Madhyamik Rachana Suggestion 2026: মাধ্যমিক প্রবন্ধ রচনা সাজেশন 2026 (উত্তর সহ) 100% কমন পাবে!

Anjan Mahata

Published on:

Follow Us Share
WBBSE Madhyamik Bangla Prabandh Rachana Suggestion 2026

নমস্কার প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা সাজেশন হিসাবে আজকে শেয়ার করা হচ্ছে। যে প্রবন্ধ রচনাগুলি পড়ে যাও তাহলে যেকোনো প্রবন্ধ রচনা লিখে আসতে পারবে। সাজেশন রচনার নাম তো থাকবেই, তার সঙ্গে এই প্রবন্ধ রচনাগুলির উত্তর এই পোস্টটির শেষে লিংক দেওয়া থাকবে।

মাধ্যমিক 2026 প্রবন্ধ রচনা সাজেশন (Madhyamik 2026 Bengali Prabandha Rachana Suggestion)

বোর্ডের পরীক্ষাতে শুধুমাত্র আগের শিক্ষাবর্ষে এসে যাওয়া প্রশ্ন সাধারণত রিপিট হয় না। আগের বর্ষটি ছেড়ে বাকি সমস্ত বিগত বছরের রচনা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং একাধিকবার রিপিট হয়েছে, অন্য নামে একই ধরনের প্রবন্ধ রচনা এসেছে।

মাধ্যমিক বাংলা রচনা বিগত বছরের অ্যানালিসিস

বিভাগরচনা এবং সাল
বিজ্ঞান সম্পর্কিতদৈনন্দিন/ বর্তমান জীবনে বিজ্ঞান (2017, 2022, 2025),
বিজ্ঞানের ভালো-মন্দ (2020),
মানব কল্যাণে বিজ্ঞান (2024),
বিজ্ঞান ও কুসংস্কার (2019),
বর্তমান যুগ ও কুসংস্কার (2023)
পরিবেশ সম্পর্কিতএকটি গাছ একটি প্রাণ (2017),
পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা (2018),
বিশ্ব উষ্ণায়ন (2019),
আমাদের পরিবেশ: সমস্যা ও প্রতিকার (2020),
পরিবেশ ও মানুষ (2022),
বন ও বন্যপ্রাণ সংরক্ষণ (2023),
বন সংরক্ষণ (2025)
বাংলা সাহিত্য / সংস্কৃতিবাংলার ঋতু বৈচিত্র্য (2017, 2023),
বাংলার উৎসব (2018),
বইপড়া (2018),
খেলাধুলাও ছাত্র সমাজ (2020)
বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী (2024),
আত্মকথা / অভিজ্ঞতা / ভ্রমণতোমার প্রিয় পর্যটনকেন্দ্র (2017),
তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন (2018),
একটি ভ্রমণের অভিজ্ঞতা (2020),
তোমার দেখা একটি মেলা (2022),
একটি নদীর আত্মকথা (2022),
একটি পথের আত্মকথা (2023),
একটি কলমের আত্মকথা (2024),
সাধারণ (অন্যান্য)বইপড়া (2018),
বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী (2024),
দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ (2024),
চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা (2025),
সময়ের মূল্য (2025)

2026 মাধ্যমিক পরীক্ষার প্রবন্ধ রচনা ১০ নম্বর কমন (10 Marks) ★★★

খুব ভালোভাবে বিগত বছরের প্রশ্নগুলি লক্ষ্য করে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে যে প্রতিবছর বিজ্ঞান বিষয় অথবা পরিবেশ বিষয় থেকে একটা না একটা রচনা রয়েছে। সুতরাং তোমাদেরকে বিজ্ঞান বা পরিবেশ বিষয়ের একটি করে রচনা করে নিয়ে যেতে হবে। বিজ্ঞান বিষয় থেকে যে রচনাটি করতে হবে সেটি হল-

বিজ্ঞান ও কুসংস্কার (Bigyan O Kusanskar) ***
বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ***

রচনাগুলির উত্তরে পাবে নিচের লিংকে –

এবং পরিবেশ বিষয় থেকে যে রচনাটি করতে হবে সেটি হল-

বিশ্ব উষ্ণায়ন ***
পরিবেশ দূষণ ও তার প্রতিকার **

রচনাগুলির উত্তর নিচের লিংকে –

আর বর্তমানে আরো একটি টপিকের রচনা খুব ভালো আসছে, সেটা হলো ‘আত্মকথা’ বা অভিজ্ঞতা বিষয়ক – তোমার সাধারণ বা অতি সাধারণ বিষয়ে অভিজ্ঞতা নিয়ে। সুতরাং, এটা তোমাদেরকে নিজেদেরকে লিখতে হবে। সেখানে তোমরা বিভিন্ন পয়েন্ট এড করতে পারো। যেমন–

আত্মকথা (Atmakatha) ***

ফাইনাল যে ক্যাটাগরিটা সেটা বাংলা, বাঙালি সংস্কৃতি সংক্রান্ত, এই ক্যাটাগরি থেকে প্রত্যেক বছর একটি রচনা আসে, তোমাদের জন্য যেগুলি গুরুত্বপূর্ণ –

বাংলার উৎসব (Banglar Utsab) ***
বাংলার ঋতু বৈচিত্র্য (2017, 2023) **

রচনাগুলির উত্তর নিচে লিংকে –

বিষয়বিবরণ
WBBSE পর্ষদের নমুনা প্রশ্নপত্র (মাত্র ২৫ টাকা)Collect PDF →
মাধ্যমিক 2026 এর প্রস্তুতিটার্গেট” whatsapp গ্রুপ
Namuna Madhyamik WBBSE Model Question Answer PDF
সংগ্রহ করতে ছবিতে ক্লিক করো 👆

Madhyamik Bangla Rochona Suggestion: গুরুত্বপূর্ণ কিছু টিপস (মিস করবে না)

প্রবন্ধ রচনা কখনো কোন জায়গা থেকে মুখস্ত করে হুবহু লিখবে না। কারণ, একটি জায়গা থেকে শুধুমাত্র তুমি একাই নও, অনেক ছাত্রছাত্রী লিখছে। এক্ষেত্রে তোমাদের সবারই রচনা যদি একই হয়ে যায় সেক্ষেত্রে তুমি কিভাবে বেশি নম্বর পাবে?

তোমরা একটি রচনাকে উদাহরণ হিসেবে খুব ভালো করে দেখে নিয়ে নিজেই বাড়িতে দু-একবার লেখার চেষ্টা করবে, তাও আবার নিজের ভাষাতে

এক্ষেত্রে কি হবে, তোমার নম্বর বেশি পাওয়ার সুযোগ থাকে। অবশ্যই রচনা লেখার সময় দু-একটা ছড়া, ডাবল কোটেশন (” “) এসবের ব্যবহার করবে এবং মেইন মেইন পয়েন্টকে হাইলাইট করার চেষ্টা করবে। যাতে, যে স্যার তোমার খাতা দেখবেন তিনি সন্তুষ্টি বোধ করেন।

Join Group

Telegram