।
বিভাগ: ৩ নম্বর (সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক)
- ভাঙর ও খাদারের পার্থক্য।
- পশ্চিমবাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ★
- করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন?
- মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল এবং সংরক্ষণের উপায়।
- পাঞ্জাব-হরিয়ানায় কৃষি বিপ্লবের (সবুজ বিপ্লব) সুফল। ★
- দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন?
- দক্ষিণ ভারত কফি চাষে উন্নত কেন?
- ভারতীয় কৃষির সমস্যা ও সমাধান।
- মোটরগাড়ি বা তথ্যপ্রযুক্তি শিল্পের সমস্যা ও সম্ভাবনা।
বিভাগ: ৫ নম্বর (প্রাকৃতিক)
- ভারতের পশ্চিম হিমালয়ের ভূ-প্রকৃতির বিবরণ (দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর)। ★
- ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের তুলনা। ★ (মোস্ট ইম্পর্টেন্ট)
- উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদনদীর তুলনা। ★
- ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। ★
বিভাগ: ৫ নম্বর (অর্থনৈতিক)
- ইক্ষু, চা, কার্পাস অথবা কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। ★ (খুব গুরুত্বপূর্ণ)
- পশ্চিম ভারতে কার্পাস বয়ন বা পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীয়ভবনের কারণ। ★
- পূর্ব ও মধ্য ভারতে লোহা-ইস্পাত শিল্পের কেন্দ্রীয়ভবনের কারণ। ★ (ভেরি ভেরি ইম্পর্টেন্ট)
- ভারতের অসম জনবন্টনের কারণ বা জনঘনত্বের তারতম্যের কারণ। ★
ষষ্ঠ অধ্যায়: উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র
বিভাগ: ২ নম্বর (সংক্ষিপ্ত উত্তরধর্মী)
- উপগ্রহ চিত্র ও দূর সংবেদন (Remote Sensing)-এর সংজ্ঞা।
- জিও স্টেশনারি ও সান-সিঙ্ক্রোনাস উপগ্রহ। ★
- ফলস কালার কম্পোজিট (FCC) কী?
- পিক্সেল ও সেন্সর (Active & Passive)। ★
- ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কী?
বিভাগ: ৩ নম্বর (সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক)
- উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের পার্থক্য। ★
- উপগ্রহ চিত্রের ৩টি ব্যবহার ও গুরুত্ব। ★ (খুব গুরুত্বপূর্ণ)
- দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধা। ★
★★ আমাদের প্রিমিয়াম সাজেশন সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর + ম্যাপ পয়েন্টিং করে দেওয়া রয়েছে অনেকটাই হেল্প করবে ↓মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং [Madhyamik Geography Map Pointing]
- পর্বত : শিবালিক পর্বত || নীলগিরি পর্বত || বিন্ধ্য পর্বত || আরাবল্লি পর্বত
- নদী : কৃষ্ণানদী || তাপ্তি নদী || মহানদী || কাবেরী নদী
- হ্রদ : লোকটাক হ্রদ || উলার হ্রদ (মিষ্টি জলের হ্রদ) || ভেম্বানদ (কয়াল) || চিল্কা (বৃহত্তম উপহ্রদ) || প্যাংগং || পুলিকট হ্রদ
- শুষ্কতম অঞ্চল: রাজস্থানের জয়সলমীর
- বৃষ্টিছায় অঞ্চল: পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল
- শীতকালীন মৌসুমি বৃষ্টিপাত: করমন্ডল উপকূল
- মরু মৃত্তিকা: থর মরুভূমি
- ল্যাটেরাইট মৃত্তিকা: পূর্ব ভারতের উচ্চভূমি অঞ্চল (ছোটনাগপুর)
- লোহিত মৃত্তিকা: দাক্ষিণাত্য মালভূমি
- লবণাক্ত মৃত্তিকা: পূর্ব ভারতের উপকূলীয় অঞ্চল
- কৃষ্ণ মৃত্তিকা: মধ্য ভারতের দেকান মালভূমি
- কৃষি: গম (উত্তর), মিলেট (পশ্চিম), ইক্ষু (উত্তর), কফি (দক্ষিণ), চা (উত্তর-পূর্ব)
- শিল্প: তথ্যপ্রযুক্তি (বেঙ্গালুরু), পেট্রোরসায়ন (গুজরাট, পশ্চিমবঙ্গ), ভারী ইঞ্জিনিয়ারিং (চিত্তরঞ্জন, বিশাখাপত্তনম), টেক্সটাইল (কোয়েম্বাটুর, আমেদাবাদ)
- বন্দর: মুম্বাই (হাইটেক), চেন্নাই, কলকাতা, বিশাখাপত্তনম, পারাদ্বীপ
- বিমানবন্দর: দিল্লি, চেন্নাই, মুম্বাই
- মালভূমি: মেঘালয়, ছোটনাগপুর, দাক্ষিণাত্য, লাদাখ।
সংগ্রহ করবেন: WBBSE Madhyamik MAP pdf: মাধ্যমিক পরীক্ষার ম্যাপ (মানচিত্র) অফিসিয়াল দেওয়া হল
| বিষয় | বিবরণ |
|---|---|
| মাধ্যমিক 2026 সমস্ত বিষয় ফ্রি সাজেশন “টার্গেট” whatsapp গ্রুপ [ ইতিমধ্যে জয়েন থাকলে আর জয়েন করবে না] | |
| সমস্ত বিষয় সাজেশন (পাশের লিংকে ক্লিক করুন) | মাধ্যমিক সাজেশন 2026 → |
পরীক্ষার প্রস্তুতিকে শেষ মুহূর্তে আরো ভালো করতে আমাদের Edutips অ্যাপের মধ্যে মক টেস্টের আয়োজন করা হয়েছে, এটি অবশ্যই দিবে! পরীক্ষার জন্য শুভকামনা রইল।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -




