যে সমস্ত পড়ুয়ার শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় একটি ভালো চাকরির খোঁজ করছ তাদের জন্য অত্যন্ত খুশির খবর সম্প্রতি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ইনটেলিজেন্স ব্যুরোর তরফ থেকে এমটিএস বা মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগের (IB MTS Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে। কত শূন্য পদ রয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
IB MTS Recruitment 2025: মাধ্যমিক পাস যোগ্যতাই ইন্টালিজেন্স ব্যুরোতে MTS নিয়োগ
ইন্টালিজেন্স ব্যুরো এর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MHA) Ministry of Home Affairs শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাই মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ইতিমধ্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, শূন্যপদ সহ যোগ্যতা বিস্তারিত –
মোট শূন্য পদ (Total Vacancy)
ইন্টালিজেন্স ব্যুরো এর পক্ষ থেকে পুরো দেশ জুড়ে ৩৬২ শূণ্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। কাস্ট অনুযায়ী শূন্য পদের তালিকা নিচে দেওয়া হল-
| কাস্ট | শূন্যপদ |
|---|---|
| UR | 160 টি |
| OBC | 72 টি |
| SC | 42 টি |
| ST | 54 টি |
| EWS | 34 টি |
| মোট | 362 টি |
বেতন কাঠামো (Salary)
নির্বাচিত প্রার্থীদের বেতন কাঠামো Matrix level 1 অনুযায়ী Basic TRCA 18,000 টাকা থেকে 56,900 টাকা। এর সঙ্গে DA, House allowance, Transport Allowance মিলিয়ে নিয়োগের শুরুতে বেতন হবে প্রায় 30 হাজার টাকা।
যোগ্যতা (IB MTS Eligibility Criteria)
যে সকল প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই এই পদে আবেদনের যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানা জরুরী।
- আবেদন প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক তথা 10th পাস করতে হবে।
- আবেদন প্রার্থীদের অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে
- প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৫ এর মধ্য হতে হবে, এক্ষেত্রে কাস্ট অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস ডাউনলোড করে দেখে নিন।
অবশ্যই দেখবে: Post Office Job: পোস্ট অফিসে কিভাবে চাকরি পাবে? যোগ্যতা, পরীক্ষা
আবেদন প্রক্রিয়া (IB MTS Application Process)
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে
- অনলাইন আবেদন করার জন্য প্রথমে নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি ও ক্যাটাগরি সিলেক্ট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- রেজিস্ট্রেশন করার পর রেজিস্টার নাম্বারে OTP যাবে সেই OTPটি দিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড রেজিস্টার করা মোবাইল নাম্বার এবং ইমেইল আইডিতে যাবে এরপর সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে সম্পূর্ণ ফর্মটি ফিলাপ করতে হবে।।
- আবেদন ফরমটি নিখুঁতভাবে সম্পূর্ণ ডিটেইলস ফিলাপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে ও আবেদন ফি পেমেন্ট করে আবেদন পত্রটি ফাইনাল সাবমিট করতে হবে।
অবশ্যই দেখুন: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে?
আবেদন ফি (Application Fee)
জেনারেল, OBC,EWS পুরুষ আবেদন প্রার্থীদের আবেদন মূল্য ৬৫০ টাকা এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারের চাকরির ফরম ফিলাপের মতোই মহিলা প্রার্থী ও SC, ST প্রার্থীদের আবেদন মূল্য তুলনায় কম, এক্ষেত্রে তাদের আবেদন মূল্য ৫৫০ টাকা। আবেদন প্রার্থীরা আবেদন মূল্য অনলাইন ফর্ম ফিলাপের সময় মোবাইল ব্যাংকিং ও UPI এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে।
| বিভাগ | আবেদন মূল্য |
|---|---|
| জেনারেল, OBC ,EWS পুরুষ আবেদন প্রার্থী | ৬৫০ টাকা |
| SC, ST ও সকল মহিলা প্রার্থী | ৫৫০ টাকা |
গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক
ইতিমধ্যেই মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, গত ২২ শে নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৪ই ডিসেম্বর পর্যন্ত।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| আবেদন শুরুর তারিখ | 22শে নভেম্বর 2025 |
| আবেদনের শেষ তারিখ | 14ই ডিসেম্বর 2025 14 December 2025 (11:59 PM) |
| অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন | ↓ Download PDF |
| অনলাইন আবেদনের ডাইরেক্ট লিংক | Apply Now → |
আবেদন চলছে: WBSSC Group C & D সরকারি স্কুলে ৮৪৭৭ শূন্যপদে নিয়োগ ফর্ম ফিলাপ শুরু! আবেদন, ফি দেখে নিন
অবশ্যই প্রয়োজনীয়দের সাথে শেয়ার করে দিন যাতে সবাই আবেদন করে এবং কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ পেতে পারে – এরকমই গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »


