কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন ও নবোদয় বিদ্যালয় সমিতির (KVS & NVS) যৌথ মাধ্যমে ১৪,৯৬৭টি শূন্যপদে অশিক্ষক (নন টিচিং) ও শিক্ষক (টিচিং) নিয়োগ করা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে? কোন পদে কত শূন্যপদ রয়েছে? ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
KVS NVS Teaching & Non-Teaching Recruitment 2025: কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয়ে নিয়োগ
এই বছর থেকে CBSE বোর্ড কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) এবং নবোদয় বিদ্যালয় সমিতি (NVS) এর জন্য বিভিন্ন শিক্ষক ও অশিক্ষক পদে নিয়োগ পরিচালনা করবে। ইতিমধ্যেই এই বছরের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং বিজ্ঞপ্তি অনুসারে মোট ১৪,৯৬৭ শূন্যপদে কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদ (Total Vacancy)
কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয় মিলিয়ে মোট ১৪,৯৬৭টি শূন্য পদ রয়েছে। এক্ষেত্রে KVS-এর জন্য শূন্যপদ রয়েছে ৯১২৬টি এবং NVS-এর জন্য শূন্যপদ রয়েছে মোট ৫৮৪১টি। নির্দিষ্ট কোন পদে কত শূন্যপদ রয়েছে? সেটি অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নেবেন, লিংক নিচে দেওয়া থাকছে।
যোগ্যতা (Eligibility Criteria)
যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই প্রথমে আবেদনের যোগ্যতা সম্পর্কে জেনে নেওয়া জরুরী। যেহেতু বিভিন্ন পদে নিয়োগ করা হবে তাই বিভিন্ন পদ অনুযায়ী আবেদন যোগ্যতাও ভিন্ন। সাধারণ যোগ্যতা সম্পর্কে উল্লেখ করা হলো-
- আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে
- আবেদন প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে, বয়সের ঊর্ধ্বসীমা পদ অনুযায়ী ভিন্ন বয়সের ক্ষেত্রে কাস্ট অনুযায়ী আবেদন প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
- আবেদন প্রার্থীকে অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, এছাড়াও পদ অনুযায়ী প্রার্থীদের উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন এবং বিশেষ ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন টিচিং এর জন্য জরুরী।
ক্লিক করে দেখো: Madhyamik Pass Job: মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়? বিস্তারিত জেনে নিন
আবেদন প্রক্রিয়া (Application Process)
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এরপর প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস আপলোড করে আবেদনপত্রটি পূরণ করতে হবে, এরপর নির্দিষ্ট আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফি (Application Fee)
আবেদন করার সময় প্রার্থীদের কত টাকা আবেদন ফি লাগবে সেটা নির্ভর করবে প্রার্থীর কাস্টের উপর এবং প্রার্থী কোন পদের জন্য আবেদন করছে সেটির উপর। আবেদন প্রার্থীরা আবেদন ফি Credit Card, Debit Card, Net Banking ও UPI এর মাধ্যমে জমা করতে পারবে।
| পদের নাম | Gen/ OBC/ EWS আবেদন ফি | SC/ ST/ PH/ ESM আবেদন ফি |
|---|---|---|
| Assistant Commissioner/ Principal/ Vice Principal | ₹2800/- | ₹500/- |
| PGT/ TGT/ PRT/ AE/ Finance Officer/ AO/ Librarian/ ASO/ Jr Translator | ₹2000/- | ₹500/- |
| SSA/ Stenographer/ JSA/ Lab Attendant/ Multi-Tasking Staff | ₹1700/- | ₹500/- |
আবেদন চলছে: WBSSC Group C & D সরকারি স্কুলে ৮৪৭৭ শূন্যপদে নিয়োগ
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
KVS এবং NVS শিক্ষক ও অ-শিক্ষক (Teaching & Non-Teaching) নিয়োগ 2025-এর নির্বাচন প্রক্রিয়া নিম্নলিখিত ধাপে সম্পন্ন করা হবে-
- লিখিত পরীক্ষা (CBT Exam)
- স্কিল টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্ট (যে পদে প্রয়োজন)
- ইন্টারভিউ
- ডকুমেন্ট ভেরিফিকেশন
- মেডিক্যাল পরীক্ষা।
গুরুত্বপূর্ণ লিংক এবং তারিখ
গত ১৩ই নভেম্বর, ২০২৫ কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয়ে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এরপর ১৪ নভেম্বর, ২০২৫ থেকে ইতিমধ্যে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৪ই ডিসেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| কেন্দ্রীয় বিদ্যালয়ের (KVS) অফিসিয়াল ওয়েবসাইট | kvsangathan.nic.in |
| নবোদয় বিদ্যালয় (NVS) এর অফিসিয়াল ওয়েবসাইট | navodaya.gov.in |
| অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন ** | ⇓ Download PDF |
| অনলাইন আবেদনের ডাইরেক্ট লিংক | Apply Online → |
| আবেদন শুরুর তারিখ | 14th November, 2025 |
| আবেদনের শেষ তারিখ | 4th December, 2025 |
আবেদন চলছে: WB Primary Teacher Recruitment রাজ্যে ১৩,৪২১ পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ! আবেদন দেখে নিন
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »




