অনেকেই প্রস্তুতি নিচ্ছো JEE Main 2026 পরীক্ষার জন্য? আমি নিজেও একসময় এই এক্সাম ক্লিয়ার করেছি, প্রথম দিকে সবকিছু একটু জটিল মনে হয় — কোথা থেকে শুরু করব, কী কী পড়ব, কত নম্বরের প্রশ্ন আসবে, এসব প্রশ্ন ঘুরতেই থাকে মাথায়।
আজকে আমি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দেব JEE Main 2026-এর Syllabus (সিলেবাস), Exam Pattern (পরীক্ষার ধরন), Marking Scheme (মার্কিং সিস্টেম) — যাতে তুমি একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাও।
JEE Main 2026 পরীক্ষার ধরন (Exam Pattern)
JEE Main হলো একটি National Level Entrance Exam যা NTA (National Testing Agency) পরিচালনা করে। একাধিক দিনে একাধিক শিফট পরীক্ষা হয়, এবং অবশেষে সমস্ত শিফটের নরমালাইজ হিসাবে পার্সেন্টাইল এবং মেরিট লিস্ট প্রকাশিত হয়। এই পরীক্ষা মূলত দুটি Paper-এ হয়:
| Paper | নাম | কার জন্য | বিষয় | 
|---|---|---|---|
| Paper 1 | B.E./B.Tech | ইঞ্জিনিয়ারিং (Engineering) প্রার্থীদের জন্য | Physics, Chemistry, Mathematics | 
| Paper 2A | B.Arch | আর্কিটেকচার (Architecture) প্রার্থীদের জন্য | Mathematics, Aptitude Test, Drawing Test | 
| Paper 2B | B.Planning | প্ল্যানিং (Planning) প্রার্থীদের জন্য | Mathematics, Aptitude Test, Planning Based Questions | 
সাধারণভাবে আমরা পেপার ওয়ান (Paper – 1) এর পরীক্ষাটা টাই বেশি গুরুত্ব দিই, কারণ ওইটা ছাত্রছাত্রী সংখ্যায় সব থেকে বেশি থাকে, আমি তোমাদের সেটার ভিত্তিতেই সমস্ত গাইডেন্স এবং প্রশ্ন প্যাটার্ন শেয়ার করছি।
একটা একাডেমিক বছরে দুটো সেশানে পরীক্ষা হয় একটা জানুয়ারি এবং একটা এপ্রিল। দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীরা বা দ্বাদশ শ্রেণী পাশের পর চাইলে দুটোতেই তারা বসতে পারে। দুটোর জন্য আলাদা করে ফর্ম ফিলাপ এবং পরীক্ষা দিতে হবে - যেটিতে সর্বোচ্চ নম্বর থাকবে সেটি ধরে কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া হবে।
মোট প্রশ্ন ও নম্বর বন্টন (Total Questions & Marks Distribution)
চলো এবার দেখি Paper 1 (B.E./B.Tech)-এর জন্য বিষয়ভিত্তিক প্রশ্ন ও নম্বর বন্টন:
| বিষয় | মোট প্রশ্ন | প্রতি প্রশ্নের পূর্ণমান | মোট নম্বর | 
|---|---|---|---|
| Physics | 25 | 4 | 100 | 
| Chemistry | 25 | 4 | 100 | 
| Mathematics | 25 | 4 | 100 | 
| মোট | 75 | – | 300 | 
অর্থাৎ, প্রতিটি বিষয়ের 25টি প্রশ্ন থাকবে (20টি MCQ Section A + 5টি Numerical Type Section B), প্রত্যেকটি বিষয়ের 25টি প্রশ্নের উত্তর দিতে হবে।
মার্কিং স্কিম (Marking Scheme)
এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় ভালো নম্বর থাকা সত্ত্বেও ভুল উত্তর দিলে নম্বর কেটে যায়। তাই নিচের টেবিলটা মনোযোগ দিয়ে দেখো –
| উত্তর প্রকার | প্রাপ্ত নম্বর | 
|---|---|
| সঠিক উত্তর | +4 | 
| ভুল উত্তর – Section A | -1 | 
| উত্তর না দিলে Unanswered / Marked for Review (without selecting any option)  | 0 | 
| Numerical Type প্রশ্ন – Section B | সঠিক হলে +4, ভুল হলে কোনো negative marking নেই | 
অবশ্যই দেখবে: NDA Exam Syllabus 2026: ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষা
JEE Main 2026 সিলেবাস (Subject-wise Syllabus)
তোমরা যারা এখন ক্লাস 12-তে আছো, তাদের একটা কথা জেনে রাখা দরকার —
JEE Main 2026-এর সিলেবাস আসলে তোমাদের 11 ও 12 ক্লাসের বোর্ড সিলেবাসের (Board Syllabus) এক্সটেন্ডেড ভার্সন।
মানে, তোমরা স্কুলে যা পড়ছো — Physics, Chemistry, Mathematics — সেই বিষয়গুলোরই একটু বেশি গভীরভাবে (Depth) প্রশ্ন আসে এখানে।
তুমি যদি Concept (ধারণা) ভালোভাবে বুঝে পড়ো, Numerical Problem (গাণিতিক প্রশ্ন) প্র্যাকটিস করো, আর Board-এর প্রশ্নগুলোর কারণটা বোঝো, তাহলে JEE Main-এর প্রস্তুতির অর্ধেক কাজ কিন্তু সেখানেই হয়ে যাবে।
বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক (Subject-wise Important Topics)
🔹 Physics (পদার্থবিদ্যা)
JEE Main-এর Physics অংশে বেশিরভাগ প্রশ্ন আসে Concept ও Formula ভিত্তিক।
নিচের টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ —
- Units and Dimensions
 - Kinematics
 - Laws of Motion
 - Work, Power and Energy
 - Gravitation
 - Thermodynamics
 - Waves and Sound
 - Current Electricity
 - Electromagnetic Induction
 - Ray and Wave Optics
 - Modern Physics
 
