Westbengal ICDS Exam Date 2024 All District Wise: আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি পদে আবেদনকারী প্রার্থীদের জন্য একটি বিশেষ খবর! রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা কবে নেওয়া হবে তা নিয়ে আপডেট এসেছে। প্রশাসনের পক্ষ থেকে নিযুক্ত কমিটি অঙ্গনওয়াড়ি শূন্যপদগুলিতে দ্রুত নিয়োগের কথা জানিয়েছে। তুলে ধরবো আজকের প্রতিবেদনে।
পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি পরীক্ষার তারিখ ২০২৪ (ICDS Worker Helper Exam Date)
নিয়োগ কমিটির তরফ থেকে আয়োজিত বৈঠকে বলা হয়েছে, রাজ্যজুড়ে বিভিন্ন বিভিন্ন সুসংহত শিশু বিকাশ কেন্দ্র বা আইসিডিএস কেন্দ্রগুলিতে দ্রুত কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের জন্য ইতিমধ্যেই প্রচুর আবেদন সংশ্লিষ্ট জেলার আইসিডিএস কেন্দ্রগুলোতে জমা পড়েছে।
আইসিডিএস কর্মী পদের জন্য রাজ্য জুড়ে প্রায় তিন লক্ষ এরও বেশি আবেদনপত্র, ইতিমধ্যেই জমা পড়েছে। অনেক জেলাতে আবেদনপত্র জমা সবে শুরু হয়েছে, সেক্ষেত্রে সংখ্যাটা আরো বাড়বে। বিগত বেশ কিছু বছর ধরে আইনি জটিলতা দরুন বেশ কিছু জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ বন্ধ থাকলেও চলতি বছর থেকে পুনরায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে সমাজ কল্যাণ দপ্তর।
কোন জেলায় কবে পরীক্ষা হবে? লেটেস্ট আপডেট
নিচে আপাতত উত্তর ২৪ পরগনার পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে, সেটা দেওয়া হয়েছে বাকিগুলো খুব তাড়াতাড়ি আপডেট করা হবে –
জেলা | পরীক্ষার তারিখ |
---|---|
বাঁকুড়া | বর্তমানে আবেদন চলছে |
উত্তর ২৪ পরগনা | ২৫ আগস্ট, ২০২৪ (২৫শে আগস্ট) |
আলিপুরদুয়ার | ০১.০৯.২০২৪ এবং ০৮.০৯.২০২৪ |
মুর্শিদাবাদ জেলা | — |
পূর্ব বর্ধমান | — |
উত্তর দিনাজপুর | — |
অন্যান্য জেলা | আপডেট করা হবে |
আপনাদের জন্য বিনামূল্যে ICDS প্রস্তুতির হোয়াটসঅ্যাপ গ্রুপ বর্তমানে চলছে, যেখানে প্রশ্নের প্র্যাকটিসহ পরীক্ষার প্রস্তুতি হচ্ছে –
অঙ্গনওয়াড়ি পদে আবেদনের জন্য সকল স্থানীয় মহিলা প্রার্থীরাই অংশগ্রহণ করতে পারবেন, প্রার্থীদের বয়স অবশ্যই ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। লিখিত এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ নেওয়া হবে।
বিস্তারিত: ICDS অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্যাটার্ন, নম্বর ও গুরুত্বপূর্ণ নিয়ম! অবশ্যই দেখে নিন
পরীক্ষা সংক্রান্ত সিলেবাস, নম্বরের বিভাজন, নিয়োগ পদ্ধতি বিষয় বিস্তারিত জানতে আমাদের আগেও এই সংক্রান্ত একটি পোস্ট প্রকাশিত হয়েছে অবশ্যই তা দেখে নিতে পারেন। আমাদের এই প্রতিবেদনটি আপনার ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »