Madhyamik Admit Card 2026: মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট ডেট ঘোষণা! কবে পাবে? দেখে নাও

Arpita Paul

Published on:

WBBSE Madhyamik Pariksha Admit Card 2026

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) মাধ্যমিক পরীক্ষা 2026-এর এডমিট কার্ড [Admit Card] বিতরণের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্কুল প্রধানদের জন্য এই প্রতিবেদনটি বিস্তারিত তথ্য প্রদান করবে। স্কুলে কবে আসবে? ছাত্র-ছাত্রীদের কবে ডিস্ট্রিবিউশন করা হবে এবং বিশেষ করে ভুল সংশোধন সংক্রান্ত সমস্ত কিছুই থাকছে।

— Advertisement —

WBBSE Madhyamik Exam Admit Card: মাধ্যমিক পরীক্ষা 2026 অ্যাডমিট কার্ড

৬ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড ২০শে জানুয়ারি, ২০২৬ তারিখে সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে বিতরণ করা হবে

স্কুলের প্রধান বা তার অনুমোদিত প্রতিনিধি নির্ধারিত সময়ে ক্যাম্প অফিস থেকে এডমিট কার্ড সংগ্রহ করবেন। ছাত্র-ছাত্রীরা এক থেকে দুই দিনের মধ্যে অর্থাৎ ২১-২২ জানুয়ারি মধ্যেই স্কুলে পেয়ে যাবে

  • প্রত্যেক স্কুল নোটিশ জারি করে ছাত্র-ছাত্রীদের জানিয়ে দেবে।
  • এডমিট কার্ড আনতে যাওয়ার দিনে রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে এবং সেই অনুযায়ী এডমিট মিলিয়ে স্বাক্ষর করতে হবে।
— Advertisement —

মাধ্যমিক প্রশ্ন উত্তর পেতে অবশ্যই whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group →

Madhyamik All Subjects Last Minute Suggestion Question Answer PDF
ছবিতে বিতে ক্লিক করুন
ইভেন্টতারিখ
এডমিট কার্ড বিতরণ শুরু
(পর্ষদের অফিস থেকে)
20শে জানুয়ারি, 2026
[সকাল ১১টা থেকে বিকেল ৫টা]
বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা পাবে21-22 জানুয়ারির মধ্যেই
[স্কুলে টাইম জানিয়ে দেবে]

অ্যাডমিট কার্ডে ভুল থাকলে সংশোধন প্রক্রিয়া ও নোটিশ

WBBSE Admit কার্ডে কোনো রকম ত্রুটি বা ভুল থাকলে, সংশোধনের জন্য স্কুলের মাধ্যমে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে লিখিতভাবে জানাতে হবে, স্কুল সব রকম ভাবে সহযোগিতা করবে। তাই এডমিট কার্ড পাওয়ার পর অবশ্যই নামের বানান, সাবজেক্ট, জন্ম তারিখ এই বিষয়গুলো খুব ভালো করে দেখে নিতে হবে।

এডমিট কার্ডের অফিসিয়াল নোটিশপিডিএফ লিংক
Distribution of Admit Cards for Madhyamik Pariksha (SE), 2026
Date: 06.01.2026 | D.S.(C)/007/26
↓ Download
মাধ্যমিক পরীক্ষার রুটিন 2026 Download PDF →

মিস করবেন না: Madhyamik Suggestion (All Subject) মাধ্যমিক সাজেশন 2026

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এডমিট কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সময়ের মধ্যে সংগ্রহ করে তা মিলিয়ে নেওয়া আবশ্যকপরীক্ষা শুরু হচ্ছে ২রা ফেব্রুয়ারি থেকে, ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাই এবং পরীক্ষা চলাকালীন সমস্ত আপডেট আমরা পৌঁছে দেব

Join Group

Telegram