🔹 Chemistry (রসায়ন)
Chemistry-তে তিনটি ভাগে প্রশ্ন আসে — Physical, Organic, Inorganic। প্রতিটি অংশেই বেসিক ধারণা খুব দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো –
Physical Chemistry:
- Mole Concept
 - Thermodynamics
 - Equilibrium
 - Electrochemistry
 - Chemical Kinetics
 
Inorganic Chemistry:
- Periodic Table
 - Chemical Bonding
 - Coordination Compounds
 - Hydrogen and its Compounds
 - p-block, d-block Elements
 
Organic Chemistry:
- General Organic Chemistry (GOC)
 - Hydrocarbons
 - Alcohols, Phenols & Ethers
 - Aldehydes & Ketones
 - Carboxylic Acids
 - Biomolecules
 
🔹 Mathematics (গণিত)
Maths-এ প্রশ্নগুলো সাধারণত সময়সাপেক্ষ হয়, তাই আগেই ভালো PYQs প্র্যাকটিস দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো –
- Sets, Relations and Functions
 - Complex Numbers and Quadratic Equations
 - Binomial Theorem
 - Sequence and Series
 - Coordinate Geometry
 - Calculus (Differentiation & Integration)
 - Limits and Continuity
 - Matrices and Determinants
 - Vector Algebra
 - Probability & Statistics
 - 3D Geometry
 
গুরুত্বপূর্ণ লিঙ্ক এবং রিসোর্স (Important Links)
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি, অবশ্যই আমাদের whatsapp গ্রুপে জয়েন হতে পার:
| বিষয় | লিংক | 
|---|---|
| অফিসিয়াল ওয়েবসাইট | https://jeemain.nta.nic.in/ | 
| অফিসিয়াল মক টেস্ট (Free) | Click Here → | 
| বর্তমানে আবেদন ফরম ফিলাপ চলছে » | JEE Main 2026 Form Fill Up | 
আরো দেখবে: WBJEE Exam Pattern 2026: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা
তো আশা করি এখন তোমাদের কাছে JEE Main 2026 Syllabus, Exam Pattern, Total Marks, Marking Scheme — সব পরিষ্কার হয়ে গেছে।
মনে রাখো, “Consistency is the key to success.” তুমি যদি এখন থেকেই সঠিকভাবে প্রস্তুতি নিতে শুরু করো, তাহলে এই পরীক্ষায় ভালো র্যাঙ্ক (Rank) আনা একদমই অসম্ভব নয়।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »
					



