Madhyamik 2026: মাধ্যমিকের খাতা নতুন নিয়ম! সুবিধা পাবে ছাত্র-ছাত্রীরা, দেখে নিন

Arpita Paul

Published on:

WBBSE Madhyamik 2026 Update Answer Sheet Evaluation

মাধ্যমিক ২০২৬ পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। খাতা দেখার ক্ষেত্রে চালু হচ্ছে নতুন নিয়ম, যেখানে সুবিধা হবে ছাত্র-ছাত্রী পরীক্ষার্থীদের। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক বোর্ড পরীক্ষা, তার আগে পর্ষদের গুরুত্বপূর্ণ আপডেট বিস্তারিত দেখে নিন।

— Advertisement —

মাধ্যমিক খাতা মূল্যায়নে কী বদল আনল মধ্যশিক্ষা পর্ষদ?

WBBSE পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এবার থেকে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের দ্বিতীয় পাতায় বড় আকারে কেজিংয়ের জায়গা রাখা হচ্ছে। সেখানে শিক্ষক-শিক্ষিকাদের প্রতিটি প্রশ্নের নম্বর বিস্তারিতভাবে ‘ভেঙে’ লিখতে হবে। অর্থাৎ, আর সংক্ষেপে মোট নম্বর বসিয়ে দিলেই চলবে না।

এতদিন যেখানে খাতার প্রথম পাতায় ছোট জায়গায় কেজিং করে নম্বর দেওয়া হত, এবার থেকে সেই ব্যবস্থা বদলে যাচ্ছে। পর্ষদের দাবি, এই নিয়মে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর আরও স্বচ্ছভাবে তুলে ধরা যাবে। তবে শিক্ষক সংগঠনগুলির মতে, এতে কাজের চাপও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

নতুন নিয়মে কীভাবে নম্বর দেওয়া হবে?

এতদিন পর্যন্তনতুন নিয়মে
খাতার প্রথম পাতায় ছোট জায়গায় কেজিং করা হত।
বহু প্রশ্নের ক্ষেত্রে একসঙ্গে মোট নম্বর বসিয়ে দেওয়া হত।
কেজিং হবে দ্বিতীয় পাতায় প্রতিটি প্রশ্ন বা উপ-প্রশ্ন অনুযায়ী ক, খ, গ আলাদা করে প্রাপ্ত নম্বর লিখতে হবে
— Advertisement —

ফলে, যেমন ১ নম্বরের ১০টি প্রশ্নের মধ্যে কোনও পরীক্ষার্থী ৮টি ঠিক করলে, সেটিও আলাদা করে উল্লেখ করতে হবে। পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নিয়ে বিভ্রান্তির সুযোগ কমবে, স্ক্রুটিনিও হবে সহজ।

★★ উত্তর সহ মাধ্যমিক Success সাজেশন (লাস্ট মিনিট PDF) ➦ সংগ্রহ করুন ⇓

Madhyamik 2026 Suggestion Last Minute Question Answer PDF
উপরের ছবির উপর ট্যাপ বা ক্লিক করুন ↑

WhatsApp করুন “Paid সাজেশন” [9907260741] ➦ QR পেমেন্ট সুবিধা ➦ সঙ্গে সঙ্গে PDF

বিষয়বিবরণ
মাধ্যমিক 2026 সমস্ত বিষয় ফ্রি সাজেশনটার্গেট” whatsapp গ্রুপ
[ ইতিমধ্যে জয়েন থাকলে আর জয়েন করবে না]
সমস্ত বিষয় সাজেশন (পাশের লিংকে ক্লিক করুন)মাধ্যমিক সাজেশন 2026 →

মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে এই নতুন নিয়ম নিঃসন্দেহে মূল্যায়ন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য করে তুলবে। তবে একই সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের উপর কাজের চাপ বাড়বে এই বাস্তবতাও অস্বীকার করার উপায় নেই।

Join Group

Telegram