Madhyamik Bengali Question Paper 2025: এ বছর তথা ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ১০ই ফেব্রুয়ারি সোমবার থেকে। পরীক্ষার প্রথম দিনেই ছিল প্রথম ভাষা তথা বাংলা বিষয়ের পরীক্ষা। পরীক্ষা শুরু হয়েছিল ১০:৪৫ থেকে কিন্তু আজকে পরীক্ষার প্রথম দিন থাকায় ছাত্র-ছাত্রীদের ৯ঃ৪৫ এর মধ্য পরীক্ষা কক্ষের প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। পরীক্ষার জন্য নির্ধারিত সময় ছিল মোট ৩ ঘন্টা ১৫ মিনিট অর্থাৎ প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয় দুপুর ২টায়।
আজকের এই প্রতিবেদনে 2025 সালের মাধ্যমিক বাংলা পরীক্ষার শর্ট প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হয়েছে, বড় প্রশ্নগুলির উত্তর তোমরা সহায়িকা বা পাঠ্যবই থেকে মিলিয়ে নিতে পারো। যারা এবছর মাধ্যমিক দিয়েছে অবশ্যই একবার শর্ট প্রশ্নগুলির উত্তর মিলিয়ে নেবে।
মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২৫ (Madhyamik Bengali Question Paper 2025)
বাংলা প্রশ্নপত্রের উত্তর সমূহ
বাংলা বিষয়ে শুধুমাত্র বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হয়েছে, এ বছরের পরীক্ষার্থীদের কাছে অনুরোধ অবশ্যই একবার তোমাদের করা উত্তরের সাথে মিলিয়ে দেখে নেবে।
১) বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে, তাকে বলে » আসত্তি
২) ‘আবার তোরা মানুষ হ’।’ বাক্যটি » অনুজ্ঞাসূচক বাক্য
৩) ভাববাচ্যে প্রাধান্য পায় » ক্রিয়ার ভাব
৪) ‘আমি তোমাকে বইটি দিলাম।’ এটি কোন্ বাচ্যের উদাহরণ? » কর্তৃবাচ্যের
৫) “বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন।”- কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? » চরদন্ড
৬) রাবণ ইন্দ্রজিৎ-কে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন্ সময় নির্দেশ করেছিলেন? » প্রভাতে
৭) বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল » এক ডজন
৮) “প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান” ফিনিসিয়ানদের লেখনী কী ছিল? » ব্রোঞ্জের শলাকা
৯) “তবু লিখছে। লুকিয়ে লিখছে।” এভাবে লেখার কারণ কী? » যেন নেশায় পেয়েছে
১০) নদেরচাঁদের বয়স হলো » ত্রিশ বছর
১১) গিরীশ মহাপাত্রের জামার রং ছিল » রামধনু
১২) ‘আফ্রিকা’ কবিতায় ‘আদিম যুগ’ ছিল » উদ্ভ্রান্ত
১৩) কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? » ১৯৩৬ সালে
১৪) অনুসর্গ-প্রধান কারক » দুই প্রকার
১৫) ‘বুলবুলিতে ধান খেয়েছে’ » কর্তৃকারক
১৬) কোন্ সমাসে উভয় পদের অর্থ অক্ষুন্ন থাকে? » দ্বন্দ্ব সমাসে
১৭) যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে, তাকে বলে » উপমিত কর্মধারয়
তাড়াহুড়োতে করা হয়েছে ভুলত্রুটি মার্জনীয় **
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্রটি সম্পূর্ণ পিডিএফ ফাইল আকারে নিচে দেওয়া রয়েছে।
মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২৫ | MB |
PDF Download ↓ | ✅ |
EduTips Bangla এর পক্ষ থেকে মাধ্যমিক ২০২৫ এর সমস্ত বিষয়ের সাজেশন অলরেডি প্রকাশ করা হয়ে গিয়েছে। যারা এখনো পর্যন্ত সেই সাজেশন গুলি দেখনি তোমরা অবশ্যই আগামী দিনের পরীক্ষার সাজেশন গুলি ফলো করতে পারো। এবং আগামী দিনের পরীক্ষার উত্তর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করো।
মাধ্যমিক এর প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Now ↗
সংগ্রহ করে নাও: Madhyamik Suggestion (All Subject) মাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »