জাতীয় স্তরের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (মেইন) [Joint Entrance Examination (Main) বা JEE Main] এর জানুয়ারি সেশন (Session 1) 2026-এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে ধাপে ধাপে আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় তথ্য এবং গুরুত্বপূর্ণ তারিখগুলি নিচে আলোচনা করা হলো।
JEE Main 2026 (Session 1) Form Fill Up: জেইই মেন অনলাইন আবেদন শুরু
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এই পরীক্ষার আয়োজন করে। যে সমস্ত ছাত্র-ছাত্রী এনআইটি (NITs), আইআইআইটি (IIITs) এবং অন্যান্য সেন্ট্রাল্ ফান্ডেড টেকনিক্যাল ইনস্টিটিউশন (CFTIs)-এ বি.ই/বি.টেক [B.E./B.Tech] বা বি.আর্ক/বি.প্ল্যানিং [B.Arch/B.Planning] কোর্সে ভর্তি হতে চাও, তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ।
এছাড়া, যারা দেশের সেরা আইআইটি [IITs] তে পড়তে ইচ্ছুক, তাদের জন্য জেইই অ্যাডভান্সড [JEE Advanced] পরীক্ষার প্রথম ধাপ হল এই জেইই মেন পরীক্ষা।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
জেইই মেন ২০২৬ (জানুয়ারি সেশন)-এর জন্য প্রয়োজনীয় তারিখগুলি নিচে একটি টেবিলে দেওয়া হলো:
| ইভেন্ট (Event) | তারিখ (Date) |
| অনলাইন আবেদন শুরু | ৩১ অক্টোবর ২০২৫ |
| অনলাইন আবেদনের শেষ তারিখ | ২৭ নভেম্বর ২০২৫ রাত ৯টা পর্যন্ত (Up to 09:00 P.M.) |
| ফি জমা দেওয়ার শেষ তারিখ | ২৭ নভেম্বর ২০২৫ রাত ১১:৫০ মিনিট পর্যন্ত (Up to 11:50 P.M.) |
| পরীক্ষার তারিখ (জানুয়ারি সেশন) | ২১ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি ২০২৬ |
| পরীক্ষার ফলাফল (Tentative) | ১২ ফেব্রুয়ারি ২০২৬ |
যোগ্যতার মাপকাঠি (Eligibility Criteria)
জেইই মেন পরীক্ষায় বসার জন্য একজন শিক্ষার্থীকে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে:
- শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification): প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক (Class 12) বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- উত্তীর্ণের বছর (Year of Passing): যেসব ছাত্র-ছাত্রী ২০২৪ বা ২০২৫ সালে ক্লাস ১২ পাশ করেছে, অথবা যারা ২০২৬ সালে ক্লাস ১২ পরীক্ষা দেবে, তারাই জেইই মেন ২০২৬ পরীক্ষায় বসার যোগ্য।
- চেষ্টার সীমা (Attempt Limit): একজন প্রার্থী পরপর তিনটি শিক্ষাবর্ষে জেইই মেন পরীক্ষায় বসতে পারে।
- বয়সের সীমা (Age Limit): জেইই মেন পরীক্ষায় বসার জন্য কোনো বয়সের সীমা নেই।
- আবশ্যিক বিষয় (Compulsory Subjects): পেপার ১ (B.E./B.Tech) এর জন্য উচ্চ মাধ্যমিকে ফিজিক্স (Physics), কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স (Mathematics) অবশ্যই থাকতে হবে।
- ভর্তির জন্য প্রয়োজনীয় নম্বর (Minimum Marks for Admission): জেইই মেন পরীক্ষায় বসার জন্য ক্লাস ১২-তে ন্যূনতম নম্বরের কোনো বাধ্যবাধকতা নেই। তবে, NITs, IIITs এবং CFTIs-এ ভর্তির জন্য ক্লাস ১২-তে কমপক্ষে ৭৫% নম্বর পেতে হবে অথবা সংশ্লিষ্ট বোর্ডের টপ ২০ পার্সেন্টাইল-এর মধ্যে থাকতে হবে।

গুরুত্বপূর্ণ: বাংলাতেও পরীক্ষা দেওয়া যাবে, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কম্পিউটারে ইংরেজি থাকবে। তো তোমরা যদি বাংলা ভাষা হিসেবে নির্বাচন করে ফরম ফিলাপ করে, ওখানে বাংলা ইংরেজি দুই ভাবে পরীক্ষার সময় দেখতে পারবে।
অবশ্যই দেখবে: CUET (UG) Exam: উচ্চ মাধ্যমিকের পর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন! CUET পরীক্ষা জেনে নাও
আবেদন করার পদ্ধতি: ধাপে ধাপে গাইড (Step-by-Step Application Guide)
জেইই মেন-এর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে। অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। একটি মাত্র অ্যাপ্লিকেশান জমা দিতে হবে।
ধাপ ১: নতুন রেজিস্ট্রেশন (New Registration)
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://jeemain.nta.nic.in/ -এ যান।
- ‘JEE Main 2026 Session 1 Registration’ লিঙ্কে ক্লিক করুন।
নিজের নাম, জন্ম তারিখ (Date of Birth), মোবাইল নম্বর [Mobile Number] এবং বৈধ ইমেল আইডি [Email ID] দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। মনে রাখবেন, NTA সমস্ত যোগাযোগ এই ইমেল এবং মোবাইল নম্বরের মাধ্যমেই করবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে একটি অ্যাপ্লিকেশন নম্বর (Application Number) তৈরি হবে।
ধাপ ২: আবেদনপত্র পূরণ (Filling the Application Form)
- তৈরি হওয়া অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড [Password] দিয়ে লগইন [Login] করুন।
- ব্যক্তিগত তথ্য (Personal Details) এবং শিক্ষাগত বিবরণ (Educational Details) যেমন ক্লাস ১০ (Class 10) এবং ক্লাস ১২ (Class 12)-এর মার্কশিট [Mark Sheet] দেখে সঠিকভাবে পূরণ করুন।
- পরীক্ষার জন্য আপনার পছন্দের কেন্দ্রগুলি (Exam Cities) বেছে নিন। আপনি আপনার বর্তমান বা স্থায়ী ঠিকানা অনুযায়ী মোট চারটি শহর বেছে নিতে পারেন।
- পরীক্ষার মাধ্যম (Medium of Question Paper) বেছে নিন। সবচেয়ে ভালো খবর হলো, এই পরীক্ষা বাংলা (Bengali) সহ মোট ১৩টি ভাষায় দেওয়া যায়।
ধাপ ৩: ছবি এবং স্বাক্ষর আপলোড (Uploading Photo and Signature)
ধাপ ৪: আবেদন ফি জমা দেওয়া (Fee Payment) & কনফার্মেশন পেজ প্রিন্ট (Confirmation Page Print)
ফি জমা দেওয়ার পর একটি কনফার্মেশন পেজ (Confirmation Page) তৈরি হবে। এর মানে আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে। এই পেজটির একটি প্রিন্ট আউট [Print Out] সব কাজের জন্য খুব জরুরি।
আবেদন ফি (Application Fee Structure)
ভারতে পরীক্ষা কেন্দ্রের জন্য ক্যাটেগরি (Category) অনুযায়ী আবেদন ফি নিচে টেবিল আকারে দেওয়া হলো 1: B.E./B.Tech একটি মাত্র পেপারের জন্য –
| ক্যাটেগরি (Category) | লিঙ্গ (Gender) | ফি (Fee) (টাকায়) |
| জেনারেল (General) | পুরুষ (Male) | ₹১০০০ |
| জেনারেল (General) | মহিলা (Female) | ₹৮০০ |
| জেনারেল-ইডব্লিউএস / ওবিসি (এনসিএল) [Gen-EWS / OBC (NCL)] | পুরুষ (Male) | ₹৯০০ |
| জেনারেল-ইডব্লিউএস / ওবিসি (এনসিএল) [Gen-EWS / OBC (NCL)] | মহিলা (Female) | ₹৮০০ |
| এসসি / এসটি / পিডব্লিউডি / থার্ড জেন্ডার [SC / ST / PwD / Third Gender] | পুরুষ / মহিলা / থার্ড জেন্ডার | ₹৫০০ |
দ্রষ্টব্য: Paper 2A: B.Arch বা Paper 2B: B.Planning আবেদন Fees আলাদা রয়েছে, যেটি জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে ২ হাজার টাকা - একাধিক পেপারে আবেদন করলে ফি যুক্ত হবে।
আরো দেখবে: JEE Advanced Eligibility: আইআইটি ভর্তি পরীক্ষার নতুন নিয়ম! অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ দেখে নিন
গুরুত্বপূর্ণ লিঙ্ক এবং আবেদন হেল্পলাইন (Important Links)
| বিবরণ (Details) | লিঙ্ক (URL) |
| আবেদন সরাসরি লিংক | |
| আবেদনের সেশন | জানুয়ারি সেশন (Session 1) ২০২৬ |
| হেল্পলাইন নম্বর | ০১১-৪০৭৫৯০০০/ ০১১-৬৯২২৭৭০০ |
| ▶ পরীক্ষার সম্পূর্ণ তথ্য (ইনফরমেশন বুলেটিন) | ↓ Download PDF |
ক্লিক করে দেখো: আইআইটি (IIT) কীভাবে ভর্তি হবে? যোগ্যতা, পরীক্ষা UG/PG/Phd রিসার্চ সমস্ত বিষয়! জেনে নাও
জেইই মেন পরীক্ষা ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার (Architecture) পড়ার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। যেহেতু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সময়সীমা নির্দিষ্ট (২৭ নভেম্বর পর্যন্ত), তাই আর দেরি না করে দ্রুত ফর্ম পূরণ করে ফেলুন। শুভ কামনা রইল!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »




